

পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-কাঁকসার রাজবাঁধে বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে রবিবার সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয়রা।সেই অবরোধ তুলতে গিয়ে প্রশাসন সোমবার সকাল ১০টা থেকে কাজ শুরু করার আশ্বাস দিলেও আশ্বাস মত কাজ শুরু না হওয়ায় সোমবার ফের দুপুর ১২টা নাগাদ আন্দোলনে নামে স্থানীয়রা।তবে এবার রাজবাঁধে জাতীয় সড়কের দুই ধারে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।স্থানীয়দের দাবি আজ সকলেও একটি টোটো যাত্রী নিয়ে রাজবাঁধ বাস স্টান্ডের কাছে পৌঁছাতেই সার্ভিস রোডের উপর সৃষ্টি হওয়া গর্তের উপর জল জমে থাকায় সেই গর্ত বুঝতে না পেরে যাতায়াত করতে গিয়ে জলের মধ্যেই টোটো উল্টে যায়।বেশ কয়েকজন যাত্রী আহত হয়।তাই যতক্ষন না প্রশাসন বা জাতীয় সড়ক কর্তৃপক্ষ যতক্ষন না সার্ভিস রোড মেরামতের মেরামতের কাজ শুরু করছে ততক্ষণ তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।অন্যদিকে স্থানীয়দের অবরোধের জেরে জাতীয় সড়কে আসানসোল ও কলকাতা গামী দুই দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।





















