
পাবলিক নিউজঃ কাঁকসা:-কাঁকসার বামুনারার বহুতল আবাসনে চুরির ঘটনায় এখনো পর্যন্ত চুরির কিনারা না হওয়াও আজ সকাল থেকে মুচিপাড়া শিবপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো আবাসনের বাসিন্দারা।বাসিন্দাদের অভিযোগ গত পরশু মধ্য রাতে আবাসনের ৩টি ফ্ল্যাটে দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে।চুরির ঘটনায় কাঁকসা থানার পুলিশ কয়েকজন নিরাপত্তা রক্ষী কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।আবাসনের বাসিন্দাদের অভিযোগ নিরাপত্তার বিষয়ে সম্পুর্ন গাফিলতি বিল্ডারের।এই বিষয়ে আগামী দিনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।






Leave a Reply