


পাবলিক নিউজঃ কুলটি:–রাজ্যজুড়ে আজ মহাসপ্তমীর ভোর রাত্রে অর্থাৎ সকাল ৪ টা থেকে শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গা উৎসবের কলা বউ বা নবপত্রিকার স্নান। আজ সকাল থেকে ভক্তরা পুকুরে বা নদী ঘাটে কলা বৌ বা নবপত্রিকা নিয়ে করছে স্নানের পালা আর এখান থেকে শুরু হয় মহাসপ্তমীর সূচনা। সেই দৃশ্য দেখা মিলল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুর সরকার পুকুর ঘাটে। যেখানে বেশ সংখ্যায় পূজোর কমিটির ভক্তরা কলা বৌ কে স্নান করিয়ে মন্দিরে বা পুজো পেন্ডেলে নিয়ে গিয়ে আজ মহা সপ্তমীর পুজো আরম্ভ করবেন




Leave a Reply