
পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:- বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে আসানসোলে কুলটি থানার কল্যানেশ্বরীর কদুভিটা এলাকায়। মৃত যুবকের নাম আকাশ মল্লিক (২৯)। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আসানসোলের কুলটি থানার কল্যানেশ্বীর কদুভিটা এলাকার যুবক আকাশ মল্লিক শনিবার বাড়িতে একাই ছিলো। মা সহ বাড়ির লোকেরা সবাই বাইরে কাজে গেছিলেন। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ তারা ফিরে আসেন ও দেখেন বাড়ির বাইরে আকাশ অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাড়ির লোকেরা পুলিশকে জানান, বাড়ির বাইরে একটা বিদ্যুৎবাহী তার খোলা অবস্থায় ছিলো। শনিবার বিকেলে যখন বৃষ্টি পড়ছিলো, তখন কোনভাবে আকাশ মল্লিক সেই তারের সংস্পর্শে চলে আসে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঐ তারের সংস্পর্শে চলে আসার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে। বাড়িতে কেউ না থাকায়, তা জানা যায়নি। পরে, বাড়ির লোকেরা আসায় তারা তা জানতে পারেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

Leave a Reply