
আলোক চক্রবর্তী আসানসোল :-১৯৭২ সালে কেন্দ্র সরকার বন্য প্রাণীদের নিয়ে একটা আইন প্রনয়ন করেছিলেন সে আইনে স্পষ্ট উল্লেখ আছে বন্য প্রাণীদের নিয়ে ব্যাবসা করা, বিক্রি করা যাবে না কিন্তু কিছু দুস্কৃতি বন্য প্রাণী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বন্য প্রাণী, পাখিদের জঙ্গল থেকে এনে সেগুলো বিক্রি করছে। বন দপ্তরের কর্মী এবং পুলিশ প্রশাসনকে বোকা বানিয়ে দুস্কৃতিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পশু পাখি বিক্রি করছে। সম্প্রতি হীরাপুর থানার আপার রোড এলাকায় পশু প্রেমী সংস্থার সানি সিং, জীবন দাস, অভিষেক সিংহ এক পশু পাখি দুস্কৃতিকে নটা টিয়া পাখি বিক্রি করার সময় হাতেনাতে ধরতে গেলে তাদের ধাক্কা মেরে খাঁচা ফেলে পালিয়ে যায়। পশু প্রেমী সংস্থার লিপিকা চক্রবর্তীকে খবরটা দিলে তিনি সানি সিংকে পাখি ভর্তি খাঁচা নিয়ে হীরাপুর থানায় অভিযোগ জানাবার জন্য এবং সাথে বন দপ্তরের আধিকারিককেও ঘটনার ব্যাপারে জানাতে বলা হয়। লিপিকা চক্রবর্তীর কথা মতো থানায় অভিযোগ জানিয়ে কালাঝড়িয়া রাস্তায় লিপিকা চক্রবর্তীর বাড়ীতে চলে যায় পাখি ভর্তি খাঁচা নিয়ে সেখানে বন দপ্তরের কর্মীদের এনে তাদের হাতে টিয়া পাখি ভর্তি খাঁচা তুলে দেওয়া হয়।

Leave a Reply