
পাবলিক নিউজঃ কুলটি:–কুলটিতে চুরি করতে হাতেনাতে ধরা পড়লো এক ব্যক্তি, তুলে দেওয়া হলো পুলিশের হাতে।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার কলেজ রোড প্রজাপতি মেরেজ হোলের সামনে একটি বাড়িতে আজ সকাল সাতটার সময় চুরি করতে হাতেনাতে ধরা পড়ে। এরপর এই ব্যক্তিকে সাম্নের একটি ইলেকট্রিক পলে বেঁধে দেওয়া হয়। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান চৈতন্য মাঝি কে। কাউন্সিলর চৈতন্য মাঝের ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায়






Leave a Reply