



পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আর কিছু দিন পর শুরু হচ্ছে গঙ্গা সাগর মেলা প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির দিন গঙ্গাসাগর মেলায় প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে। পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্দেশ দিয়েছেন গঙ্গাসাগর মেলায় যোগ দিতে যাওয়া পূণ্যার্থীদের জন্য সীমান্ত এলাকায় শিবির করে পূণ্যার্থীদের থাকা খাওয়ার ব্যাবস্থা করে দিতে। নির্দেশ পাবার পর বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ডুবুরডিহি চেক পোষ্টের কাছে শিবিরের তৈরী করা হয় এবং বৃহস্পতিবার সেই শিবিরের উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বরো চেয়ারম্যান। মেয়র বিধান উপাধ্যায় জানান রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে ডুবুরডিহি চেক পোষ্টের কাছে গঙ্গাসাগরে যাওয়া পূণ্যার্থীদের জন্য অস্থায়ী শিবির করা হয়েছে এই শিবিরে চা কফি থেকে খাবারের ব্যাবস্থা করা হয়েছে পাশাপাশি পুরুষ ও মহিলাদের জন্য শৌচালয় আলাদা ভাবে বানানো হয়েছে, মহিলাদের কাপড় পরিবর্তন করার ঘর বানানো হয়েছে এবং থাকার ব্যাবস্থাও করা হয়েছে। দিদির বক্তব্য জনগণের সেবা করলে ভগবানকে পাওয়া যায় তাই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে শ্রদ্ধালুদের সেবা করতে বলেছেন।









