Tag: devlopment

  • *পুজোয় দার্জিলিঙের জন্য স্পেশাল ট্রেন দিচ্ছে পূর্বরেল

    *পুজোয় দার্জিলিঙের জন্য স্পেশাল ট্রেন দিচ্ছে পূর্বরেল

    আগামী ৯ অক্টোবর (বুধবার) দুর্গা ষষ্ঠী আর বেশিরভাগ বাঙালি ঠিক ষষ্ঠীর দিনটাই বেছে নেন বেড়াতে যাওয়ার জন্য। কেউ যাবেন পুরী , কেউ কাশ্মীর,  কেউবা  যাবেন দার্জিলিং। কিন্তু সময় মত টিকিট কাটা হয়নি, বেশিরভাগ ট্রেনেই ওয়েটিং লিস্টের লাইন লম্বা। এদিকে পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার ইচ্ছেও আপনার আছে। চিন্তা কিসের?  মুশকিল আসান পূর্ব রেল তো আছে আপনাদের সাথে।

    অক্টোবর মাসের ৯ তারিখ , সোলো তারিখ, তিরিশ তারিখ (অর্থাৎ কালীপুজোর আগের দিন) এবং নভেম্বর মাসের ৬ তারিখ (অর্থাৎ ছট পুজোর আগের দিন) দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের জন্য হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন ( আপ)। ট্রেনটি হাওড়া থেকে রাত এগারো টা পঞ্চানো মিনিটে ছেড়ে  ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড,মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড হয়ে পরের দিন সকাল দশ টা পয়েন্টালিয়েশ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে। যারা ইতিমধ্যেই ওই সময়ে দার্জিলিঙে যাওয়ার টিকিট পেয়েছেন কিন্তু আসার টিকিট কেটে উঠতে পারেননি তাদের জন্য আগামী অক্টোবর মাসের দশ, সাতারও, একতিরিশ এবং নভেম্বর মাসের ৭ তারিখ  নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য একটি স্পেশাল ট্রেন চলবে (ডাউন)। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দুপুর বারোটা পয়েন্টালিশ মিনিটে যাত্রা শুরু করে আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই, মালদা টাউন , জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপধাম , ব্যান্ডেল হয়ে রাত বারোটা দশ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে। ট্রেনটিতে একটি এসি ফার্স্ট এবং এসি ২ টায়ার কম্বাইন্ড কোচ, একটি এসি ২ টায়ার, পাঁচটি এসি ৩ টায়ার , একটি এসি ৩ ইকোনমি , আটটি স্লিপার কোচ এবং ৩টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।

  • পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার মৃতদেহ উদ্ধার

    পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার মৃতদেহ উদ্ধার

    পাবলিক নিউজঃ ডেস্ক পূর্ব বর্ধমান:-এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর তাত পুকুর এলাকায়।
    স্থানীয় বাসিন্দা বিপ্রদাস ভট্টাচার্য জানিয়েছেন,সকাল ১০টা নাগাদ তিনি নিজের পুকুর দেখতে যান।তখনই তিনি কিছু একটা জলের মধ্যে ভাসতে দেখেন। এরপর তিনি কাছে গিয়ে বুঝতে পারেন কোন মহিলার মৃতদেহ ভাসছে তার পুকুরে।
    তৎক্ষণাৎ তিনি জামালপুর থানার পুলিশকে খবর দিলে।
    খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।যে দেহটি উদ্ধার হয় সেটি একটি মহিলার বলে জানা গিয়েছে। তবে ওই মহিলার কোন নাম পরিচয় জানা যায়নি। মহিলার পরিচয় জানতে ও মৃত্যুর কারণ খুঁজতে ঘটনার তদন্ত করছে পুলিশ।

  • शिक्षा रत्न सम्मान 2024 सियारसोल राज हाई स्कूल के प्रधानाध्यापक को

    शिक्षा रत्न सम्मान 2024 सियारसोल राज हाई स्कूल के प्रधानाध्यापक को

    प्रधानाध्यापक

    पब्लिक न्यूज ब्यूरो आसनसोल : शिक्षक दिवस पर राज्य सरकार द्वारा प्रत्येक वर्ष शिक्षा के क्षेत्र में विशेष योगदान देनेवाले शिक्षकों को शिक्षा रत्न सम्मान दिया जाता है।  प्रत्येक जिल में उत्कृष्ट योगदान के लिए शिक्षकों को शिक्षा रत्न पुरस्कार से सम्मानित किया जाता है।  इस साल भी कई शिक्षकों को शिक्षा रत्न सम्मान दिया जाएगा 5 सितंबर यानी शिक्षक दिवस के अवसर पर इस कार्यक्रम का आयोजन किया जायेगा। इस साल भी कोलकाता के विश्व बांग्ला मेला प्रांगण  शिक्षकों को शिक्षा रत्न 2024 पुरस्कार से सम्मानित किया जाएगा ।
    इस बार पश्चिम बर्द्धमान जिले के रानीगंज स्थित सियारसोल राज हाई स्कूल के प्रधानाध्यापक तापस कुमार चटर्जी को शिक्षारत्न सम्मान के लिए चुना गया है पश्चिम बंगाल सरकार के स्कूल शिक्षा विभाग के निदेशक द्वारा तापस कुमार चटर्जी को इसकी सूचना दी गई है और उन्हें 5 सितंबर को कोलकाता में विश्व बांग्ला मेला प्रांगण में उपस्थित रहने के लिए आमंत्रित किया गया है। रानीगंज क्षेत्र के लिए निश्चित रूप से यह एक बहुत सम्मान का विषय है कि यहां के एक स्कूल के प्रिंसिपल को इस बेहद प्रतिष्ठित पुरस्कार के लिए चुना गया है। उन्हें इस सम्मान के लिए चुने जाने पर राजीव मुखर्जी गांधी प्रसाद नोनिया मुकेश झा मनोज यादव अतनु दत्ता सुजात हुसैन मोहम्मद इमरान उदास चक्रवर्ती आदि ने बधाई दी।

  • কাজি নজরুল ইসলামের প্রয়ান দিবসে তার মূর্তিতে মাল্যদান করলেন চেয়ারম্যান।

    কাজি নজরুল ইসলামের প্রয়ান দিবসে তার মূর্তিতে মাল্যদান করলেন চেয়ারম্যান।

    আলোক চক্রবর্তী আসানসোল:-বৃহস্পতিবার বিশ্ববরেণ্য কাজি নজরুল ইসলামের ৪৯ তম প্রয়াণ দিবসে পুরনো আশ্রম মোড়ে তার প্রতিমূর্তিতে মাল্যদান করেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর রবিউল ইসলাম সহ বিশিষ্ট অতিথিরা। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান স্বাধীনতার আগে তার জ্বালামুখী কবিতা পড়ে দেশবাসী উদ্বুদ্ধ হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তার প্রতিভাকে স্বীকৃতী দিয়েছিলেন। তিনি আসানসোলবাসীদের কাছে আবেদন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলামের লেখা কবিতা পড়ে জানতে দেশকে স্বাধীন করার পেছনে উনাদের অবদান।

  • রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর উদ্যোগে আনন্দপুর গ্রামে আজ দুপুর ২টো থেকে খেলার মাঠের উপর থেকে বিদ্যুতের খুঁটি ও বিদ্যুতের তার সরিয়ে নেওয়ার কাজ শুরু হলো।

    রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর উদ্যোগে আনন্দপুর গ্রামে আজ দুপুর ২টো থেকে খেলার মাঠের উপর থেকে বিদ্যুতের খুঁটি ও বিদ্যুতের তার সরিয়ে নেওয়ার কাজ শুরু হলো।

    সুজিৎ ভট্টাচার্য কাঁকসা :-রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর উদ্যোগে আনন্দপুর গ্রামে আজ দুপুর ২টো থেকে খেলার মাঠের উপর থেকে বিদ্যুতের খুঁটি ও বিদ্যুতের তার সরিয়ে নেওয়ার কাজ শুরু হলো।
    রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর উদ্যোগে খেলার মাঠ ফিরে পেল আনন্দপুরের বাসিন্দারা। জানা গিয়েছে কাঁকসার আনন্দপুর গ্রামে একটি খেলার মাঠ রয়েছে দীর্ঘদিন ধরে। গ্রামের কচিকাঁচারা সেই মাঠেই সকাল বিকেল খেলাধুলো করতো। ওই খেলার মাঠের উপর দিয়ে হাই টেনশন বিদ্যুতের তার নিয়ে যাওয়ার ফলে আতঙ্কের কারণে সেই খেলার মাঠে তেমনভাবে কেউ আর যেত না। ফলে গ্রামের কিশোর কিশোরী ও খেলোয়াড়দের সমস্যার মুখে পড়তে হয়েছিল। এই বিষয়ে গ্রামের মানুষ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে তাদের সমস্যার কথা জানায়। যাতে দ্রুত ওই খেলার মাঠের উপর দিয়ে নিয়ে যাওয়া বিদ্যুতের তার সরিয়ে নেওয়া যায় তার ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছিলেন।। গ্রামবাসীদের আবেদন শুনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে এই বিষয়ে অনুরোধ করলে মন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে বিদ্যুৎ দপ্তর এবং চীফ ইঞ্জিনিয়ার পার্থসারথির উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম শেষমেষ মাঠের উপর থেকে হাই টেনশন বিদ্যুতের খুঁটি স্থানান্তর করার কাজ শুরু করে।গ্রামবাসীদের আবেদনে পঞ্চায়েত মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষ।