

পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:-আসানসোল বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে নাটকীয় পট পরিবর্তন। সভাপতি পদে জয়লাভ করলেন অয়ন রঞ্জন মুখোপাধ্যায় । তিনি হারিয়েছেন বিদায়ী সভাপতি তথা আসানসোল পুরনিগমের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলার ও বোরো চেয়ারম্যান রাজেশ ওরফে বান্টি তেওয়ারিকে। অয়ন রঞ্জন বন্দোপাধ্যায় ৬০ ভোটে জয়লাভ করেছেন ।
অয়ন রঞ্জন মুখোপাধ্যায় পেয়েছেন ৫৩০ ভোট ও বিদায়ী সভাপতি রাজেশ ওরফে বান্টি তেয়ারি পেয়েছেন ৪৭০ ভোট। প্রসঙ্গতঃ, এর আগে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক পদে আগেই জয়লাভ করেছেন বাণীব্রত মণ্ডল।
উল্লেখ্য, মঙ্গলবারই আসানসোল বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে আইনজীবিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তবে, শাসক দলের কাউন্সিলার নেতা বারের নির্বাচনে হেরে যাওয়ায় স্বাভাবিক ভাবেই আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে।










Leave a Reply