
অগ্নিদগ্ধ হয়ে মৃত মহিলা।
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:- গত ১৯ তারিখ বাড়িতে গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেই আগুন লাগিয়ে নেয় কুলটি থানার সাঁকতোড়িয়ার বাসিন্দা ৭৬ বছরের দয়ারাণী ভকত, বাড়ীর লোক তাকে জেলা হাসপাতালে ভর্তি করার পর ২১ তারিখ রাত্রে মারা যায়। পুলিশ সূত্রে জানা যায় মৃত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিল বাড়িতে বিভিন্ন ধরনের অপকর্ম করতো ১৯ তারিখ রাত্রে হঠাৎ কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে নেয় বাড়ীর লোক জেলা হাসপাতালে ভর্তি করার পর ২১ তারিখ মারা যায়।
অসুস্থ হয়ে মৃত খনি কর্মী। কুলটি থানার সোদপুরের ৯/১০ নং পিটের বাসিন্দা খনি কর্মী ৫২ বছরের ব্রক্ষ্মদেব পাচওয়ানের গতকাল হঠাৎ অসুস্থ হয়ে অচৈতন্য হয়ে গেলে তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানসিক অবসাদে আত্মঘাতী কিশোরী। হীরাপুর থানার পুরুষোত্তমপুরের মুচিপাড়ার বাসিন্দা গৌতম বাউড়ীর ১৮ বছরের মেয়ে পায়েল বাউড়ী রবিবার দুপুরে মানসিক অবসাদে ফাঁসি লাগিয়ে নিলে বাড়ীর লোক তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনায় মৃত বেসরকারি কোম্পানির কর্মী, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ। জামুড়ীয়া থানার হিজলগোড়ার পাথড়চূরের বাসিন্দা ২২ বছরের সারথী মন্ডল জামুড়ীয়ার শ্যামসেল কোম্পানিতে কাজ করতো কোম্পানির কোন জিনিস চুরির অপরাধে তাকে কোম্পানির সুরক্ষা কর্মী কেন্দা ফাঁড়িতে গাড়ী করে নিয়ে যাচ্ছিল ফাঁড়ির থেকে কিছু দূরে রাস্তা পার করার সময় একটা তেলের ট্যাংকারে ধাক্কা মারলে আহত অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যাক্তি মারা যাবার পর সহকর্মীরাক ক্ষতিপূরনের দাবিতে কারখানার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি কোম্পানির সুরক্ষা কর্মী তাকে গাড়ী থেকে নামিয়ে দেয় এবং রাস্তা পার করার সময় ধাক্কা মেরে ফেলে দিলে ট্যাংকার পিষে দিয়ে চলে যায়, খবর পেয়ে বিধায়ক হরেরাম সিং কারখানার কাছে যান বিধায়ককে দেখে আন্দোলন তীব্র আকার নেয় জামুড়ীয়া থানার পুলিশ আধিকারিক, কমব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অবশেষে হরেরাম সিং জানান দলীয় তহবিল থেকে এক লক্ষ টাকা দেবার কথা ঘোষণা করেন ও কোম্পানির পক্ষ থেকে আট লক্ষ টাকা ক্ষতিপূরন দেবার কথা ঘোষণা করা হয়।



Leave a Reply