
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল কোর্ট মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সাথে সংবিধান দিবস পালিত হয়। পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের ডাকে হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সংবিধানকে রক্ষা করার স্বার্থে সমগ্র জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান। যুব কংগ্রেসের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখোপাধ্যায়, আসানসোল আদালতের আইনজীবী সঞ্জীব চট্টোপাধ্যায় , অনিল চাকলাদার সহ মহিলা নেত্রী তপতী মুখোপাধ্যায় , আসানসোল পুরনিগমের কাউন্সিলার এস এম মুস্তাফা সহ যুব কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকেরা ।





