


পাবলিক নিউজঃ কুলটি :– বাঙালির প্রাণের উৎসব দুর্গা উৎসব আর এই উৎসবের সব থেকে মহৎ বা পূর্ণ ব্রত হচ্ছে মহা অষ্টমীর ব্রত। এই দুর্গা অষ্টমীর ব্রতে ভক্তরা সারাদিন উপবাসে থাকেন। তবে এই বছর তিথি অনুযায়ী সপ্তমী অষ্টমী একদিনে অর্থাৎ গতকাল সপ্তমীর দিনে লেগে যায় আবার অষ্টমী সেমতে আজ অষ্টমীর তিথি অনুযায়ী পুজোর সময় আজ শুক্রবার ভোরে তিনটে থেকে আরম্ভ হয় এবং শেষ হবে ৬:৪৮ মিনিটে। তিথি মেনে পুজো করতে মন্দিরে মন্দিরে সকাল থেকে ভক্তের ভিড় দেখা মিলল। দৃশ্যটি আজ সকাল অর্থাৎ ভোর পাঁচটার সময় পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার নিয়ামতপুর সিতারামপুরের একাধিক মন্দিরের ভক্তরা সকাল থেকে মহাষ্টমীর পুজো করতে এবং পুষ্পাঞ্জলী দিতে দেখা মিলল।



Leave a Reply