Tag: chittranjan

  • चितरंजन लोकोमोटिव वर्क्स की तरफ से चितरंजन कारखाना इलाके में अवैध रूप से बनी दुकानों को हटाने का अल्टीमेटम दिया गया था

    चितरंजन लोकोमोटिव वर्क्स की तरफ से चितरंजन कारखाना इलाके में अवैध रूप से बनी दुकानों को हटाने का अल्टीमेटम दिया गया था

    पब्लिक न्यूज़ मनोज शर्मा चितरंजन:– चितरंजन लोकोमोटिव वर्क्स की तरफ से चितरंजन कारखाना इलाके में अवैध रूप से बनी दुकानों को हटाने का अल्टीमेटम दिया गया था आज उसका अंतिम दिन था कहा जा रहा था कि आज के बाद दुकान नहीं हटाई गई तो चितरंजन लोकोमोटिव वर्क्स प्रबंधन द्वारा उन्हें हटा दिया जाएगा ऐसे में यहां पर व्यापार करने वाले छोटे दुकानदार काफी आतंकित थे। आज कुल्टी के भाजपा विधायक डॉ अजय पोद्दार ने सीएलडबल्यू के महाप्रबंधक से मुलाकात की। और उनसे अनुरोध किया के त्योहारों के मौसम में दुकानदारों की रोजी-रोटी बंद ना की जाए आखिरकार यह फैसला हुआ कि आने वाले छठ महापर्व तक सीएलडबल्यू अतिक्रमण हटाने के अपने अभियान को बंद रखेगा ।

    इस बारे में डॉक्टर अजय पोद्दार ने कहा कि आज उन्होंने चितरंजन लोकोमोटिव वर्क्स के महाप्रबंधक से मुलाकात की और उनसे अनुरोध किया कि त्योहारों के मौसम में दुकानदारों को न हटाया जाए यह फैसला हुआ कि आने वाले छठ पर्व तक इन दुकानदारों को नहीं हटाया जाएगा। उन्होंने कहा कि इससे यहां के दुकानदारों को राहत मिलेगी जब उनसे पूछा गया कि वह इससे पहले क्यों नहीं आए और आखिरी दिन ही वह क्यों आए तो डॉ अजय पोद्दार ने कहा कि उन्हें जब इस बात का पता चला और भारतीय मजदूर संघ के आवाहन पर हो यहां पर आए हैं।

    उन्होंने कहा कि विरोधी पार्टियों क्या कह रही हैं इससे उनका कोई लेना-देना नहीं है वह भाजपा के आदर्शों पर चलते हुए यहां के लोगों के साथ खड़े होने के लिए आए थे और आज यह फैसला होने से यहां के लोग काफी खुश हैं

  • চিত্তরঞ্জন শহরে বেআইনি দোকান উচ্ছেদ / পুজোর সময়ে বন্ধ রাখতে রেল মন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের / আবেদনে সাড়া কতৃপক্ষের

    চিত্তরঞ্জন শহরে বেআইনি দোকান উচ্ছেদ / পুজোর সময়ে বন্ধ রাখতে রেল মন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের / আবেদনে সাড়া কতৃপক্ষের

    পাবলিক নিউজঃ চিত্তরঞ্জন :–চিত্তরঞ্জন রেল শহরের আমলাদাহি বাজারে বেআইনী দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছিলো সিএলডবলু ( চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস) বা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কতৃপক্ষ। বৃহস্পতিবার থেকে এই উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিলো। কিন্তু তার আগের দিন বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান আপাততঃ এই পুজোর সময় বন্ধ রাখার জন্য আবেদন করে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছিলেন বিজেপির রাজ্য নেত্রী তথা আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাতে তিনি ছট পুজো পর্যন্ত এই উচ্ছেদ অভিযান বন্ধ রাখার বলেন। তারপর নিয়ম মতো রেল এই কাজ করতে পারে বলে জানানো হয়। জানা গেছে, বিজেপি বিধায়কের এই আবেদনে সাড়া দিয়েছে রেল মন্ত্রক। গোটা বিষয়টি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা জেনারেল ম্যানেজারকে জানানো হয়। রেল সেই আবেদনে সাড়া দিয়ে আপাততঃ উচ্ছেদ অভিযান বন্ধ রাখছে বলে জানা গেছে। এদিন রেলের তরফে চিত্তরঞ্জন রেল শহরের আমলাদহি বাজারে বেআইনী দোকান উচ্ছেদ অভিযান করেনি।


    স্বাভাবিক ভাবেই ঐসব দোকানদার ও তাদের পরিবারের সদস্যরা খুশি। তারা বিজেপি বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, আমি বর্তমানে নির্বাচনের জন্য ঝাড়খণ্ডে ব্যস্ত আছি। কিন্তু আমি চিত্তরঞ্জনে রেলের তরফে হওয়া এই অভিযানের কথা জানতে পারি। বুধবারই আমি রেল মন্ত্রীকে একটা চিঠি লিখি। তাতে বলি, সামনে একসঙ্গে পরপর দূর্গাপুজো, কালিপুজো ও ছটপুজো আছে। এমন সময় ঐসব দোকানগুলো উচ্ছেদ করা হলে, দোকানদার ও তার পরিবারের সদস্যরা বিপদে পড়বেন। আমি জানি ওরা বাজারে বেআইনী ভাবে বসে ব্যবসা করছে। তবুও, তারা অনেক জিনিস এনে ব্যবসা করে কিছু লাভ করায় আশায় রয়েছেন। এমন সময় করলে, তা ভালো হবেনা। তাই রেল মন্ত্রীকে ছট পুজো পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে আবেদন করি। আমার আবেদন মন্ত্রী রেখেছেন। তিনি আরো বলেন, যেহেতু রেলের জায়গা দখল করা বেআইনি কাজ, তাই ছট পুজোর পরে রেল আইন মেনে যা রেলের তরফে যা করার, তারা তা করুক।

    আমি আরো বলেছি, ওখানে আইন মতো যারা দোকান করছেন, তাদের কিছু সমস্যা আছে। যেমন পারিবারিক সূত্রে অনেকে দোকান করছেন। কিন্তু তাদের মালিকানা নেই। তারা যাতে তা পায়, সেটা যেন রেল দেখে। মন্ত্রীর তরফে তা দেখার আশ্বাস দেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক এরজন্য রেল মন্ত্রী ও রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রসঙ্গতঃ, রেলের তরফে বলা হয়েছে ঐ বাজারে ১১০০ এর মতো আইনী দোকান আছে। ১৫০ বেআইনি দোকান আছে। সেগুলি উচ্ছেদ করা হবে। এক আধিকারিক বলেন, আপাততঃ ছট পুজো পর্যন্ত এই উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হচ্ছে।

  • চিত্তরঞ্জনে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিস্তর অভিযোগ / প্রতিবাদে রেল শহরে মিছিল দুই সংগঠনের , পাওয়ার হাউসের চীফ ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন

    চিত্তরঞ্জনে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিস্তর অভিযোগ / প্রতিবাদে রেল শহরে মিছিল দুই সংগঠনের , পাওয়ার হাউসের চীফ ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন

    পাবলিক নিউজঃ ডেস্ক চিত্তরঞ্জন :-রেল শহর চিত্তরঞ্জনে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহ করা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সরবরাহ নিয়ে সমস্যার জন্য রেল শহরের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
    অবিলম্বে গোটা পরিস্থিতি ঠিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করে ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রেল শহরে বিক্ষোভ মিছিল করলো ন্যাশানাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয় ( এনএফআইআর) অনুমোদিত চিত্তরঞ্জন রেলওয়ে ম্যানস্ কংগ্রেস ও ইনটাক। মিছিল এসে শেষ হয় চিত্তরঞ্জন শহরের সেন্ট্রাল পাওয়ার হাউসে। এই পাওয়ার হাউস থেকে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা ও রেল শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
    মিছিল শেষে দুই সংগঠনের তরফে একাধিক দাবি নিয়ে সেন্ট্রাল পাওয়ার হাউসের রেলওয়ে চীফ ইঞ্জিনিয়ারকে একটি ডেপুটেশন দেওয়া হয়।

    এই বিষয়ে দুই সংগঠনের তরফে নেপাল চক্রবর্তী ও ইন্দ্রজিৎ সিং বলেন, সাম্প্রতিক কালে চিত্তরঞ্জন রেল শহরে দিনে গড়ে ৩/৪ ঘন্টা ধরে লোডশেডিং হচ্ছে। যা আগে হতোনা। এই কারণে পানীয়জলের সমস্যা ও সংকট তৈরি হয়েছে। বলতে গেলে রেল শহরের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই শহরে আগে বিদ্যুৎ সরবরাহ করার জন্য ডিভিসি থেকে হটলাইন ছিলো। তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দাবি, সেই লাইন আবারও চালু করতে হবে। তারা আরো বলেন, রেল শহরের বিভিন্ন রাস্তায় স্ট্রিট লাইট নেই। অনেক জায়গায় স্ট্রিট লাইট লাগানো রয়েছে। কিন্তু সেগুলো জ্বলেনা। এরফলে শহরের বিভিন্ন এলাকায় সন্ধ্যের পরে অন্ধকার নেমে আসে। ঐসব এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমাদের দাবি, সব জায়গায় স্ট্রিট লাইট লাগানোর ব্যবস্থা করা হোক। এছাড়াও নিয়ম মেনে রক্ষণাবেক্ষণ করা হোক।
    দুই সংগঠনের দাবি সম্পর্কে চীফ ইঞ্জিনিয়ার আশ্বাস দিয়ে বলেন, সবকিছু গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

  • আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি সালানপুরের গ্রামে ধিক্কার মিছিল                      

    আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি সালানপুরের গ্রামে ধিক্কার মিছিল                      

    আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদের আওয়াজ এবার শহর থেকে গ্রামেও ছড়িয়ে পড়ছে।রবিবার আসানসোলের সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারী গ্রাম পঞ্চায়েতে আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বাসুদেবপুর দূর্গা মন্দির থেকে জেমারী গেট পর্যন্ত ধিক্কার মিছিল করা হয়। সেই মিছিলে পুরুষ, মহিলা থেকে শুরু করে যুবক, যুবতী ও কিশোর এবং কিশোরীরা পায়ে পা মেলান। মিছিলের মধ্যেই আওয়াজ উঠে ” তিলোওমার তোমার রক্ত হবে নাকো ব্যর্থ”, “ইউ ওয়ান জাস্টিস”।

    আরজি করের ঘটনা / সালানপুরে ডিওয়াইএফআইয়ের প্রতিবাদ মিছিল ও রাস্তা অবরোধ

    DYFI বিক্ষোভ ও মিছিল আর জি কার কান্ডো কে নিয়ে

    সালানপুর, ২৫ আগষ্টঃ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআইয়ের সালানপুর লোকাল কমিটির ডাকে রবিবার আরজি করের ঘটনায় মূল দোষীদের শাস্তির দাবিতে ধিক্কার মিছিল হয়। মিছিলটি নিমতলা বাস স্ট্যান্ড থেকে শুরু হয় দেন্দুয়া মোড় পর্যন্ত যায়। এই মিছিলে পায়ে পা মেলান প্রচুর মানুষ। মিছিলের শেষে দেন্দুয়া মোড়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। মিছিলে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক ভিক্টর আচার্য্য, জেলা কমিটির সদস্য আবীর ঘোষ,লোকাল কমিটির সদস্য চন্দন বাউরি, শম্ভু বাউরি সহ আরো অনেকে।