

 পাবলিক নিউজঃ পাণ্ডবেশ্বর :- পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার ছোঁড়া গ্রাম পঞ্চায়েত এলাকার শংকরপুর মাঝিপাড়ায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে একটি আদিবাসী সাংস্কৃতিক ভবন গড়ে তোলা হয়েছে। শনিবার এক অনুষ্ঠানে ফলক উন্মোচন করে ও ফিতে কেটে সেই নব নির্মিত আদিবাসী সাংস্কৃতিক ভবনের উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ টাকা ব্যয়ে এই সাংস্কৃতিক ভবনটি তৈরি করা হয়েছে।
পান্ডবেশ্বরের শংকরপুর মাঝি পাড়ায় মূলতঃ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বাস। তাই আদিবাসী উন্নয়নের জন্য বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহায়তায় বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এই ভবনটির মাধ্যমে।
এই প্রসঙ্গে বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভাকে মডেল বিধানসভা করতে চাই। এই পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি এলাকার সাধারণ মানুষেরা পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত না হন, সেটাই আমার লক্ষ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই সুর ” উন্নয়ন “। তাই সেই উন্নয়নকে পাথেয় করেই এগিয়ে চলেছে পাণ্ডবেশ্বর বিধানসভা বলে জানান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।




























