
আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদের আওয়াজ এবার শহর থেকে গ্রামেও ছড়িয়ে পড়ছে।রবিবার আসানসোলের সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারী গ্রাম পঞ্চায়েতে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বাসুদেবপুর দূর্গা মন্দির থেকে জেমারী গেট পর্যন্ত ধিক্কার মিছিল করা হয়। সেই মিছিলে পুরুষ, মহিলা থেকে শুরু করে যুবক, যুবতী ও কিশোর এবং কিশোরীরা পায়ে পা মেলান। মিছিলের মধ্যেই আওয়াজ উঠে ” তিলোওমার তোমার রক্ত হবে নাকো ব্যর্থ”, “ইউ ওয়ান জাস্টিস”।
আরজি করের ঘটনা / সালানপুরে ডিওয়াইএফআইয়ের প্রতিবাদ মিছিল ও রাস্তা অবরোধ


সালানপুর, ২৫ আগষ্টঃ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআইয়ের সালানপুর লোকাল কমিটির ডাকে রবিবার আরজি করের ঘটনায় মূল দোষীদের শাস্তির দাবিতে ধিক্কার মিছিল হয়। মিছিলটি নিমতলা বাস স্ট্যান্ড থেকে শুরু হয় দেন্দুয়া মোড় পর্যন্ত যায়। এই মিছিলে পায়ে পা মেলান প্রচুর মানুষ। মিছিলের শেষে দেন্দুয়া মোড়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক ভিক্টর আচার্য্য, জেলা কমিটির সদস্য আবীর ঘোষ,লোকাল কমিটির সদস্য চন্দন বাউরি, শম্ভু বাউরি সহ আরো অনেকে।

Leave a Reply