কালি পুজো উপলক্ষে দূর্গাপুরের এনটিএস থানায় অনুষ্ঠান / ফিরিয়ে দেওয়া হলো ৩৫ টি মোবাইল, ২ টি সাইকেল ও সাইবার প্রতারণায় হাতিয়ে নেওয়া ১ লক্ষ টাকা

পাবলিক নিউজঃ আসানসোল :– উৎসবের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের দায়িত্বে অবিচল রইলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের এনটিএস বা নিউটাউনশিপ থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কালি পুজোর উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রথমে ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে কালি পুজোর উদ্বোধন করেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন এসিপি ( দুর্গাপুর) সুবীর রায়, সার্কেল ইন্সপেক্টর ( এ) রণবীর বাগ, এনটিএস থানার ওসি মানব ঘোষ সহ অন্যান্যরা।
পুজোর উদ্বোধন অনুষ্ঠানের পরে এদিন বিভিন্ন সময়ে খোয়া ও চুরি যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার করে, তা মালিকদের হাতে তুলে দেওয়া হয়। সঙ্গে চুরি যাওয়া দুটি সাইকেল উদ্ধার করে তা এদিন অনুষ্ঠান মঞ্চের মধ্যে তুলে দিলেন এক ব্যক্তি ও ক্ষুদের হাতে তুলে দেন এদিনের অনুষ্ঠান থেকে পুলিশ আধিকারিকরা ।
একই সাথে এদিন এনটিএস থানা এলাকায় বিভিন্ন সময়ে সাইবার অপরাধীরা ১ লক্ষ টাকা সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিয়েছিলো। সেই টাকা সাইবার অপরাধীদের কাছ থেকে প্রযুক্তি ব্যবহার করে পুলিশ উদ্ধার করেছে। ব্যাঙ্ক একাউন্ট থেকে সেই টাকা হাতিয়ে নেওয়া হয়েছিলো। এদিন সেইসব মানুষদের হাতে এনটিএস থানার তরফে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়াও ” বসন পরো মা ” অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১০০ জন দুঃস্থ মহিলা ও পুরুষদের শাড়ি ও পাঞ্জাবি তুলে দেন পুলিশ আধিকারিকেরা।
এদিনের এই অনুষ্ঠানে ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা সমাজ থেকে নেশা মুক্ত করার আহ্বান জানানআ।আর সে লক্ষ্যেই তিনি এদিন অনুষ্ঠানে হাজির মানুষজনদের এলাকার মাদকাসক্ত যুবক ও যুবতীদের খোঁজ নিয়ে, তা থানায় জানানোর আবেদন করেন। তিনি তার বক্তব্যে দাবি করেন, ইতিমধ্যেই মাদক খাওয়া থেকে বিরত করতে অনেককেই নেশামুক্তি কেন্দ্রে নিয়ে গিয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে দিতে উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। ইতিমধ্যেই ১৫ জনকে নেশা ছাড়ানোর জন্য সচেষ্ট হয়েছেন তারা। সেইসব মানুষেরা আবারও তাদের স্বাভাবিক জীবনে ফিরে গেছে। কালি পুজো উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এনটিএস থানা চত্বরে। গোটা অনুষ্ঠানটি এনটিএস থানার ওসি মানব ঘোষের নেতৃত্ব হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts