Tag: DM

  • এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার মানিকআরা এলাকায়।

    এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার মানিকআরা এলাকায়।

    পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর :-এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার মানিকআরা এলাকায়। আজ সকাল সাতটা নাগাদ মানিকআরা এলাকার সেচ খালের পাড়ে জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।। মৃতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দেহ হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তবে মৃত ব্যক্তি স্থানীয় নয় বলেই দাবি এলাকাবাসীর। মৃত ব্যক্তির পরিচয় জানতে আশেপাশের এলাকায় খোঁজখবর শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। মৃতদেহ আজ দুপুর এক টা নাগাদ মহকুমা হাসপাতলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

  • কাজের দাবিকে কাঁকসার বাঁশকোপায় বেসরকারি কারখানার গেট আটকের বিক্ষোভ ও ধর্ণা এলককাবাসীর,পুলিশ গিয়ে আটক করলো ৪০জন বিক্ষোভকারীকে

    কাজের দাবিকে কাঁকসার বাঁশকোপায় বেসরকারি কারখানার গেট আটকের বিক্ষোভ ও ধর্ণা এলককাবাসীর,পুলিশ গিয়ে আটক করলো ৪০জন বিক্ষোভকারীকে

    পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-কাজের দাবিতে ধর্ণায় বসে বিক্ষোভ দেখতে গিয়ে আটক হল প্রায় ৪০ জন গ্রামবাসী। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে কাঁকসার বাঁশকোপা গ্রামের বাসিন্দারা বাঁশকোপার একটি বেসরকারি কারখানার গেটের সামনে স্থানীয়দের কাজের দাবিতে ঝর্ণায় বসে।
    কারখানার গেট আটকে স্থানীয়দের বিক্ষোভের জেরে কারখানায় কোনো যানবাহন প্রবেশ করতে পারে নি।
    স্থানীয়দের অভিযোগ এর আগেও বহুবার কাজের দাবিতে তারা বিক্ষোভে বসলেও কারখানা কর্তৃপক্ষ কাজের বিষয়ে তাদের কোন লিখিতভাবে প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ।বারবার বিক্ষোভ দেখিয়েও কাজের কাজ কিছুই হয় না।তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে কারখানার গেটের সামনে গ্রামবাসীরা ধর্ণায় বসে এবং কারখানার গেটের সামনে বাঁশকোপা গ্রামের বাসিন্দাদের বিক্ষোভে জেরে কারখানার ভেতর শ্রমিকরা এবং কোন যানবাহন প্রবেশ করতে পারেনি।। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে গ্রামবাসীদের বচসা শুরু হয়ে যায়। কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার কথা বলা হলে গ্রামবাসীরা তা না মানলে প্রায় ৪০ জন বিক্ষোভকারীকে আটক করে কাঁকসা থানার পুলিশ। বিক্ষোভকারীদের হটিয়ে কারখানার ভেতরে যানবাহন প্রবেশ করায় পুলিশ কর্মীরা।

  • গৃহকর্ত্রী ও দুই সন্তানকে ভোজালি দেখিয়ে হুমকি / আসানসোলে রেল কর্মীর আবাসনে ১০ লক্ষ টাকার গয়না লুঠ / তদন্তে পুলিশ

    গৃহকর্ত্রী ও দুই সন্তানকে ভোজালি দেখিয়ে হুমকি / আসানসোলে রেল কর্মীর আবাসনে ১০ লক্ষ টাকার গয়না লুঠ / তদন্তে পুলিশ

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল,:-গৃহকর্ত্রী ও তার দুই সন্তানকে ভোজালি দেখিয়ে আসানসোলে এক রেল কর্মীর আবাসনে লুটপাট চালানো দুই সশস্ত্র দূষ্কৃতি। বুধবার ভোররাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানার দোমহানি রেল কলোনি এলাকায়। দুই দূষ্কৃতি ১৫ মিনিট রেল কর্মীর আবাসনে থেকে আলমারি থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী ও ১০ লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে নিয়ে যায়। বুধবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে রেল কলোনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন রেল আবাসনের আবাসিকরা। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও আরপিএফ এলাকায় আসে। আবাসনে আবাসিক থাকা সত্বেও যেভাবে দুই দূষ্কৃতি দরজা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালানো, তাতে পুলিশ ও আরপিএফের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
    জানা গেছে, ভুপেন্দ্র কুমার সিং, পূর্ব রেলের আসানসোল রেলওয়ে ডিভিশনের পয়েন্ট ম্যান ভুপেন্দ্র কুমার সিং আসানসোলের দোমহানি রেল কলোনির স্লিপ গ্রাউন্ডের কাছে রেল আবাসনে পরিবার নিয়ে থাকেন। বর্তমানে তিনি কিছু ব্যক্তিগত কাজে তার পৈতৃক বাড়িতে গেছেন। মঙ্গলবার রাতে রেল কর্মীর স্ত্রী শ্বেতা সিং দুই সন্তানকে নিয়ে আবাসনে ছিলেন। বুধবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ দিকে দুই যুবক ধারালো অস্ত্র ভোজালি হাতে নিয়ে দরজা ভেঙে রেল আবাসনে ঢুকে পড়ে। সেই সময় শ্বেতা সিং তার দুই সন্তানকে নিয়ে গভীর ঘুমিয়েছিলেন। ধারালো অস্ত্র নিয়ে আবাসনের দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা আলমারি ভেঙ্গে চুরির চেষ্টা শুরু করে। সেই শব্দ শুনে শ্বেতা সিংয়ের ঘুম ভেঙে যায়। তিনি জেগে ওঠেন। স্বাভাবিক ভাবেই তখন তিনি ঐ দুই যুবককে আবাসনের ভেতরে দেখে ভয় পেয়ে যান। তিনি চিৎকার করে আশেপাশের লোকজনদের ডাকার আগেই দুই যুবক তার কপালে অস্ত্র ধরে তাকে ও তার সন্তানদেরকে খুনের হুমকি দিয়ে চুপ করে থাকতে বলে। এরপর দুই যুবক শ্বেতা সিং আবাসনের ভেতরে আলমারিতে রাখা সমস্ত মূল্যবান জিনিস ও নগদ টাকা তুলে দেওয়ার হুমকি দেয়। কিন্তু তার কাছে নগদ টাকা ছিল না। কিন্তু এরপর দুই যুবক প্রায় ১৫ মিনিট ধরে আবাসনে থাকা সমস্ত আলমারি খুলে প্রায় ১০ লক্ষ টাকার গহনা নিয়ে পালিয়ে যায়। দুই যুবক চলে যাওয়ার পরে শ্বেতা সিং চিৎকার করে আশপাশের লোকেদের ডাকেন।
    এদিকে এই ঘটনার জেরে রেল কলোনি আবাসনে বসবাসকারী লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বলেন, রেল আবাসনে আরপিএফের নিয়মিত টহল দেওয়ার নিয়ম রয়েছে। তাদের দায়িত্ব রেলের আবাসনের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তা করা হচ্ছে না। এরফলে প্রতিদিনই কোথাও না কোথাও এটা ঘটছে এমন ঘটনা ঘটছে। আরপিএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শ্বেতা সিং। তিনি বলেন, স্বামী নেই। এমন অবস্থায় ভোররাত সাড়ে তিনটের সময় দুই যুবক আমার আবাসনে ঢুকে পড়ে। আমি বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু সন্তানদের ক্ষতি হবে, এই ভেবে চুপ করে ছিলাম।
    ঘটনার খবর পেয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসে। পুলিশ জানায়, রেল কর্মীর পরিবারের তরফে ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

  • আসানসোলে পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির আসানসোল,

    আসানসোলে পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির আসানসোল,

    পাবলিক নিউজঃ ডেস্ক:- আসানসোলের এসবি গরাই রোডের বিবেকানন্দ পল্লী এলাকায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বা পিএইচই ক্যাম্পাসে পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয়েছিলো একটি চক্ষু পরীক্ষা শিবির। এই রক্তদান শিবিরে সংগঠনের সাথে যুক্ত সদস্য সহ অন্যান্যরা মিলে ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও ৪৮ জনের চক্ষু পরীক্ষা করা হয়।
    এদিনের এই আয়োজন সম্ভব সংগঠনের কনভেনার মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, রক্তদানের চেয়ে বড় কোন দান নেই। আর গরমের সময় রক্তের একটা ঘাটতি থাকে। কিন্তু চাহিদা কম থাকেনা। তাই এইসব কিছু ভেবে এদিন পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। এদিন রক্ত দান শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, সংগঠনের তরফে এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আগামী দিনে এই ধরনের সামাজিক কাজ করার পরিকল্পনা রয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন এ্যাসোসিয়েশনের সভাপতি পিএইচই আরসিএফএ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুপম ঘোষ, কনভেনার অসিত মল্লিক, সহসভাপতি সুব্রত রায়, সুনন্দ চক্রবর্তী, দিলীপ দাস, কানাই গাঙ্গুলি, চন্দন হাজরা, প্রবীর ধর।
    বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলেন্টারি ব্লাড ডোনারসের সহযোগিতায় রক্তদান শিবির ও আসানসোল পূর্ণদৃষ্টি আই অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিলো।

  • পুলিশ দিবসে উখড়া পুলিশ ফাঁড়িতে চক্ষু পরীক্ষা শিবির।

    পুলিশ দিবসে উখড়া পুলিশ ফাঁড়িতে চক্ষু পরীক্ষা শিবির।

    আলোক চক্রবর্তী আসানসোল:-১ লা সেপ্টেম্বর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উখড়া আউট পোস্টে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে পাণাগড় বাজার লায়ন্স ক্লাবের হাসপাতালের চিকিৎসক ডাঃ শুভাশিস জানা, ডাঃ এ কে বসু, ডাঃ দিলনসী পারবিন ৫০ জনকে চক্ষু পরীক্ষা করলেন। শিবিরে উপস্থিত সার্কেল ইন্সপেক্টর পিন্টু মুখার্জি জানান ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হবার পর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের স্থাপন করা হয় এবং প্রত্যেক বছর ১ লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করতে নির্দেশ দিয়েছেন আজ এই স্থাপনা দিবস উপলক্ষে বিভিন্ন থানায় বিভিন্ন রকম অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কাজ করা হচ্ছে। প্রতিষ্ঠা দিবসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে কোন রুগীর চোখের অপারেশন করার প্রয়োজন হলে তা বিনামূল্যে করা হবে। এই শিবিরে উপস্থিত ছিলেন অন্ডাল থানার আধিকারিক তন্ময় রায়, উখড়া আউটপোস্টের আধিকারিক মইদুল হক এ এস আই নাজিবুল ইসলাম সহ অন্যান্য পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।

  • অবৈধভাবে পাখী বিক্রি করার সময় নটা পাখি উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পশু প্রেমী সংস্থা

    অবৈধভাবে পাখী বিক্রি করার সময় নটা পাখি উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পশু প্রেমী সংস্থা

    আলোক চক্রবর্তী আসানসোল :-১৯৭২ সালে কেন্দ্র সরকার বন্য প্রাণীদের নিয়ে একটা আইন প্রনয়ন করেছিলেন সে আইনে স্পষ্ট উল্লেখ আছে বন্য প্রাণীদের নিয়ে ব্যাবসা করা, বিক্রি করা যাবে না কিন্তু কিছু দুস্কৃতি বন্য প্রাণী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বন্য প্রাণী, পাখিদের জঙ্গল থেকে এনে সেগুলো বিক্রি করছে। বন দপ্তরের কর্মী এবং পুলিশ প্রশাসনকে বোকা বানিয়ে দুস্কৃতিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পশু পাখি বিক্রি করছে। সম্প্রতি হীরাপুর থানার আপার রোড এলাকায় পশু প্রেমী সংস্থার সানি সিং, জীবন দাস, অভিষেক সিংহ এক পশু পাখি দুস্কৃতিকে নটা টিয়া পাখি বিক্রি করার সময় হাতেনাতে ধরতে গেলে তাদের ধাক্কা মেরে খাঁচা ফেলে পালিয়ে যায়। পশু প্রেমী সংস্থার লিপিকা চক্রবর্তীকে খবরটা দিলে তিনি সানি সিংকে পাখি ভর্তি খাঁচা নিয়ে হীরাপুর থানায় অভিযোগ জানাবার জন্য এবং সাথে বন দপ্তরের আধিকারিককেও ঘটনার ব্যাপারে জানাতে বলা হয়। লিপিকা চক্রবর্তীর কথা মতো থানায় অভিযোগ জানিয়ে কালাঝড়িয়া রাস্তায় লিপিকা চক্রবর্তীর বাড়ীতে চলে যায় পাখি ভর্তি খাঁচা নিয়ে সেখানে বন দপ্তরের কর্মীদের এনে তাদের হাতে টিয়া পাখি ভর্তি খাঁচা তুলে দেওয়া হয়।

  • টানা জেরার পর সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও থেকে বেরলেন সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করলেন

    টানা জেরার পর সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও থেকে বেরলেন সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করলেন

    পাবলিক নিউজঃ ডেস্ক:-টানা জেরার পর সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও থেকে বেরলেন সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করলেন।সোমবার সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে। তাতে একাধিক অসংগতি মেলে বলে খবর। এর পরই আচমকা সন্দীপকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন সিবিআই কর্তারা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপকে? তা স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, নিজামে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।

  • कुल्टी के वॉर्ड नंबर 65 में है सालों पुरानी पानी टंकी की अवस्था जर्जर जर्जर ,इस्तमाल हुई बंद कभी भी कोई  दुर्घटना घट सकती है

    कुल्टी के वॉर्ड नंबर 65 में है सालों पुरानी पानी टंकी की अवस्था जर्जर जर्जर ,इस्तमाल हुई बंद कभी भी कोई  दुर्घटना घट सकती है

    प्रकाश दास कुल्टी :–कुल्टी के बीजेपी नेता एवं समाजसेवी जिशान कुरैशी ने बताया कि कुल्टी के वॉर्ड नंबर 65 में है सालों पुरानी पानी टंकी की अवस्था हुई जर्जर ,इस्तमाल हुई बंद कभी भी कोई दुर्घटना घट सकती है बरसात में टूट टूट कर गिर रही 6 नंबर गेट स्थित मोहले के बीचों बीच है ये टंकी लेकिन पार्षद को लोग बोल रहे लेकिन उनको कोई फर्क नही पड़ रहा अगर कोई घटना घटा तो इसका जेमवार कोन होगा.? छोटे से स्थान में है टंकी जहा पे पीने का पानी वा बोरिंग है बच्चे भी नहाते है और महिला भी पानी भरने आती है नल पे नगर निगम रेप्रिंग नही करा सकती तो तोड़ के हटाएं लोगो का कहना है अगर कोई घटना घटी तो इसका जिमेदार कोन होगा लोगो का कहना है।

  • अंडाल के नार्थ बाजार में सड़क किनारे कचरा जमा होने से लोगों में बीमारियों का खतरा मंडराने लगा है।

    अंडाल के नार्थ बाजार में सड़क किनारे कचरा जमा होने से लोगों में बीमारियों का खतरा मंडराने लगा है।

    मंथन पासवान अंडाल:-अंडाल के नार्थ बाजार के मुख्य सड़क किनारे ढेरो कचरा जमा होने सें लोगों में डेंगू जैसी बीमारियों का डर बन गया हैं।स्थानीय लोगों नें इसके जानकरी अंडाल ग्राम पंचायत में भी दी थी।इसके बाद भी कोई कचरा वहीं सड़क किनारे पड़ी हुई हैं।इस दौरान नार्थ बाजार के रहने वाले टिकलू मुखर्जी ने कहा की यह कचरा यहाँ लगभग 4 सालो से पड़ा हुआ हैं,हमने कितना बार पंचायत और बी.डी.ऑ में भी इसकी जानकरी दें चुके हैं फिर भी इसका कोई समाधान नहीं हुआ हैं।कभी कबार यहाँ के लोग ही इस कचरे को साफ करते हैं।पंचायत और बी.डी.ऑ से भी कोई मदद नहीं मिलती,दूसरी और अंडाल ग्राम पंचायत के प्रधान सरस्वती बाउरी ने कहा की नार्थ बाजार के लोगों से कहा गया था की उस जगह कचरा जमा नही करना है, सब अपनी-अपनी कचरा अपने घर के सामने ही रखे,और महीना में 60 रूपये लगेंगे हर घर से और बी.डी.ऑ द्वारा जो सुविधा है एक भेन आ के सारा कचरा लेकर जायेंगे,लेकिन वहां के लोगों ने 60रूपये महीना देने से मना कर दिया और मना करने के बाद भी नार्थ बाजार के जितने घर हैं सभी अपनी कचरा वहीं फेक कर चले जाते हैं,उन्होंने कहा की हमें खुद ही अपनी जिम्मेदारी लेनी होंगी.

  • दुर्गापुर के विद्यासागर एवेन्यू पर हिंदुस्तान स्टील कर्मचारी संघ कार्यालय में उपद्रवियों द्वारा आतंक फैलाया गया।

    दुर्गापुर के विद्यासागर एवेन्यू पर हिंदुस्तान स्टील कर्मचारी संघ कार्यालय में उपद्रवियों द्वारा आतंक फैलाया गया।

    पब्लिक न्यूज ब्यूरो दुर्गापुर:–दुर्गापुर के विद्यासागर एवेन्यू पर हिंदुस्तान स्टील कर्मचारी संघ कार्यालय में उपद्रवियों द्वारा आतंक फैलाया गया।
    सोमवार की सुबह कर्मचारी कार्यालय आये तो देखा कि कार्यालय की दो स्ट्रीट लाइटें कटी हुई हैं. शहीद वेदी पर जो लोहे की राड होती है उसे उपद्रवी लेकर भाग गए थे।
    कार्यालय में इधर-उधर पार्टी के झंडे फैले हुए हैं। सीटू नेता ने आरोप लगाया कि तृणमूल समर्थित उपद्रवियों ने इस तांडव को अंजाम दिया है.
    दूसरी ओर, तृणमूल के पूर्व पार्षद राजीव घोष ने आरोपों से इनकार किया है.
    सीटू की तरफ से कहा गया कि इसकी शिकायत दुर्गापुर थाने में की जायेगी. । आपको बता दें कि कुछ दिन पहले शहर के मध्य में सीपीएम के पार्टी कार्यालय “बिमल दासगुप्ता भवन” पर बमबारी और हमला किया गया था। उस घटना के बाद दुर्गापुर में पार्टी कार्यालय पर फिर से हमला किया गया जिससे प्रशासन की भुमिका पर सवाल खड़े हो गए