

পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– নূন্যতম ১৮ হাজার টাকা বেতনের দাবিতে শুক্রবার বেতন বৃদ্ধির দাবিতে মূখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। রাজ্য আশা কর্মী ইউনিয়নের সহ সভাপতি এবং রাজ্যের সম্পাদিকা ঊষা চন্দ্র জানান আশা কর্মীদের মূলত শিশুদের স্বাস্থ্য পরিষেবা দেবার কাজ কিন্তু বিভিন্ন আধিকারিক তাদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে থাকেন বিনা পারিশ্রমিকে, ডেঙ্গু সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা বাকি থাকে সেই টাকা আসার আগেই আবার নতুন প্রকল্পের কাজ চলে আসে ফলে বকেয়া টাকা বকেয়া থেকে যায়। একজন আশা কর্মী সরকারি কর্মীদের থেকে বেশি কাজ করে থাকলেও সরকারি ঘোষিত বেতন পান তাদের দাবি নূন্যতম ১৮ হাজার টাকা বেতন করতে হবে, বেতন বৃদ্ধি না করলে মার্চ মাসে কাজ করলেও রিপোর্ট পেশ করবে না, ইতিপূর্বে আশা কর্মীরা কাজ বন্ধ করে বেতন বৃদ্ধি করাতে পেরেছিল।


































































