অক্সিজেনের অভাবে মৃত্যু প্রাক্তন রেল কর্মীর,রেল হাসপাতালে বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের

পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-অক্সিজেনের অভাবে মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত রেল কর্মীর। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় পানাগড় স্টেশন সংলগ্ন রেল হাসপাতালে। মৃতের নাম অমূল্য দাস।বয়স ৭৭ বছর। মৃতের পরিবারের অভিযোগ সকালে অমূল্য দাস অসুস্থ বোধ করায় তাকে পানাগড় রেলস্টেশন সংলগ্ন রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতালের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় আসানসোল থেকে অ্যাম্বুলেন্স আসার পর সেই অ্যাম্বুলেন্সে করে তাকে অন্যত্র স্থানান্তর করা হবে। সেইমতো আসানসোল থেকে অ্যাম্বুলেন্স আসার পর সেই অ্যাম্বুলেন্সে রোগীকে চাপানো হলে অসুস্থ অবস্থায় অমূল্য দাস কে দুর্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পানাগড়ের দার্জিলিং মোড়ে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন শেষ হয়ে গিয়েছে। অ্যাম্বুলেন্সের চালক কে এই বিষয়ে জানানো হলে অ্যাম্বুলেন্সের চালক বলেন ভগবানের নাম নিয়ে চলুন কিছুই হবে না। এরপর এম্বুলেন্সে করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে অমূল্য দাসকে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদয়রা দেহ ফের নিয়ে আসে পানাগড় স্টেশন সংলগ্ন রেল হাসপাতালে।পরিবারের অভিযোগ অ্যাম্বুলেন্সে চাপানোর সময় তারা রেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং নার্সকে অ্যাম্বুলেন্সে সিলিন্ডারে অক্সিজেন আছে কিনা সেই বিষয়ে বারবার জিজ্ঞাসা করা হলে সব ঠিকঠাক আছে বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়। পরিবারের অভিযোগ যদি সব ঠিকই থাকত তবে পানাগড় থেকে বেরোনোর সময় অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন কিভাবে শেষ হয়ে যায়। শুধুমাত্র অক্সিজেনের অভাবে একজন মানুষের মৃত্যু হয়েছে বলে তাদের দাবি। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। যদিও এই বিষয়ে হাসপাতালের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts