





পাবলিক নিউজ আসানসোল মোটরবাইক স্কিট করে বা নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো ট্রাকের নিচে। ঘটনায় মৃত্যু হলো মোটরবাইক চালকের। সোমবার দুপুরে পথ দূর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার লছমনপুরে ১৯ নং জাতীয় সড়কের সার্ভিস রোডে। কুলটি থানার লছমনপুরের বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম রবি মাঝি (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে কুলটি থানার লছমনপুরে ১৯ নং জাতীয় সড়কের সার্ভিস রোড দিয়ে মোটরবাইক নিয়ে যাচ্ছিলো লছমনপুরের রবি মাঝি। আচমকাই সে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরফলে মোটরবাইক স্কিট করে চালক সহ মোটরবাইক সামনে ট্রাকের নিচে চলে যায়। এরফলে চালক গুরুতর জখম হন। সামান্য দূরে থাকা কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা দৌড়ে আসেন। তারা আহত মোটরবাইক চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে বাড়ির লোকেরা জেলা হাসপাতালে আসেন। বিকেলে মোটরবাইক চালকের মৃত্যু হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মোটরবাইক চালকের মৃতদেহর ময়নাতদন্ত হবে।






Leave a Reply