

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল আসানসোল :–পৌরনিগমের ১০৩ নং ওয়ার্ডের হাতিনাল এলাকার বাসিন্দারা কাউন্সিলর তারক নাথ ধীবরকে ঘিরে পাণীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান। গ্রাম বাসীদের দাবি তারা পয়সা জমা দেওয়া সত্ত্বেও এলাকায় জল পড়ে না অথচ মেয়র প্রতিশ্রুতি দিয়েছিলেন সবার ঘরে জল পড়বে অথচ কিছু এলাকায় জল পড়ছে কিছু এলাকায় জল পড়ছে না। কাউন্সিলর তারক নাথ ধীবর জানান তিনি এলাকার উন্নয়নের জন্য প্রচুর কাজ করে চলেছেন, রাস্তায় লাইটের ব্যাবস্থার সাথে হাইমাস্ক আলোর ব্যাবস্থা করা হয়েছে ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে পূজোর ছুটির পর কাজ শুরু হবে। ১০৭ নং ওয়ার্ডের বাসিন্দারা পাইপ লাইন বসাতে বাধা দিচ্ছে বলে ১০৩ নং ওয়ার্ডে জল আসছে না। অন্যদিকে বরো চেয়ারম্যান চৈতন্য মাজি জানান আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে এলাকায় উন্নয়নের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সেই পয়সায় ৮ টা হাইমাস্ক আলোর টেন্ডার করা হয়েছে যার ব্যায় আনুমানিক ১১ লক্ষ টাকা এবং শিবপুর গ্রামের পুকুরের ঘাট সংস্কারের জন্য ৮ লক্ষ টাকা খরচ করা হবে তাছাড়া এলাকায় অনেক উন্নয়নের কাজ আছে তার জন্য টাকাটা আসানসোল পৌরনিগমের কাছে রয়েছে তিনি উন্নয়ন কাজের জন্য আবেদন করলে মেয়র সেটার অনুমোদন দেবেন। হাতিনল গ্রামের জলের সমস্যা নিয়ে মেয়র বিধান উপাধ্যায় নিজে পরিদর্শন করে পাইপ লাইন বসানোর জন্য টেন্ডার করার নির্দেশ দিয়েছেন পূজোর পর টেন্ডার করে পাইপ লাইন বসানোর পর এলাকার পাণীয় জলের সমস্যার সমাধান হয়ে যাবে।






Leave a Reply