


পশ্চিম বঙ্গের পাবলিক নিউজ :–বেশ কিছু দিন ধরে আসানসোলের সালানপুর থানার বৃন্দাবনী গ্রামে এক অজানা বন্য প্রাণীর আতঙ্ক। গ্রামের মানুষেরা ঐ অজানা বন্য প্রাণীর আতঙ্কে সন্ধ্যার পর ঘর থেকে বার হতে পারছেন না। তারা গ্রামে রাত পাহারার ব্যাবস্থা করেছেন। গ্রামের মাটির রাস্তায় সেই প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছে। গ্রামের একটা জঙ্গলে সেই বন্য প্রাণীর যাওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই বিষয়ে মাধুরী পাল নামে এক মহিলা জানান, তিনি তিন দিন ধরে সন্ধ্যায় তার বাড়ির পিছনে ঐ অজানা বন্য প্রাণীকে দেখতে পাচ্ছেন। আরেক গ্রামবাসী জানান, গত ১৫ দিন ধরে গ্রামে ঐ বন্য প্রাণীটি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সে এখনও গ্রামের কারোর কোন ক্ষতি করেনি। তবে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। তারা জানান, পুলিশ বা বন বিভাগকে এখনও এ বিষয়ে অবহিত করা হয়নি। তবে ঐ বন্য প্রাণীর আতঙ্কে গ্রামের মানুষেরা সন্ধ্যের পরে কাজে যাওয়া বন্ধ করে দিয়েছেন। জেলেরা মাছ ধরতে বাঁধে যাচ্ছেন না। গ্রামের মহিলারা তাদের ছোট ছোট ছেলেমেয়েদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। তবে, ভিডিওতে ছবি দেখে অনেকেই মনে করছেন, ঐ বন্য প্রাণী হায়না। বনেজঙ্গলে খাবার না পেয়ে অনেক সময় এরা বসতি এলাকায় চলে আসে। সালানপুর ও রুপনারায়নপুর এলাকায় হায়না মাঝেমধ্যেই দেখতে পাওয়া যায় বলে জানা গেছে।এদিকে, বন দপ্তর জানিয়েছে, ঐ প্রাণীটি তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।








































