
পাবলিক নিউজঃ ডেস্ক/আলোক চক্রবর্তী আসানসোল :-আসানসোল পৌরনিগমের সাফাই কর্মীদের নিয়ে বৈঠক রবীন্দ্র ভবনে।শণিবার দুপুরে আসানসোল পৌরনিগমের সাফাই নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ,বোরো চেয়ারম্যান ডক্টর দেবাশীষ সরকার, পৌরপিতা মহম্মদ হারসাতুল্লা, পৌর পিতা তরুণ চক্রবর্তী ,সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর আধিকারী উপস্থিত ছিলেন।

মেয়র বিধান উপাধ্যায় জানান পরিবেশকে দূষণ মুক্ত করতে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে প্রত্যেক পার্কে গাছ লাগানো হবে, শহরের বিভিন্ন জায়গায় গাছ লাগানো হবে। পৌরনিগমের পক্ষ থেকে ১০০০ সাফাই কর্মী নিয়োগ করা হবে তারা প্রত্যেকের বাড়ী থেকে আবর্জনা সংগ্রহ করবে, রাস্তার উপর থেকে ডাষ্টবিন সরিয়ে নেওয়া হবে তবে জনগণকে সে ব্যাপারে সহযোগিতা করতে হবে নিজের বাড়ীর সাথে ঘরের বাইরেটাও পরিস্কার করার দায়িত্ব নিতে হবে নিজের বাড়ীর আবর্জনা নালিতে না ফেলে নির্দিষ্ট জায়গায় জমা করে সাফাই কর্মীরা আসলে তাদের দিতে হবে, রাস্তা মেরামত করে সুন্দর আসানসোল তৈরী করা পৌরনিগমের লক্ষ।


Leave a Reply