
পাবলিক নিউজঃ আসানসোল:– বিজেপির আসানসোল উত্তর বিধানসভার মন্ডল ১ র তরফে রবিবার সকালে আসানসোল পুরনিগমের ৪০ নং ওয়ার্ডে আরএন টেগোর রোডে ” মেগা সদস্যতা” অভিযান কর্মসূচির আয়োজন করা হয়েছিলো। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সম্পাদক অভিজিৎ রায়। এছাড়াও ছিলেন মন্ডল সভাপতি সহ অন্য নেতারা। এই প্রসঙ্গে জেলা সম্পাদক বলেন, এদিনের এই মেগা সদস্যতা অভিযান কর্মসূচিতে অভুতপূর্ব মানুষের সাড়া পাচ্ছি। মানুষেরা নিজের থেকে দলের সদস্য হতে এগিয়ে আসছেন। এদিনের অভিযানে বেশ কয়েকজনের দলের সক্রিয় সদস্য করা হয়েছে। তিনি আরো বলেন, আগামী দিনে আসানসোলের সব জায়গায় এই কর্মসূচি নেওয়া হবে।






Leave a Reply