
আলোক চক্রবর্তী/কুলটি :-কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ীর অন্তর্গত কল্যানেশ্বরীতে অর্ক টেলিকম এন্ড স্টুডিও ফ্ল্যাশ ভিশন নামে এক বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে রবিবার রাত্রে। দোকানের মালিক জয়ন্ত সেন জানান তার দোকানে মোবাইল ফোন, ক্যামেরা, ল্যাপটপ,হেডফোন, সিমকার্ড সহ বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম বিক্রি হয়। রবিবার তার শরীর খারাপ থাকাতে তিনি দোকানে আসেন নি সোমবার সকালে দোকান খুলে দেখেন তার দোকানের ছাদ ফুটো এবং দোকানের জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে, দোকানে রাখা সব মূল্যবান জিনিস চুরি করে নিয়েছে চোররা।আনুমানিক লক্ষাধীক টাকার উপর ক্ষতি হয়েছে বলে জানা গেছে তিনি জানান এই রকম ঘটনা আগে কোনদিন ঘটে নি তাই এই চুরির ঘটনায় আশেপাশের দোকানদারদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে চৌরঙ্গী ফাঁড়ীর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সব জানার পর সিসি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে।


Leave a Reply