

পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:- আসানসোলের জামুরিয়ায় চুরুলিয়ায় কাজি নজরুল ইসলাম মহাবিদ্যালয়ে মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানার সহযোগিতায় ” সাইবার ক্রাইম বা অপরাধ ” সচেতনতায় একটি সেমিনারের আয়োজন করা হয়। মহাবিদ্যালয়ের ওম্যানস্ সেল ও আইকিউএসি বিভাগের পক্ষ থেকে কলেজের শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে বর্তমানের সাইবার ও ডিজিটাল ব্যবস্থা নিয়ে সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা বাড়াতেই এই সেমিনারের আয়োজন করা হয়েছিলো। আনুষ্ঠানিকভাবে এক অনুষ্ঠানে অতিথিরা প্রদীপ জ্বালিয়ে সেমিনারের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল সাইবার থানার সাব ইন্সপেক্টর স্বর্ণালী পাল, এএসআই শাহনাজ খাতুন, কাজি নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডঃ মতিলাল সেন, কনভেনার সমাপ্তি চট্টোপাধ্যায় ও সঞ্চিতা নাগ ও মানসী হাজরা।










Leave a Reply