
আলোক চক্রবর্তী /মনোজ শর্মা সালানপুর :-আট বছরের এক আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার ডাবর গ্রামের এক বৃদ্ধর বিরুদ্ধে, পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে আটক করে নিয়ে এসেছে। ডাবর গ্রামের সমাজসেবী শুকদেব মির্ধা জানান ডাবর গ্রামের এক আট বছরের আদিবাসী কিশোরীকে প্রাইভেট টিউশন করে ফেরার সময় গ্রামের এক ৭০/৭৫ বছরের এক বৃদ্ধ চকোলেটের লোভ দেখিয়ে তারসাথে কয়েকদিন ধরে শ্লীলতাহানির চেষ্টা করতো, কিশোরী তার বান্ধবীকে বলাতে সে টিউশনের শিক্ষিকাকে বলাতে শিক্ষিকা কিশোরীর অভিভাবকদের জানান এই খবর গ্রামের লোকেরা জানার পর তারা বৃদ্ধর বাড়ী ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে। অন্যদিকে বৃদ্ধর বড় ছেলে তার বাবার উপর আনা অভিযোগ অস্বীকার করে জানান তার বাবার বয়স হয়েছে তার বিরুদ্ধে এইরকম অভিযোগ ভিত্তিহীন আইনের উপর তার আস্থা আছে তার বাবা নির্দোষ প্রমাণিত হবে। গ্রামের কিছু লোকেরা ষড়যন্ত্র করে এই অভিযোগ করেছে কিছু জমির মামলা দীর্ঘদিন ধরে চলছে তারাই এই অভিযোগ করেছে।
