
আলোক চক্রবর্তী আসানসোল:-শুক্রবার সকালে রাজ্যের বিভিন্ন কলেজের গেটে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরন সাধু জানান গত ২৮ শে আগষ্ট কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে ৩০ তারিখ বিভিন্ন কলেজের গেটে আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী শুক্রবার বিভিন্ন কলেজের গেটে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তিনি জানান যে সরকার নোট বন্দী করতে পারে, রাতারাতি লকডাউনের কথা ঘোষণা করতে পারে তাহলে কেন ধর্ষণ কারীদের বিরুদ্ধে কঠোর আইন আনছেন না অবিলম্বে দোষীদের কঠোর শান্তি দিতে হবে এবং উপযুক্ত শাস্তি না দিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। নবান্ন অভিযানের নামে কিছু গুন্ডা সন্ত্রাস সৃষ্টি করেছিল তারা কেউ ছাত্র ছিল না অথচ বলা হয়েছিল যুব আন্দোলন কিন্তু গত ২৮ তারিখ ছাত্র সমাবেশে কাতারে কাতারে ছাত্র সমাজ উপস্থিত ছিলেন।











