

আলোক চক্রবর্তী /পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :-দূর্গাপূজার শুভারম্ভ হয় গণেশ পূজা দিয়ে বাতাসে পূজো পূজো গন্ধ ছড়িয়ে পড়ে সবার মনে শরৎ কালের কাশ ফুলের গন্ধ তারসাথে পূজোর গন্ধ নিয়ে আসে গণেশ পূজা। থিমের প্রতিযোগিতা শুরু হয় গণেশ পূজা থেকে এরপর বিশ্বকর্মা পূজা সেখানেও বিভিন্ন ক্লাব বিভিন্ন থীম নিয়ে পূজার আয়োজন করে থাকে। আসানসোলের ট্রাফিক কলোনির টাইগার ক্লাব তাদের ২২ বছরের গণেশ পূজাতে আসানসোল স্টেশনের উপর থীম করে প্যান্ডেল করেছেন। টাইগার ক্লাবের সদস্য নিখিল সিং জানান তাদের ২২ বছরের গণেশ পূজায় আসানসোল স্টেশনের থীম করে প্যান্ডেল করা হয়েছে, তাদের উদ্দেশ্য আসানসোল স্টেশন নির্ভর করে আসানসোল শহর গড়ে উঠেছে ট্রেনের মাধ্যমে বাইরের রাজ্য থেকে লোক আসানসোল শহরে আসেন রুটি রোজগারের জন্য। আসানসোলবাসী জানুন স্টেশনে কীরকম কাজ হয় এবং কিছু উল্লেখযোগ্য ছবি পূজো প্যান্ডেলে লাগানো হয়েছে। শণিবার সকালে ডিআরএম এসে পূজা প্যান্ডেলের উদ্বোধন করেন তাছাড়া পূজোর তিনদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান বসে আঁকো, হনুমান চালিসা পাঠ প্রতিযোগিতা, সুন্দর কান্ড পাঠ, জাগরণ, খিচুরি ভোগ খাওয়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে মঙ্গলবার বিসর্জন দেওয়া হবে।

Leave a Reply