
পাবলিক নিউজ আসানসোল:– চোরাচালান, মানব পাচার বা হিউম্যান ট্রাফিকিং এবং চুরি আটকাতে ভারতীয় রেলের আরপিএফ পরিচালিত একটি বিশেষ নজরদারি অভিযান হল অপারেশন ” সতর্ক ” । এর মধ্যে রয়েছে স্টেশন এবং ট্রেনে আচমকা তল্লাশি, সিসিটিভির মাধ্যমে নজরদারি এবং গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়। এই অভিযানের লক্ষ্য হল যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি করা, অবৈধ পণ্য পরিবহন রোধ করা এবং রেলের সম্পত্তি রক্ষা করা। নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার জন্য সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য বিশেষ দল মোতায়েন করা হয়েছে। জনসচেতনতামূলক কর্মসূচি ভ্রমণকারীদের যেকোনো অস্বাভাবিক ঘটনা রিপোর্ট করতে উৎসাহিত করে।
অপারেশন ” সতর্ক ” জসিডিতে রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ পোস্ট অবৈধ বা বেআইনি ভাবে মদ বহনকারী এক ব্যক্তিকে ১২৪১৭ নং কলকাতা – অমৃতসর অকাল তখত এক্সপ্রেস আটক করে । এই অভিযানের লক্ষ্য হলো চোরাচালানের মতো অবৈধ কার্যকলাপ রোধ করা এবং রেলওয়ে চত্বরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।
জানা গেছে, রেল মদত পোর্টালের মাধ্যমে অভিযোগ পাওয়ার পর, আরপিএফ কর্মীরা সঙ্গে সঙ্গে অভিযোগকারীর সাথে যোগাযোগ করেন ও নির্দিষ্ট কোচটি পরিদর্শন করেন। তদন্তের সময় আরপিএফের জওয়ানরা ইঞ্জিনের সামনে জেনারেল (জিএস) কোচে একজন যাত্রীকে সন্দেহজনক আচরণ করতে দেখেন । সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি পুরনো ব্যাগ পাওয়া যায়। তাতে ১২ বোতল মদ ছিলো। সঙ্গে সঙ্গে মদের বোতল বাজেয়াপ্ত করে আরপিএফ। বাজেয়াপ্ত করা মদের বোতলের বাজার মূল্য ৬,৫৪০ টাকা ।
আটক যাত্রী মদ বহনের কোনও আইনি কাগজ দেখাতে পারেননি। ধৃত যাত্রীর রামনাথ রায়। বছর ৩৫ এর রামনাথের বাড়ি বিহারের সমস্তিপুর জেলার শিবাসিংপুর গ্রামে। ২০২৩ ভারতীয় নাগরিক সুরক্ষা কোড বিএনএসএসের ধারা অনুযায়ী ঐ যাত্রীকে হেফাজতে নেওয়া হয়। সমস্ত আইনি কাজ শেষ করার পর অভিযুক্ত ও বাজেয়াপ্ত করা অবৈধ মদকে জসিডি আরপিএফের পোস্টে আনা হয়। পরে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য দেওঘরের আবগারি বিভাগের কাছে তাকে হস্তান্তর করা হয়।























































































