
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল পৌরনিগমের ৪৯ নং ওয়ার্ডে ঋষ্টান সম্প্রদায়ের বসবাস প্রত্যেক বছর বড়দিনের সময় এলাকার বাসিন্দারা এলাকা সজ্জিত করে থাকেন কিন্তু এই বছর বিদ্যুৎ দপ্তরের কৃপায় রাস্তা খুঁড়ে চলাচলের অযোগ্য করে রেখেছেন। এলাকার বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী ভিনসেণ্ট হুইলার সোমবার সকালে কাউন্সিলর শম্পা দাঁকে নিয়ে আসানসোল পৌরনিগমের মেয়রের সাথে দেখা করে রাস্তা মেরামত করার আবেদন করেন। মেয়র ভিনসেণ্ট হুইলারকে স্পষ্ট জানিয়ে দেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কোন জায়গায় কাজ করার আগে এলাকার কাউন্সিলরকে জানিয়ে কাজ করে তাদের সমস্যার সমাধান করবে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে ভিনসেণ্ট হুইলার জানান তাদের এলাকায় রাস্তা মেরামত না করা হলে তারা জিটি রোড অবরোধ করবেন।






Leave a Reply