কাজোড়া এরিয়ার পর অমৃতনগর কোলিয়ারীতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংঘটনের নেতার বিরুদ্ধে মারধোর করার অভিযোগ।

আলোক চক্রবর্তী রাণীগঞ্জ:-কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের পরিচালিত পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহসভাধিপতী তথা শ্রমিক সংঘটনের নেতা বিষ্ঞুদেব নুনিয়া কাজোড়া এরিয়ার কোলিয়ারীর এক কর্মীকে মারধোর ও প্রাণনাশের হুমকি দেবার কারণে তার বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছিল থানায়। তারপর আবারও অমৃতনগর কোলিয়ারীতে নিরাপত্তা কর্মী, নয়জন খনি কর্মীকে মারধোর ও প্রাণনাশের হুমকি দেবার অভিযোগ এলো তৃণমূল সংঘটনের এক নেতা তিনি তৃণমূল কংগ্রেসের পরিচালিত রাণীগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতির বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ অমৃতনগর কোলিয়ারীতে আধিকারিকদের উপর হামলা এবং প্রাননাশের হুমকি দিয়েছেন। অমৃতনগর কোলিয়ারীর এক কর্মী মহঃ সাবির চাকরিতে যোগ দেবার সময় জন্ম শংসাপত্র নিয়ে সন্দেহ হওয়াতে এপেক্স মেডিক্যাল বোর্ডের মাধ্যমে জন্মের তারিখ নির্ধারণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। মহঃ সাবিরের বাবার সার্ভিস রেকর্ডে তার জন্ম তারিখ ১৯৬৫ লেখা থাকলেও সাবিরের বাবা ২০০৩ সালে পোষ্য হিসাবে কাজে যোগ দেবার সময় নথি প্রমাণ হিসাবে তার জন্ম তারিখ দেওয়া হয় ১৯৭৫। তদন্তে নেমে দেখা যায় তিনি রাণীগঞ্জের উচ্চ বিদ্যালয়ে তার জন্ম তারিখ ১৯৭৯ সাল। সন্দেহ হওয়াতে খনি কতৃর্পক্ষ তাকে এপেক্স মেডিক্যাল বোর্ডের মাধ্যমে শারীরিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয় সাবির এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্ট গেলে তার আবেদন নামঞ্জুর করা হয়। সাবির ডিভিশন বেঞ্চে গেলেও সেখানে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে। খনি কতৃর্পক্ষ মেডিক্যাল করাবার জন্য পাঁচবার নোটিশ পাঠালেও সাবির সেই নোটিশ গ্রহণ করে নি। গত বুধবার সকালে সাবির কাজে যোগ দিতে গেলে তাকে কাজে যোগ দিতে বারন করে কতৃপক্ষ এতে ক্ষুব্ধ হয়ে শখানেক তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে হামলা চালায়। হামলায় অমৃতনগর কোলিয়ারীর এজেন্ট উমেশ পন্ডিত সহ পাঁচজন খনি কর্মী আহত হয়। কোলিয়ারীর এজেন্ট থানায় পার্সোনাল ম্যানেজার, সুরক্ষা আধিকারিক এবং পাঁচজন খনি কর্মী এবং তাকে মারধোর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন সাবিরের বিরুদ্ধে। অন্যদিকে সাবির খনি কতৃর্পক্ষকে জানিয়েছেন তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া যাবে না এবং তাকে কাজে যোগ দিতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts