
আলোক চক্রবর্তী আসানসোল:- গত শুক্রবার গণেশ পূজার মাধ্যমে শারদীয় উৎসবের সূচনা হয়, সোমবার রাত্রে গণেশ প্রতিমা বিসর্জ্জন না দিয়ে তালপুকুরে আবর্জনার স্তূপ দেখে বিফল মনোরথে ফিরে গেল পূজা কমিটির সদস্যরা। আসানসোল পৌরনিগমের জিটিরোডের উপর তালপুকুর দীর্ঘদিন ধরে এই পুকুরে শিল্পাঞ্চলের বেশীরভাগ প্রতিমা বিসর্জ্জন দেবার রেওয়াজ ছিল কিন্তু ধীরে ধীরে আসানসোল পৌরনিগমের গাফিলতির কারনে পুকুর পরিস্কার করা হয় না ফলে পানাতে ভর্তি হয়ে যায় পুকুর সাথে আশেপাশের বাসিন্দারা বাড়ীর আবর্জনা ফেলতে থাকে।

স্থানীয় বাসিন্দা টুলু রজক জানান আসানসোল পৌরনিগমের আধিকারিকরা গোটা বছর তালপুকুরকে পরিস্কার না করে পূজার সময় পরিস্কার করে কিন্তু দূর্গা ও কালিপূজার আগে গণেশ ও বিশ্বকর্মা পূজা রয়েছে তারা কোথায় বিসর্জ্জন করতে নিয়ে যাবে প্রতিমা।আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান প্রত্যেক বছর দূর্গাপূজা, কালিপূজা ও ছট পূজার আগে শিল্পাঞ্চলের সব পুকুর পরিস্কার করা হয়, কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।


তিনি জানান জনগণকে সচেতন হতে হবে এবং সহায়তা করতে হবে শহরকে পরিস্কার রাখার দায়িত্ব নিতে হবে যেভাবে খাবার পর ঘরের বাসন পরিস্কার করে সেই ভাবে পরিবেশ পরিস্কারের দায়িত্ব নিতে হবে। অন্যদিকে শুক্লা রজক জানান আসানসোল পৌরনিগমের দায়িত্ব শহরের সব পুকুর পরিস্কার রাখা পৌরনিগমের পক্ষ থেকে বলা হয় শহরকে পরিস্কার ও সুন্দর রাখতে সাফাই কর্মী নিয়োগ করা হয়েছে তাসত্ত্বেও শহরের মধ্যে পুরনো পুকুর আবর্জনায় ভর্তি।
