আরজি করের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ / “অভয়া”র জন্মদিনে বার্নপুর হাসপাতালে বৃক্ষরোপন অগ্নিমিত্রা পালের

পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :- ২০২৪ সালের ৯ আগষ্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক পড়ুয়া মহিলা ডাক্তারকে ধর্ষণ করে, খুন করা হয়েছিল বলে অভিযোগ। সেই মহিলা ডাক্তার বর্তমানে ” অভয়া” নামে পরিচিত। সেই অভয়ার রবিবার ৩২ তম জন্মদিন। অভয়ার জন্মদিন উপলক্ষে এদিন আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বার্নপুর ইস্কো হাসপাতালে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপনের পাশাপাশি আরজি করের এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও আক্রমণ করেন।
বিধায়ক বলেন, এদিন অভয়ার জন্মদিন। তার বাবামায়ের কথাতেই আমরা জানতে পারি যে অভয়া গাছপালা খুব ভালোবাসতেন। তাই এদিন তার জন্মদিন উপলক্ষে বার্নপুর ইস্কো হাসপাতাল প্রাঙ্গণে দুটি গাছ লাগানো হলো। তার মধ্যে একটি কৃষ্ণচূড়া ও একটি রাধাচূড়া। অভয়ার নামের এই গাছগুলি বেড়ে উঠুক। এখানে আসা রোগী এবং তাদের আত্মীয়দেরকে ছায়া দিক। ঠিক যেমনটি অভয়া চেয়েছিলেন। তিনি একজন কর্তব্যনিষ্ঠ ডাক্তার ছিলেন। যিনি সর্বদা রোগীদের মঙ্গল চেয়েছিলেন। কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়ে। বিজেপি বিধায়ক আরো বলেন, আদালত এই ঘটনার অন্যতম অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিয়েছে। কিন্তু সঞ্জয় কি একা ৩২ বছরের এক যুবতীকে খুন করতে পারে? আমরা সবাই বুঝতে পারছি, তা হতে পারে না। এই ঘটনার পেছনে আরো অনেকে আছেন। সিবিআইও আদালতে অনেক প্রশ্ন তুলেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন। যেখানে অভয়ার বাবা-মা ফাঁসি চাইছে না। তাহলে বাকি যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, তাদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী সঞ্জয়ের ফাঁসি চাইছেন। বিজেপি বিধায়ক বলেন, আমরা চাই সিবিআই সাপ্লিমেন্টারী চার্জশিট আদালতে জমা দিয়ে, বাকি অভিযুক্তদের নাম জানাক। তবেই অভয়ার আত্মা শান্তি পাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts