পাবলিক নিউজঃ কুলটি :–কুলটির রামনগর কলিয়ারীর ডেসপেচে কাজ বন্ধ করে বিক্ষোভ বেসরকারি নিরাপত্তা রক্ষীদের।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি সেল কারখানার অধীন রামনগর কয়লা খনির বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ডেসপ্যাচ এর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো আজ দুপুর একটাই। এ বিষয়ে তারা জানিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটকের নির্দেশে এই বিক্ষোভ তাদের দাবি অবিলম্বে ম্যানপাওয়ার বাড়াতে হবে অর্থাৎ বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সংখ্যা বাড়াতে হবে