


পাবলিক নিউজ আসানসোল :– সকালে তলোয়ারের পর এবার, বিকেলে ত্রিশূল হাতে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রবিবার বিকেলে আসানসোলের বার্ণপুরে রামনবমীর শোভাযাত্রায় ত্রিশূল হাতে হাঁটলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিক সকালে রামনবমীর পুজোর এক অনুষ্ঠানে বিজেপি বিধায়ককে দেখা গেছিলো তলোয়ার হাতে। নানা ধরনের অস্ত্র হাতে বিজেপি নেতা ও বিধায়কদের রামনবমীতে অংশ নেওয়ায় ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
ত্রিশূল হাতে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেওয়ায় স্বপক্ষে যুক্তি দিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, সেই ছোটবেলা থেকে দেখে এসেছি মা দুর্গা, মা কালির হাতে নানা ধরনের অস্ত্র আছে। আর, মায়েরা শিখিয়েছেন, নিজেদের রক্ষা নিজেদের করতে হবে। বাংলায় মহিলাদের কোথায় সম্মান, কোথায় সুরক্ষা? আপনারা তো সবই দেখছেন? তাই ভাইয়েরা সকালে তলোয়ার হাতে তুলে দিয়েছিলো, আর বিকেলে ত্রিশূল। আমি একা অগ্নিমিত্রা নই , ভাইদের দেওয়া অস্ত্র হাতে তুলে নিয়ে, নিজেদের ও ভাইদের রক্ষা করছি। হতে পারে, পরে এর দরকার হতে পারে। তবে, ২০২৬ এ বাংলায় মোদি সরকার এলে তো রামরাজত্ব। তার কথায়, রাম তো প্রভু ভগবান। রামকে আমরা কেন চাই? রামরাজত্বের জন্য। সোজা কথায়, অন্যায় হলে, তার প্রতিবাদ হবে। প্রসঙ্গতঃ, রাজ্য সরকারের তরফে রামনবমীর পুজো ও শোভাযাত্রায় কোন ধরনের অস্ত্র ব্যবহার নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলার অন্য পুলিশ জেলা ও কমিশনারেট এলাকার মতো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় রামনবমী উপলক্ষে কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দুদিনে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১৮৮ টির মতো শোভাযাত্রা বেরোনোর কথা। এই আসানসোল দূর্গাপুরের জন্য আলাদা করে তিনজন আইপিএস অফিসারকে বাড়তি দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে।










Leave a Reply