Tag: good news

  • কুলটির নিষিদ্ধ পল্লীতে আবারও ভিন রাজ্য দূষ্কৃতি যোগ / আগ্নেয়াস্ত্র ও দুটি দামী গাড়ি সহ গ্রেফতার ৭ যুবক

    কুলটির নিষিদ্ধ পল্লীতে আবারও ভিন রাজ্য দূষ্কৃতি যোগ / আগ্নেয়াস্ত্র ও দুটি দামী গাড়ি সহ গ্রেফতার ৭ যুবক

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুরের লছিপুর নিষিদ্ধ পল্লীতে আবারও ভিন রাজ্যের দূষ্কৃতি যোগের খোঁজ পাওয়া গেলো। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ একযোগে নিষিদ্ধ পল্লীতে হানা দিয়ে সাত যুবককে গ্রেফতার করলো। ধৃতদের মধ্যে একজন বিহারের জামুই জেলার বাসিন্দা। বাকি ৬ জন ঝাড়খণ্ডের ধানবাদ ও সিংভুম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের নাম হলো (১) ভিকি কুমার ওরফে সিং, (২) রাহুল কুমার সাহু, (৩) হেমন্ত কুমার ওরফে সুধাংশু, (৪) ভিকি বনশল, (৫) অর্চিত কেশরি, (৬) আকাশ জিন্দাল ও (৭) রোশন সিং। তাদের কাছ থেকে একটি রাইফেল, একটি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ ও নগদ টাকা ৩৫ হাজার টাকা পাওয়া গেছে। এছাড়াও ধৃতদের কাছ থেকে দুটি কালো রঙের ঝাড়খণ্ড নম্বরের দামী চারচাকা গাড়ি পাওয়া গেছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে সাতটি মোবাইল ফোনও।
    শনিবার ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করা হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের তরফে। ধৃত সাতজনের মধ্যে চারজনকে পুলিশের তরফে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছিলো। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে ভিকি কুমার ওরফে সিং, রাহুল কুমার সাহু, ভিকি বনশল ও অর্চিত কেশরিকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
    পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পরে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির ডিউটি অফিসার গোপন সূত্রে থেকে খবর পায় যে, দুটি কালো রঙের নম্বরের দামী গাড়িতে করে ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি লছিপুরে নিষিদ্ধ পল্লীতে এসেছে। তারা রাইফেল ও পিস্তল নিয়ে লছিপুর এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করছে। এর ফলে লছিপুর এলাকার স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এরপর ডিউটি অফিসার বিষয়টি নিয়ামতপুর ফাঁড়ির ইনচার্জ ও কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জকে অবহিত করেন। তাদের নির্দেশ মতো রাতে পুলিশের একটি দল লছিপুর গেট পৌঁছায়। তারা লছিপুর এবং সংলগ্ন এলাকায় তল্লাশি করে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। পুলিশ জানার চেষ্টা করে গাড়ি সহ ঐ যুবকেরা কোথায় গেছে। এরপর পুলিশ রাত বারোটা নাগাদ দেখতে পায় দুটি কালো রঙের চারচাকা গাড়িকে পুরানো জিটি ধরে নিয়ামতপুরের দিকে এগিয়ে চলেছে। পুলিশ দুটি গাড়ির চালককে গাড়ি থামানোর জন্য বলে। কিন্তু তারা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পিছু ধাওয়া করে। শেষ পর্যন্ত পুলিশ জিটি রোডের কিছুক্ষণ ধাওয়া করার পরে পুলিশ লছিপুরের দিশা ৩ নং গেটের সামনের রাস্তায় দুটি গাড়িকে আটকায়। তল্লাশির সময় একটি গাড়ির ভেতর থেকে চালক সহ চার জন ও অন্য একটি গাড়ির ভেতর থেকে চালক সহ তিনজনকে পাওয়া যায়। একইসাথে গাড়ি দুটি থেকে একটি রাইফেল, একটি ৯ এমএম পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। রাতেই ৭ জনকে গ্রেফতার করা হয়।
    এই প্রসঙ্গে এক আধিকারিক বলেন, ধৃতরা জেরায় কোন সদুত্তর দিতে পারেনি। কেন তারা আগ্নেয়াস্ত্র সহ নিষিদ্ধ পল্লীতে এসেছিলো, তা জানা যায় নি। তাই সাতজনের মধ্যে চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি তারা যেখানে থাকে সেই এলাকার থানায় যোগাযোগ করা হয়েছে। জানার চেষ্টা করা হচ্ছে, তাদের পুরনো কোন অপরাধের যোগ আছে কিনা।

  • পশ্চিম বর্ধমান জেলায় পালিত জাতীয় ভোটার দিবস / আসানসোলে দেওয়া হলো নতুন সচিত্র পরিচয়পত্র…

    পশ্চিম বর্ধমান জেলায় পালিত জাতীয় ভোটার দিবস / আসানসোলে দেওয়া হলো নতুন সচিত্র পরিচয়পত্র…

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল পশ্চিম বর্ধমান জেলায় শনিবার জেলা প্রশাসনের তরফে জাতীয় ভোটার দিবস পালিত হলো। এই উপলক্ষে এদিন আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেই অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলাশাসক বা এডিএম ( জেনারেল) সুভাষিণী ই, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যা আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে জেলায় ভোটার তালিকা তৈরিতে ভালো কাজ করার জন্য নয়টি বিধানসভার মধ্যে তিনটি বিধানসভার তিন সেরা ইআরওকে ( ইলেকট্রল রেজিষ্ট্রেশন অফিসার বা নির্বাচক নিবন্ধন আধিকারিক) ও নয়টি বিধান সভার সেরা নজন বিএলওকে ( বুথ লেভেল অফিসার) জেলা স্তরে পুরষ্কৃত করা হয়েছে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে নয়টি বিধান সভার নজন নতুন ভোটারকে প্রতীকী হিসেবে নতুন সচিত্র পরিচয় পত্র বা এপিক কার্ড দেওয়া হয়েছে। এছাড়াও ভোটার তালিকায় নাম তোলা সহ, সচেতনতা বৃদ্ধি সহ নানা প্রতিযোগিতায় অংশ নেওয়া সফল প্রতিযোগিদের এদিন পুরষ্কার দেওয়া হয়।
    এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে এডিএম ( জেনারেেল) বলেন, এদিন জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে ভোটদানের সাথে সম্পর্কিত ফিল্ড পর্যায়ে কাজ করা ইআরও ও বিএলওকে নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত করা হয়। তিনি আরো বলেন, এছাড়াও, ভোটারদের সচেতন করার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং সেই প্রতিযোগিতায় ভালো ফলাফল করা পড়ুয়াদেরকে সম্মানিত করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে ৯ জন নতুন ভোটারকে তাদের ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে।
    এদিন পশ্চিম বর্ধমান জেলায় যে তিন ইআরওকে ‘সেরা নির্বাচনী কাজের পুরস্কার ২০২৫’ দেওয়া হয়েছে তারা হলেন ডঃ সৌরভ চট্টোপাধ্যায় ( দুর্গাপুর পশ্চিম বিধানসভা) বিশ্বজিৎ ভট্টাচার্য (আসানসোল উত্তর বিধান সভা) ও কৌশিক মুখোপাধ্যায় ( বারাবনি বিধানসভা)। এই তিনজনকে নির্বাচনে উদ্ভাবনী প্রচারাভিযান, ভোটার তালিকায় মহিলা অন্তর্ভুক্তি এবং যুবদের অংশগ্রহণ ও ভোটার তালিকার কাজে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য এই সম্মান দেওয়া হয়েছে।

  • আসানসোল ইএসআই হাসপাতালে চালু একাধিক নতুন পরিসেবা ও প্রকল্প / উদ্বোধনে শ্রম ও আইন মন্ত্রী

    আসানসোল ইএসআই হাসপাতালে চালু একাধিক নতুন পরিসেবা ও প্রকল্প / উদ্বোধনে শ্রম ও আইন মন্ত্রী

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক শনিবার আসানসোলের ইএসআই হাসপাতালে নতুন দুটি চিকিৎসা পরিসেবা সংক্রান্ত মেশিন, নতুন অডিটোরিয়াম হল ও একটি নতুন জল প্রকল্পের উদ্বোধন করেন। যে দুটি মেশিন উদ্বোধন করা হয় সেগুলো হলো ল্যাপ্রোস্কোপিক ও সি-আর্ম। এছাড়াও ইএসআই হাসপাতালে এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। ফলক উন্মোচন করে প্রকল্প ও স্বাস্থ্য পরিসেবা সংক্রান্ত মেশিনের উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও তিনি রক্তদান শিবিরে রক্তদাতা ও হাসপাতালে সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষণ নেওয়া মেয়েদের সার্টিফিকেট প্রদান করেন। এই উপলক্ষে হওয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর( প্ল্যানিং) ডাঃ ময়ুখ রায়, ইএসআই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অতনু ভদ্র, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, অনিমেষ দাস, ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায় ও হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা।

    অনুষ্ঠানে মলয় ঘটক বলেন, ২০১১ সালের আগে রাজ্যে ইএসআই ক্ষেত্রে বলতে গেলে কিছুই ছিলোনা। আসানসোল সহ রাজ্যের ১৩ টি ইএসআই হাসপাতালের অবস্থা কেমন ছিলো, তা সবার জানা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় ২০১১ সালে সরকার গঠন হওয়ার পরে সব ইএসআই হাসপাতালের হাল ফিরেছে।

  • ডাকাতির উদ্দেশ্যে, আসানসোলে ফার্নিচার ব্যবসায়ীর বাড়িতে দূষ্কৃতি হানা / ২৪ ঘন্টার মধ্যেই কাঠের মিস্ত্রি সহ গ্রেফতার চার…

    ডাকাতির উদ্দেশ্যে, আসানসোলে ফার্নিচার ব্যবসায়ীর বাড়িতে দূষ্কৃতি হানা / ২৪ ঘন্টার মধ্যেই কাঠের মিস্ত্রি সহ গ্রেফতার চার…

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল অনেক টাকা আছে, এই খবর মতো ডাকাতির উদ্দেশ্যে শুক্রবার সকালে আসানসোলের হিলভিউ নর্থের ক্ষুদিরাম পার্কে ফার্নিচার ব্যবসায়ী সুবীর বসুর বাড়িতে হানা দিয়েছিলো সশস্ত্র দূষ্কৃতি দল। সেই ঘটনায় তদন্তে নেমে এক দিন বা ২৪ ঘন্টার মধ্যেই চারজনকে গ্রেফতার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

    রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আসানসোলের পুলিশ লাইনে এসিপি (সেন্ট্রাল ১) অফিসে এক সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেন ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন এসিপি ( সেন্ট্রাল ১) বিশ্বজিৎ নস্কর ও আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু। এই ঘটনায় জড়িত সন্দেহে যে চারজনকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে তাদের নাম হলো শাদাব আহমেদ ওরফে রাজু, অখিলেশ সিং, শামস তাবরেজ খান ও রঘুনাথ কর্মকার। ধৃতদের বাড়ি হিরাপুর থানার আসানসোলের ইসমাইল মোড়, হিরাপুর থানার বার্নপুরের রহমতনগর, আসানসোল উত্তর থানার রেলপারের রামকৃষ্ণ ডাঙ্গাল ও আসানসোল দক্ষিণ থানার শালবন মল্লিক পাড়া। ধৃতদের কাছ থেকে একটি চারচাকা গাড়ি, একটা নম্বর না থাকা মোটরবাইক, একটা ৯ এমএম পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। রবিবার ধৃতদেরকে ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে আসানসোল আদালতে পেশ করা হয়েছিলো। বিচারক সেই আবেদনের ভিত্তিতে ধৃতদের জামিন নাকচ করে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

    প্রসঙ্গতঃ, গত ২৪ জানুয়ারি সকাল দশটার সময় আসানসোলের হিলভিউ নর্থের ক্ষুদিরাম পার্ক এলাকার ফার্নিচার ব্যবসায়ী সুবীর বসুর বাড়ি গেট খুলে সশস্ত্র দুই দুষ্কৃতি ঢোকে। সুবীর বসু ও তার বাগানে সেই সময় কাজ করা এক কর্মী দুই দূষ্কৃতিকে বাধা দেয়। কর্মীর সঙ্গে এক দূষ্কৃতির ধস্তাধস্তিও হয়। ঐ কর্মীর মাথায় দূষ্কৃতি পিস্তলও ঠেকায়। কিন্তু ভয় না ঐ কর্মী চিৎকার করলে, বেগতিক বুঝে ব্যবসায়ীর বাড়ি থেকে বেরিয়ে পাশের গলিতে ঢুকে দুই দূষ্কৃতি পালিয়ে যায়। সেই পালানোর ছবি ব্যবসায়ীর বাড়ির সামনে লাগানো সিসিটিভির ফুটেজে দেখতে পাওয়া যায়। এলাকার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পরে তারা দাবি করেছিলেন, দুজন ব্যবসায়ীর বাড়িতে ঢুকলেও, বাইরে আরো কয়েকজন ছিলো।

    এদিন ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস সাংবাদিকদের বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম হলো শাদাব আহমেদ ওরফে রাজু , অখিলেশ সিং, শামস তাবরেজ খান ও রঘুনাথ কর্মকার। তিনি জানান, শাদাব আহমেদ আসবাবপত্র তৈরি করে বা ফার্নিচার মিস্ত্রি। সেই কারণে তার সঙ্গে ফার্নিচার ব্যবসায়ী সুবীর বসুর পরিচিত ছিলো। তার ব্যবসায়ীর বাড়ি ও শোরুমে যাতায়াত ছিলো। সেই সূত্রে শাদাব আহমেদ কোনভাবে জানতে পেরেছিলো ২৪ জানুয়ারি ব্যবসায়ীর বাড়িতে মোটা টাকা আসবে। সেইমতো সে বাকি তিনজনকে জানায় যে ২৪ জানুয়ারি সুবীর বসুর বাড়িতে হানা দিয়ে সেই টাকা লুঠ করতে হবে। এরপর তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়। কিন্তু সুবীর বসু এবং তার কর্মীদের প্রতিরোধের কারণে তার পালিয়ে যায়। তিনি বলেন যে এই ঘটনায় একটি চার চাকার গাড়ি, একটি ৯ এমএম পিস্তল, ছয় রাউন্ড কার্তুজ, একটি মোটরসাইকেল এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি বলেন যে এই ঘটনার তদন্ত চলছে। বাকি এদের সঙ্গীদের খোঁজ চলছে। রবিবারই ধৃতদের আদালতে পেশ করে ১০ দিনের হেফাজতে নিয়ে জেরা শুরু করা হয়েছে।

    ডিসিপি (সেন্ট্রাল) আরো বলেন ধৃত চারজনের মধ্যে অখিলেশ সিং ও রঘুনাথ কর্মকারের বিরুদ্ধে ডাকাতি ও খুনের মতো একাধিক অপরাধের মামলা আছে। তারা জেলও খেটেছে।,

  • ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনার তদন্তে মিললো সূত্র / আসানসোলে উদ্ধার পাঁচটি চোরাই মোটরবাইক, ধৃত ১

    ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনার তদন্তে মিললো সূত্র / আসানসোলে উদ্ধার পাঁচটি চোরাই মোটরবাইক, ধৃত ১

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল শহরে এক ফার্নিচার ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় উদ্ধার হয়েছিলো একটি নম্বর বিহীন মোটরবাইক। সেই মোটরবাইকের সূত্র ধরে সোমবার আসানসোল শহরের মহিশীলা কলোনি থেকে উদ্ধার হলো আরো পাঁচটি চোরাই মোটরবাইক। গ্রেফতার করা হয়েছে শুভ্রনীল ঘোষ ওরফে অমিত নামে এক যুবককে। ধৃত এই যুবক ” মাস্টার কি বা চাবি” ব্যবহার করে এই পাঁচটি মোটরবাইক আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা থেকে চুরি করতো বলে প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে।
    সোমবার বিকেলে আসানসোলের পুলিশ লাইন সংলগ্ন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপির (সেন্ট্রাল ১) অফিসে এক সাংবাদিক সম্মেলনে এই চোরাই চক্রের হদিশ পাওয়ার বিষয়টি সবিস্তারে জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি( সেন্ট্রাল ১) বিশ্বজিৎ নস্কর। তিনি আরো বলেন, গত ২৪ জানুয়ারি আসানসোলের নর্থ হিল ভিউ এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার একটি ঘটনা ঘটেছিলে। সেই ঘটনায় পুলিশ চারজনক গ্রেফতার করা হয়েছিলো। যাদের মধ্যে একজন ছিলেন অখিলেশ সিং। তার কাছ থেকে নম্বর প্লেটবিহীন একটি বাইক উদ্ধার করা হয়েছিলো। এরপর তদন্ত করতে নেমে দেখা যায় সেই বাইকটি ২০২৪ সালের ডিসেম্বর মাসে আসানসোল উত্তর থানার কাল্লা হাসপাতাল এলাকা থেকে চুরি হয়েছিল। এরপর অখিলেশ সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন জানা যায় যে সে আসানসোলের মহিশীল কলোনির বাসিন্দা শুভ্রনীল ঘোষ ওরফে অমিত নামে এক যুবকের কাছ থেকে এই বাইকটি কিনেছিল। তিনি আরো বলেন, সোমবার পুলিশের একটি দল মহিশীলা কলোনি এলাকায় অভিযান চালিয়ে শুভ্রানীল ঘোষ ওরফে অমিতকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় অমিত আরও পাঁচটি চুরি করা বাইকের কথা বলে। এরপর তার বলে দেওয়া জায়গা থেকে সেই পাঁচটি বাইক উদ্ধার করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অমিত স্বীকার করেছে যে সে একাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা থেকে বাইক চুরি করত। এদিন উদ্ধার হওয়া বাইকগুলির মধ্যে একটি কুলটি থানা এলাকা থেকে বেশ কিছুদিন আগে চুরি হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। অমিত ” মাস্টার কি বা চাবি” র সাহায্যে এই সব বাইক চুরি করতো বলে জানিয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে সে যে কথাগুলো বলেছে, সেগুলো কতটা সত্যি তা যাচাই করা হবে।

  • পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ / নানা অনুষ্ঠানে আসানসোল শিল্পাঞ্চলে পালিত ৭৬ তম প্রজাতন্ত্র দিবস

    পতাকা উত্তোলন থেকে কুচকাওয়াজ / নানা অনুষ্ঠানে আসানসোল শিল্পাঞ্চলে পালিত ৭৬ তম প্রজাতন্ত্র দিবস

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল সারা দেশের পাশাপাশি আসানসোল শহর ও শিল্পাঞ্চলের সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে রবিবার দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।
    এদিন পশ্চিম বর্ধমান প্রশাসনের পক্ষ থেকে দেশের প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে আসানসোল স্টেডিয়ামে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক এস পোন্নাবালাম। তিনি ও ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( হেডকোয়ার্টার) অরবিন্দ কুমার আনন্দ কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের আকর্ষণীয় ট্যাবলো কুচকাওয়াজে অংশ নেয়। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং রাজ্য সরকারের বিভিন্ন পরিসেবা ও প্রকল্পের কথা বলেন।
    আসানসোলের দয়ানন্দ বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস পালনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এই উপলক্ষে দয়ানন্দ বিদ্যালয়ের শিশুরা একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং একটি কুচকাওয়াজও হয়। নিজের বক্তৃতায় মন্ত্রী মলয় ঘটক বলেন যে আজকের দিনটি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা নিজেদেরকে মনে করি। সংবিধানে সকলকে সমান অধিকার প্রদান করা হয়েছে।
    দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আসানসোল পুরনিগমে পতাকা উত্তোলন করা হয়। এই অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মেয়র বিধান উপাধ্যায় বলেন, দেশের সংবিধান প্রণেতারা আমাদের উপহার হিসেবে দিয়েছেন। এই সংবিধান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এবং এই সংবিধানকে রক্ষা করা অত্যন্ত জরুরী যাতে এই দেশটি যে আদর্শের ভিত্তিতে আমাদের দেশ এগিয়ে যেতে পারে।
    দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে আসানসোলের লোকো গ্রাউন্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল পূর্ব রেলের আসানসোল ডিভিশন। এখানে পতাকা উত্তোলন করেন আসানসোলের ডিআরএম চেতনানন্দ সিং। এই অনুষ্ঠানে আসানসোল ডিভিশনের সব আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন। এখানে কুচকাওয়াজ সহ বিভিন্ন অনুষ্ঠান হয়। ডিআরএম চেতনানন্দ সিং এই দিনের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, রেল প্রথম দিন থেকেই ভারতের ইতিহাসের সাথে জড়িত। রেলে কর্মরত কর্মচারীরাও এই দেশের অগ্রগতিতে অবদান রাখে, তাই রেলের প্রতিটি কর্মচারীর উচিত তার প্রতিটি কাজে সর্বদা দেশের সেবা করার জন্য সচেষ্ট।
    আসানসোলের ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া জামুড়িয়ার চাঁদায় আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের প্রতিষ্টাতা শচীন রায়।
    আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল রবিবার আসানসোল দক্ষিণ মন্ডল ৪ এর উদ্যোগে হওয়া নারায়ণকুড়ির মথুরাচন্ডিতে প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    রবিবার বার্নপুর স্টেডিয়ামে সেল আইএসপি বা ইস্কো কারখানার তরফে প্রজাতন্ত্র দিবস পালনের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
    এর পাশাপাশি রানিগঞ্জ, জামুড়িয়া, বারাবনি, কুলটি, চিত্তরঞ্জন সহ সব এলাকায় প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পতাকা উত্তোলন করা সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।

  • পশ্চিম বর্ধমান জেলায় দূয়ারে সরকারের ২৭৪৪ টা শিবির করা হয়েছে।

    পশ্চিম বর্ধমান জেলায় দূয়ারে সরকারের ২৭৪৪ টা শিবির করা হয়েছে।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল ২৪ শে জানুয়ারী থেকে ১ লা ফেব্রুয়ারী পর্যন্ত পশ্চিম বঙ্গ সরকারের নবম দূয়ারে সরকারের প্রকল্প নিয়ে শিবির শুরু হয়েছে। জেলা শাসক এস পন্নাহবলম সাংবাদিক সম্মেলনে জানান ২৩ তারিখ থেকে পশ্চিম বঙ্গ সরকারের নবম দূয়ারে সরকারের প্রকল্প শুরু হয়েছে এবং আগামী ১ লা ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। আসানসোল দূর্গাপুরের ৮ টা ব্লক মিলিয়ে ২৭৪৪ টা শিবির করা হয়েছে। আটটা ব্লকে বড় শিবিরের সংখ্যা ৫০৪ টা যেখানে ৩৭ টা প্রকল্পের আলাদা আলাদা দপ্তরের শিবির আছে এবং মডেল শিবির ২২৪০ টা যেখান থেকে কর্মীরা ফর্ম নিয়ে বাড়ী বাড়ী গিয়ে বুঝিয়ে ফিলাপ করাবে সাথে ফটোগ্রাফার থাকবে। বড় বড় শিবিরে লোকশিল্পীরা প্রচার করবেন।

  • বার্নপুর ইস্কো কারখানায় ” সেল দিবস ” উদযাপন

    বার্নপুর ইস্কো কারখানায় ” সেল দিবস ” উদযাপন

    পাবলিক নিউজঃ আসানসোল অলোক চক্রবর্তী:– বার্নপুর ইস্কো কারখানা বা স্টিল প্ল্যান্টে ( স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেলের একটি ইউনিট) শুক্রবার আড়ম্বর সহকারে সেল দিবস উদযাপন করা হয় ৷
    এদিন, স্পোর্টস কমপ্লেক্সে ইডি (প্রজেক্ট) সুরজিৎ মিশ্র পতাকা দেখিয়ে সেল ডে রেসের শুভ সূচনা করেন।
    এর পরে বিভিন্ন বিভাগে দৌড় প্রতিযোগিতা এবং অভিনব পোশাক বা ফেন্সি ড্রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
    সুরজিৎ মিশ্র ছাড়াও এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারখানায় সব ইডি এবং ঊর্ধ্বতন আধিকারিকরা ।
    পরে, বার্নপুরের ভারতী ভবনে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে তাদের অবদানের জন্য কর্মচারীদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ৬৬টি ব্যক্তিগত পুরস্কার এবং ১৫টি গ্রুপ পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সব ইডি, সিজিএম এবং সিনিয়র অফিসাররা উপস্থিত ছিলেন।

  • आज आसनसोल के मणिमला स्कूल में पिछले 2 साल में विद्यालय में जिन विद्यार्थियों ने पढ़ाई लिखाई के साथ-साथ अन्य विषयों में उत्कृष्ट प्रदर्शन किया

    आज आसनसोल के मणिमला स्कूल में पिछले 2 साल में विद्यालय में जिन विद्यार्थियों ने पढ़ाई लिखाई के साथ-साथ अन्य विषयों में उत्कृष्ट प्रदर्शन किया

    पब्लिक न्यूज़ आसनसोल:– आज आसनसोल के मणिमला स्कूल में पिछले 2 साल में विद्यालय में जिन विद्यार्थियों ने पढ़ाई लिखाई के साथ-साथ अन्य विषयों में उत्कृष्ट प्रदर्शन किया है उन सभी 342 विद्यार्थियों को पुरस्कृत किया गया इस मौके पर यहां रानीगंज के विधायक तापस बनर्जी मुख्य अतिथि के रूप में उपस्थित थे इस बारे में स्कूल की हेडमिस्ट्रेस पापड़ी बनर्जी ने कहा कि पिछले दो वर्षों में स्कूल में जिन विद्यार्थियों ने पढ़ाई के साथ-साथ अन्य विषयों में उत्कृष्ट प्रदर्शन किया है उन सभी को आज पुरस्कृत किया गया कुल 342 विद्यार्थियों को सम्मानित किया गया इसके साथ ही दो स्पेशल पुरस्कार भी दिए गए इनमें स्कूल की पूर्व शिक्षिका शर्मिष्ठा भट्टाचार्य को सम्मानित किया गया। इनको राष्ट्रपति पुरस्कार भी मिल चुका है इसके अलावा अच्छे आचरण के लिए भी स्कूल की पूर्व प्रधान शिक्षिका कल्पना विश्वास को भी सम्मानित किया गया।

  • आसनसोल उत्तर थाना अंतर्गतवनोरा परिरा ओसीपी के एक छोर पर कोयला चोरों द्वारा अवैध रूप से कोयला निकाला जा रहा था। सीआईएसएफ द्वारा अभियान भी चलाया गया था और अवैध कोयले को बरामद किया गया

    आसनसोल उत्तर थाना अंतर्गतवनोरा परिरा ओसीपी के एक छोर पर कोयला चोरों द्वारा अवैध रूप से कोयला निकाला जा रहा था। सीआईएसएफ द्वारा अभियान भी चलाया गया था और अवैध कोयले को बरामद किया गया

    पब्लिक न्यूज़ आसनसोल:– आसनसोल उत्तर थाना अंतर्गत वनोरा परिरा ओसीपी के एक छोर पर कोयला चोरों द्वारा अवैध रूप से कोयला निकाला जा रहा था।
    कई बार ईस्टर्न कोलफील्ड्स लिमिटेड के सुरक्षा कर्मियों और सीआईएसएफ द्वारा अभियान भी चलाया गया था और अवैध कोयले को बरामद किया गया था आखिरकार आज पिस्टन कोल्डफील्ड्स लिमिटेड के सुरक्षाकर्मियों सीआईएसएफ और आसनसोल उत्तर थाने की पुलिस द्वारा संयुक्त रूप से अभियान चलाकर मिशन के जरिए अवैध रूप से बनाने के गढ्ढों को भर दिया गया। इस बारे में हमने पूर्वी गोल्डफिश लिमिटेड के सिक्योरिटी इंचार्ज शांतनु बारिक से बात की तो उन्होंने कहा कि आज एक रैटहोल को डोजरिंग करके बंद कर दिया गया। उन्होंने कहा कि इससे पहले भी दिसंबर महीने से ही अवैध कोयला उत्खनन के खिलाफ लगातार कार्रवाई की जाती रही है और बड़ी मात्रा में अवैध कोयला बरामद भी किया गया है