
আলোক চক্রবর্তী আসানসোল:-আসানসোল স্টেশনে শ্রম দান দিবস পালন করা হয়েছে।শণিবার সকালে আসানসোল স্টেশন চত্বরে ডিআরএম, সিনিয়র ডিসিএম, এসিএম টিসির নির্দেশে সাফাই অভিযান চালানো হয়। মহঃ জাহির আখতার জানান ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সচেতন করতে এই সাফাই অভিযান চালানো হয়, স্টেশন চত্বর পরিস্কার থাকলে মনটাও ভালো থাকবে।


Leave a Reply