
পাবলিক নিউজঃ কুলটি:– আজ সকাল থেকে মহাঅষ্টমীর তিথি মেনে রাজ্যে বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনে এবং বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও করা হচ্ছে কুমারী পুজো। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও কালীপূজা, জগদ্ধাত্রীপূজা এবং অন্নপূর্ণা পূজা উপলক্ষে এবং কামাখ্যাদি শক্তিক্ষেত্রেও কুমারী পূজার প্রচলন রয়েছে। তবে দেবী দুর্গার অষ্টমীর তিথিতে এই কুমারী পুজো বেশি প্রচলিত রয়েছে রাজ্যে। সেই দৃশ্য দেখা মিলল জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত লছিপুর ব্রহ্মচারী সার্বজনীন দুর্গাপূজা কমিটি পান্ডালে। যেখানে আজ সকাল ১১টায় আরম্ভ হলো কুমারী পুজো।




Leave a Reply