কুলটি এলাকায় ছটঘাট পরিদর্শনে মহকুমাশাসক……… কুলটি, ২৬ অক্টোবরঃ

পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :– আসানসোলের কুলটি এলাকার রবিবার ছটঘাট পরিদর্শন করেন আসানসোল মহকুমা প্রশাসন ও আসানসোল পুরনিগমের এক প্রতিনিধি দল। তারা ডিসেরগড়, বরাকর, বাবাজি ও নালিপাড়া ঘাট পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জ ও আসানসোল পুরনিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়ারা।
মহকুমাশাসক (সদর) ও মেয়র পারিষদ বলেন, ছটঘাটগুলিতে সবরকমের পরিকাঠামো
তৈরি করা হয়েছে। পুলিশের তরফে করা হয়েছে সবধরনের নিরাপত্তা ব্যবস্থাও।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts