

পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল শুক্রবার দুপুরে আসানসোলের জুবিলী মোড় এলাকায় জুবিলী মোড় থেকে ইস্কোর স্কোব গেট পর্যন্ত রাস্তার পুননবীকরন করার কাজের শুভারম্ভ করলেন রাজ্যের আইন ও শিল্প মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, জেলা শাসক এস পন্নামবলাম, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল পৌরনিগমের কমিশনার রাজু মিশ্র সহ বিশিষ্ট অতিথিরা। মন্ত্রী মলয় ঘটক জানান রাস্তার অবস্থা জরাজীর্ণ হয়ে যাওয়াতে এডিডিএর পক্ষ থেকে প্রায় ১৫ কোটি টাকা খরচ করে রাস্তা পুনঃনবীকরন করা হবে এবং রাস্তার দুপাশ আরো সুন্দর করে সাজানো হবে। এই বছরের মধ্যে এডিডিএর পক্ষ থেকে প্রায় ৫০ কোটি টাকা বিভিন্ন রাস্তার জন্য খরচ করা হবে বলে জানান মন্ত্রী মলয় ঘটক।










Leave a Reply