

পূর্ব বর্ধমান:-আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে যখন দেশজুড়ে দোষীদের শাস্তির দাবি জানিয়ে পথে নেমেছেন বিভিন্ন স্তরের মানুষ। সেই সময় বৃহস্পতিবার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়ায় বর্ধমান কানলা রোডের পার্শ্ববর্তী এলাকায় ক্যানভাসে কবি এঁকে প্রতিবাদ জানালো শিল্পীরা।অর্থাৎ তুলির টানে আরজিকর ঘটনার দোষীদের কঠোরতম শাস্তির দাবি শিল্পকলার মাধ্যমে তুলে ধরেন তারা।এদিন আরজিকর হত্যাকাণ্ডের দোষীদের খুঁজে বার করে তাদের কঠোরতম শাস্তির দাবি জানান চিত্রশিল্পীরা ।তাদের এক টাই দাবি” we want justice” ।
এদিন এলাকার বেশ কিছু চিত্রশিল্পীরা এই প্রতিবাদে এদিন সামিল হন।
প্রতিবাদী শিল্পীরা জানিয়েছেন, আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়ার সাথে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার প্রতিবাদ শুধু পশ্চিমবাংলা নয়। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা দেশে নারীদের সুরক্ষার দাবিতে আন্দোলন শুরু হয়েছে। একই সাথে আরজি করের ঘটনায় যারা যুক্ত তাদের গ্রেফতার করে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেই দাবি তুলেছেন তারা। তবে তাদের দাবি রাস্তায় নেমে প্রতিবাদ নয়। ক্যানভাসে তুলির টানে প্রতিবাদের অভিনব চিন্তাভাবনা তাদের। চিত্রশিল্পীদের অভিনব প্রতিবাদ দেখে মুগ্ধ এলাকার মানুষ। স্থানীয়রা জানিয়েছেন সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে চিত্রশিল্পীরাও যেভাবে ছবি এঁকে তাদের দাবি এবং প্রতিবাদ জানাচ্ছেন তা প্রশংসনীয়।


Leave a Reply