Tag: CPIM

  • আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র প্রয়াত হলেন।

    আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র প্রয়াত হলেন।

    পাবলিক নিউজ অলোক চক্রবর্তী আসানসোল:- আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র মারা গেছেন। আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র শ্যামল মুখোপাধ্যায় আজ প্রয়াত হলেন। তিনি 1999 থেকে 2004 সাল পর্যন্ত আসানসোলের পৌর নিগমের মেয়র ছিলেন।  আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিম উল হক , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।

    খবর পাওয়া মাত্রই সিপিআই(এম) নেতা পার্থ মুখোপাধ্যায়, প্রাক্তন সাংসদ বংশ গোপাল রায় চৌধুরী এবং অনেক সিনিয়র সিপিআই(এম) নেতা ও কর্মীরা তাঁর বাড়িতে পৌঁছে যান। বলা হয়, আজ তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং পারিবারিক সূত্রে জানা গেছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
    আজ বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাড়িতে মৃত্যু হয়। এই খবর পাওয়া মাত্রই শোকের পরিবেশ তৈরি হয় এলাকায় । নিজের সময় তে শ্যামল মুখোপাধ্যায় জনপ্রিয় সিপিআই(এম) নেতা এবং মেয়র ছিলেন।

  • आसनसोल नगर निगम के पूर्व मेयर का निधन।

    आसनसोल नगर निगम के पूर्व मेयर का निधन।

    पब्लिक न्यूज़ अमित कुमार गुप्ता आसनसोल:– आसनसोल नगर निगम के पूर्व मेयर का निधन। आसनसोल नगर निगम के पूर्व मेयर श्यामल मुखर्जी का आज निधन हो गया। वह 1999 से लेकर 2004 तक आसनसोल के मेयर थे। वह ईसीएल के सेवानिवृत कर्मचारी भी थे।


    उनके निधन पर आसनसोल के मेयर विधान उपाध्याय चेयरमैन अमरनाथ चटर्जी डिप्टी मेयर वसीम उल हक एवं अभिजीत घटक तथा पूर्व मेयर जितेंद्र तिवारी ने शोक जताया। खबर मिलते ही माकपा नेता पार्थ मुखर्जी पूर्व सांसद वंश गोपाल राय चौधरी एवं माकपा के कई वरिष्ठ नेता एवं कर्मी उनके घर पहुंचे । बताया जाता है की आज उनकी तबीयत खराब हुई परिवार सूत्र से पता चला है हार्ट अटैक से उनकी निधन हुई है ।

    आज निधन उनका करीबन 4:30 बजे शाम को हुआ है अपने आवास में  इसकी खबर  पाते ही शोक का माहौल पूरे इलाके में बताए जाते हैं अपने समय का लोकप्रिय माकपा नेता रहे हैं। और मेयर भी।

  • সুপ্রিম কোর্টের নির্দেশে আন্দোলনরত জুনিয়র ডাক্তার দের সিদ্ধান্তকে সমর্থন মীনাক্ষীর

    সুপ্রিম কোর্টের নির্দেশে আন্দোলনরত জুনিয়র ডাক্তার দের সিদ্ধান্তকে সমর্থন মীনাক্ষীর

    পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়ার উপর নৃশংস ও পাশবিক অত্যাচার এবং পরিকল্পিত খুন সহ রাজ্য জুড়ে ঘটে চলা মহিলাদের উপর পাশবিক অত্যাচারের বিরুদ্ধে ও অপরাধীদের আড়াল না করে কঠোর শাস্তির দাবিতে এবং জল জমি ও জঙ্গলের লুট রুখতে মঙ্গলবার কাঁকসার ১১ মাইলে বিভিন্ন বাম সংগঠনের পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয়।
    এদিন সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বাম নেতৃত্ব এবং বিভিন্ন বাম সংগঠনের কর্মী সমর্থকেরা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বাম যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী।

    এদিন মিনাক্ষি মুখার্জি কাঁকসার ১১ মাইলে জনসভা থেকে কাঁকসার মানুষকে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামার আবেদন করেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে যোগ দিতে। সবাই উৎসবে যোগ দেবে ঠিকই, তবে এবার দুর্গা পুজোয় যারা গাড়ি করে ঘুরতে বের হন, তারা সেই চিন্তাভাবনা বাদ দেবেন। যে টাকায় পুজোর সময় বাড়ির রং করা হয় সেই টাকা খরচ করবেন না। যে টাকায় নতুন পোশাক কেনা হয় সেই টাকায় পোশাক কম কিনে সমস্ত খরচ বাদ দিয়ে বাড়ির দেওয়ালে ব্যানার পোস্টার লাগিয়ে জাস্টিস ফর আরজিকর লিখবেন। এছাড়াও পূজোর সময় বাড়িতে লক্ষীর পায়ের আলপনা দেওয়ার সময় তার নিচে লিখবেন জাস্টিস ফর আরজি কর। তিনি বলেন যতদিন না দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে ততদিন তারা আন্দোলন থেকে কিছু হটবেন না। এদিন পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন যদি নিজেদের শিরদাঁড়া গুলো সোজা থাকে তাহলে লড়াই করে যান। দেখবেন আপনাদের লড়াইয়ের পাশে বাম কর্মী সমর্থকরা রয়েছে। বামেরাই পুলিশ কর্মীদের সুরক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে।কারণ পুলিশের মধ্যে দুটি ভাগ আছে।একটি ভাগ জুতো খুলে মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি পরিবেশন করেন।একটা ভাগ তাদের আন্দোলনকে সমর্থন করেন।শিরদাঁড়া সোজা রেখে।তাদের নিরাপত্তার দায়িত্ব বামেরা নেবে।

    তৃণমূলের সরকারে রেশনে চাল পাওয়া যায় না,ঘর ভেঙে গেলে ঘর পাওয়া যাচ্ছে না, হাসপাতালে ওষুধ পাওয়া যাচ্ছে না। গোটা রাজ্য জুড়ে লুট সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এখন আবার হাসপাতালে ঢুকেও খুন করছে। এরপর আর মাথা নোয়ানো যায় না। এদিন তিনি এগারো মাইলের মানুষদের উদ্দেশ্যে বলেন পাশের বাড়ির মানুষের রাজনৈতিক পরিচয় ভুলে তাদের সকলকে রাস্তায় নামার জন্য আবেদন করতে বলেন। তিনি বলেন পাশের বাড়ির লোককে গিয়ে যাতে বলা হয়।রাস্তায় এসে দাঁড়ান রাস্তাই আপনাকে বিচার পাইয়ে দেবে। ভয়কে জয় করে রাস্তায় যদি না দাঁড়াতে পারে, আর ওদের চোখ রাঙানি কে উপেক্ষা করে মাথা তুলে না দাঁড়াতে পারে, তবে হাসপাতালে ঢুকে যেভাবে একজনকে ধর্ষণ করে খুন করেছে আগামী দিনে আরজি করের মত বাড়ি ঢুকেও একই কাজ করতে পারে তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন সকলকে উৎসবে ফেরার জন্য।কিন্তু তারা বলেছেন লাশের উপর দিয়ে একমাত্র চিল সকুন উৎসব করতে পারে। মানুষ কখনো লাশের উপর দিয়ে উৎসব করতে পারেনা। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বর্তমানে হাসপাতালে দুর্নীতি করার জন্য নতুন এক কমিটি গঠন করা হয়েছে সেটি হল রোগী কল্যাণ সমিতি। রোগীদের কাছ থেকে পয়সা খাওয়ার জন্য, হাসপাতালের ভেতরে দুর্নীতি করার জন্য, দুর্নীতি নিয়ে কেউ কথা বললে তাকে ধর্ষণ করে খুন করে দেওয়ার জন্য, এই রোগী কল্যাণ সমিতি সরকারি হাসপাতালে গঠন করা হয়েছে। তিনি বলেন রাজ্যে তৃণমূল সরকার আসার পর থেকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে কোনরকম চিকিৎসা পরিষেবা মেলে না। তাদের কোন বাম কর্মী অসুস্থ হলে বা আহত হলে তাদেরকে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে এই স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে তাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে।
    তরুণ যুব সম্প্রদায়ের কাছে হাত জোড় করে তিনি আবেদন করেন রাজ্যটা অন্ধকারে চলে যেতে বসেছে। মশাল হাতে নিয়ে রাস্তার দখল নিন। আর যে যত বড়ই নেতা কর্মী হোক, সে যদি আপনাদের পাশে না এসে দাঁড়ায়। তাহলে তাকেও রাস্তা দেখিয়ে দিন। আর যদি কোনো শাসক দলের নেতা তাদের এই আন্দোলন করা নিয়ে কোনরকম পরে বাড়ি ফিরলে দেখে নেওয়ার ধুমকি দেয়। সেই শাসক দলের নেতা কর্মীদের জানিয়ে দিন। দেখার দিন শেষ। কাউকে ছেড়ে কথা বলা হবে না।
    সিবিআইয়ের তদন্তর বিষয় নিয়ে তিনি বলেন শুধু বামেরা নয় রাজ্য এবং দেশজুড়ে আরজিকরের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন শুরু হয়েছে।
    দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রাজ্যের সমস্ত মানুষের রাগ, ক্ষোভ, আবেগ, যন্ত্রণার সাথে সঠিক বিচার করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের প্রতিবাদী আন্দোলনকে অমানবিক ভাবে অপমান করেছেন উৎসবে ফেরার কথা বলে। গোটা রাজ্যের মানুষ সিস্টেমের বিরুদ্ধেই লড়াই করবে। রাজ্যের মানুষ প্রশাসনকে একমাস সুযোগ দিয়েছিল এবার রাজ্যের মানুষ সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মত মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ তারা না মানার সিদ্ধান্ত নিয়েছেন। দুনিয়ার ডাক্তারদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি ও বাম যুব সংগঠন।

  • আরজি করের ঘটনার প্রতিবাদ / বিচার চেয়ে আসানসোল শহরে সিপিএমের মিছিল/ আসানসোল, 

    আরজি করের ঘটনার প্রতিবাদ / বিচার চেয়ে আসানসোল শহরে সিপিএমের মিছিল/ আসানসোল, 

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:-আরজি করের ঘটনার প্রতিবাদে ও বিচার চেয়ে রবিবার বিকেলে আসানসোলের গির্জা মোড় থেকে আশ্রম মোড় পর্যন্ত সিপিআইএমের ডাকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। এই প্রতিবাদ মিছিলে আসানসোল শিল্পাঞ্চল সিপিআইএমের সকল নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। তাদের একটাই দাবি ছিল কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা ডাক্তারকে যারা ধর্ষণ ও খুন করেছে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। সিপিআইএমের কর্মীদের হাতে ছিলো বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার। তারা বলেন, এই ঘটনা নিয়ে সমগ্র রাজ্যে প্রতিবাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে।

    সিপিআইএমও একই আওয়াজ তুলেছে। এই মিছিলের আয়োজন করার উদ্দেশ্য হলো যাতে অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করা হয় এবং কঠোরতম শাস্তি দেওয়া হয়।
    এই প্রসঙ্গে, সিপিআইএম নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন, বাংলা তথা পুরো দেশের মানুষদের মতো আমাদের একই দাবি রয়েছে। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দিতে হবে। এ বিষয়টি মাথায় রেখেই গির্জা মোড় থেকে পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড়ের কাজী নজরুল ইসলামের মূর্তি পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়।

  • आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर की तरफ से लगातार लोगों को ट्रैफिक नियमों के बारे में जागरूक करने का प्रयास किया जा रहा है उपस्थित डीसी ट्रैफिक

    आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर की तरफ से लगातार लोगों को ट्रैफिक नियमों के बारे में जागरूक करने का प्रयास किया जा रहा है उपस्थित डीसी ट्रैफिक

    पब्लिक न्यूज ब्यूरो पश्चिम वर्धमान:–आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नर की तरफ से लगातार लोगों को ट्रैफिक नियमों के बारे में जागरूक करने का प्रयास किया जा रहा है 1 सितंबर को पुलिस डे मनाया गया था इसी उपलक्ष्य पर आज आसनसोल साउथ पुलिस पोस्ट साउथ ट्रेफिक गार्ड की तरफ से भगत सिंह मोड इलाके में एक कार्यक्रम का आयोजन किया गया सेफ ड्राइव सेव लाइफ के तहत इस कार्यक्रम का आयोजन किया गया यहां पर यात्री साथी नाम से एक टेबलो भी निकाला गया तथा लोगों को ट्रैफिक नियमों के बारे में जागरूक करने के साथ ही कुछ हेलमेट भी प्रदान किए गए इस मौके पर यहां आसनसोल साउथ पुलिस पोस्ट साउथ ट्रेफिक गार्ड प्रभारी के अलावा आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के तमाम बड़े पुलिस अधिकारी उपस्थित थे

  • मृतका जूनियर डाक्टर की याद मे प्रोग्रेसिव मेडिकल प्रैक्टिशनर एसोसिएशन के पश्चिम बर्दवान जिला कमेटी की ओर से कैडल मार्च निकाला गया।

    मृतका जूनियर डाक्टर की याद मे प्रोग्रेसिव मेडिकल प्रैक्टिशनर एसोसिएशन के पश्चिम बर्दवान जिला कमेटी की ओर से कैडल मार्च निकाला गया।

    अमित कुमार गुप्ता आसनसोल:– आरजी कर घटना को लेकर बुधवार रेलपार के कुरैशी मुहल्ला लाल चौक के पास स्थित बेलतालाब मैदान मे मृतका जूनियर डाक्टर की याद मे प्रोग्रेसिव मेडिकल प्रैक्टिशनर एसोसिएशन के पश्चिम बर्दवान जिला कमेटी की ओर से कैडल मार्च निकाला गया। मौके पर मृतका की चित्र पर पुष्प अर्पित कर श्रद्धाजलि दी ग ई। डाक्टर नजर इमाम अन्सारी ने कहा कि आरजी कर मामले मे दोषियो को फासी की सजा होनी चाहिए ताकि आगे से ऐसे अपराध करने वाले को सौ बार सोचना पडे। मौके पर डां नसीम अन्सारी,डा उत्तम दे,डा एस पान्डेय,डा एस एस महापात्रा,डां डी भन्डारी,डांएस एम हुसैन,डां टी इकबाल सहित व्यापक सख्या मे डाक्टर,नर्स व स्वास्थ्य कर्मी उपस्थित थे।

  • তিলোত্তমার ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ।

    তিলোত্তমার ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ।

    আলোক বুধবার রাত্রে আসানসোল:- কল্যানপুর হাউসিং থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত নাগরিকরা মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভে ছোট বাচ্চা থেকে বয়স্করা অংশগ্রহণ করেছিল। তনুশ্রী রায় নামের এক বিক্ষোভকারনী জানান মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষার নিশ্চয়তা, তিলোত্তমার খুনী এবং ধর্ষনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুভবুদ্ধিসম্পন্ন নাগরিকরা পথে নেমেছেন এবং এই লড়াই জারি থাকবে। অদিতি সেনগুপ্ত নামে আরো এক বিক্ষোভ কারিনী ক্ষোভের সাথে বলেন তিনি জানতেন ৫ তারিখ তিলোত্তমার বিচার সুপ্রিম কোর্টে হবে কিন্তু বিচারক অসুস্থ থাকার কারণে ৫ তারিখ কোর্টে বিচার হবে না। তিলোত্তমার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কল্যানপুর থেকে ভগৎ সিং মোর পর্যন্ত মহিলারা মোমবাতি জ্বালিয়ে বিশাল রাস্তায় দাঁড়িয়ে ন্যায় বিচারের দাবি করছেন।

  • ২৪ ঘন্টা পার খোঁজ পাওয়া গেল না নিখোঁজ ছাত্রীর।

    ২৪ ঘন্টা পার খোঁজ পাওয়া গেল না নিখোঁজ ছাত্রীর।

    আলোক চক্রবর্তী আসানসোল,:-সোমবার দুপুর থেকে স্কুল থেকে নিঁখোজ গঙ্গা সাগর খরবারের মেয়ে দিব্যা কুমারী খরবার সে সেন্ট ম্যারী গরেটো স্কুলের নবম শ্রেণির ছাত্রী ২৪ ঘন্টা পার হয়ে গেলেও আসানসোল দক্ষিণ থানার থেকে কোন সদুত্তর না পাওয়াতে এলাকাবাসীরা আসানসোল দক্ষিণ থানার ফাঁড়িতে বিক্ষোভ দেখান। মেয়ের বাবা জানান সোমবার দুপুর একটা চল্লিশ মিনিটে স্কুল ছুটি হয় প্রত্যেকদিনের মতো তিনি মেয়েকে নিতে আসেন কিন্তু সবাই চলে গেলেও তার মেয়ে আসে নি তিনি স্কুলের কতৃপক্ষকে জানাবার পর সিসি ফুটেজ দেখে তার কোন ছবি দেখা যায় নি তিনি ভাবলেন হয়তো তার মেয়ে সেন্ট ম্যারি গরেটো স্কুলের অন্য গেট দিয়ে চলে গেছে বাড়ীতে ফোন করে জানতে পারে মেয়ে বাড়ী ফিরে নি। আসানসোল দক্ষিণ থানার ফাঁড়িতে অভিযোগ জানানো হয় কিন্তু ২৪ ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ থেকে কোন জবাব না আসাতে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। মেয়ের মা তার মেয়ের দুজন বন্ধুর উপর সন্দেহ হওয়াতে তাদের ফোন নং দিলেও কোন পদক্ষেপ গ্রহণ করতে ব্যার্থ পুলিশ প্রশাসন। মেয়ের বাবা এবং মা এর একটাই জিজ্ঞাসা তার মেয়ে স্কুল আর বাড়ী ছাড়া অন্য কোথাও যেত না সে হঠাৎ করে কোথায় যাবে।পুলিশ প্রশাসন থেকে তদন্ত শুরু হয়েছে এবং আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি মেয়েকে পাওয়া যাবে।

  • आरजी कर मामले को लेकर  आसनसोल अदालत परिसर में BJP लीगल सेल की ओर से मुख्यमंत्री,  ममता बनर्जी से त्यागपत्र की मांग पर विरोध प्रदर्शन

    आरजी कर मामले को लेकर  आसनसोल अदालत परिसर में BJP लीगल सेल की ओर से मुख्यमंत्री,  ममता बनर्जी से त्यागपत्र की मांग पर विरोध प्रदर्शन

    अमित कुमार गुप्ता आसनसोल:–आरजी कर मामले को लेकर मंगलवार आसनसोल अदालत परिसर में भाजपा लीगल सेल की ओर से मुख्यमंत्री, पुलिस मंत्री और स्वास्थ्य मंत्री ममता बनर्जी से त्यागपत्र देने की मांग पर विरोध प्रदर्शन किया गया। भाजपा जिलाध्यक्ष बप्पादित्य चटर्जी ने कहा कि भाजपा की दफा एक दावी एक अविलंब मुख्यमंत्री का अपने पद से इस्तीफा चाहिए। राज्य की तृणमूल कांग्रेस की सरकार आरजी कर के दोषियों को बचाना चाहती है जो भाजपा होने नहीं देंगी। जबतक दोषियों को फांसी की सजा नहीं होती और ममता बनर्जी त्यागपत्र नहीं देती है तब तक भाजपा का आंदोलन चलता रहेगा। राज्य में कानून व्यवस्था पूरी तरह चरमरा गई है। कहीं लूट तो कहीं महिला से दुष्कर्म व हत्या का सिलसिला जारी है। उन्होंने कहा कि बीते चार सितंबर को भाजपा के सभी मंडलों द्वारा सड़क पर बैठ कर धरना प्रदर्शन किया जाएगा। वहीं दूसरी ओर ग्रामीण क्षेत्रों में सभी बीडीओ कार्यालय का घेराव व ज्ञापन सौंपा जाएगा। मौके पर पीयूष कांति गोस्वामी सहित व्यापक संख्या में भाजपा लीगल सेल के सदस्य उपस्थित थे।

  • টানা জেরার পর সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও থেকে বেরলেন সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করলেন

    টানা জেরার পর সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও থেকে বেরলেন সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করলেন

    পাবলিক নিউজঃ ডেস্ক:-টানা জেরার পর সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও থেকে বেরলেন সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করলেন।সোমবার সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে। তাতে একাধিক অসংগতি মেলে বলে খবর। এর পরই আচমকা সন্দীপকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন সিবিআই কর্তারা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপকে? তা স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, নিজামে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।