Tag: Asansol

  • সাংসদ কঙ্গনা রাণায়াতের এমারজেন্সি সিনেমা ভারতে নিষিদ্ধ করার দাবি শিখ সম্প্রদায়ের।

    সাংসদ কঙ্গনা রাণায়াতের এমারজেন্সি সিনেমা ভারতে নিষিদ্ধ করার দাবি শিখ সম্প্রদায়ের।

    আলোক চক্রবর্তী আসানসোল,:- শুক্রবার সকালে জেলা শাসক দপ্তরে বার্ণপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সদস্যরা হিমাচল প্রদেশের মান্ডি এলাকার সাংসদ কঙ্গনা রানাওয়াতের অভিনীত এমারজেন্সি সিনেমা ভারতে নিষিদ্ধ করার দাবি জানিয়ে একটা স্মারকলিপি জমা করেন। বার্ণপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি সুরিন্দার সিং জানান হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনা রনাওয়াত বিপুল পরিমাণে ভোট পেয়ে সাংসদ হয়েছেন, তার প্রযোজিত ও অভিনীত এমারজেন্সি সিনেমাতে কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে যা শিখ সম্প্রদায়ের জনগণের মনে আঘাত করতে পারে। সিনেমাতে ১৯৮৪ সালের কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে খালিস্তান নিয়ে এবং সিনেমায় দেখানো হয়েছে বাস ভর্তি জনগণকে গুলি করে হত্যা করছে শিখ সম্প্রদায়ের লোকে যা একবারে অসত্য। এই দৃশ্য দেশের শিখ সম্প্রদায়ের জনগণের মনে বিরুপ প্রতিক্রিয়া পড়ার আশঙ্কা আছে তাই এই সিনেমাকে নিষিদ্ধ করা হোক।

  • মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগে বুধবার সকালে দুর্গাপুরের কালিগঞ্জ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হাওড়া জেলার পুলিশ।

    মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগে বুধবার সকালে দুর্গাপুরের কালিগঞ্জ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হাওড়া জেলার পুলিশ।

    পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:-মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগে বুধবার সকালে দুর্গাপুরের কালিগঞ্জ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে হাওড়া জেলার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।কাঁকসা বিডিও অফিসে গ্রুপ ডি কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। শুভঙ্কর কে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনেও যোগদান করতে দেখা গিয়েছিল। আরজি করে তরুণী ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে বিচার চাইতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মঙ্গলবার নবান্ন অভিযানে গিয়ে শুভঙ্কর পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশকে মারধর করে বলে অভিযোগ। মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচারে পুলিশকে মারধোরের সময় শুভঙ্কর কে দেখা গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশকে মারধোরের ঘটনায় শুভঙ্কর প্রথম সারিতে ছিলেন। তিনি পুলিশকে মারধর করছিলেন এবং পুলিশকে লক্ষ করে ইঁট পাটকেল ছুড়ছিলেন। যার সরাসরি সম্প্রচারের সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। সেই ছবি পরে ভাইরাল হতেই পুলিশ তার খোঁজ শুরু করে। সূত্র মারফত খবর পেয়ে হাওড়া জেলার পুলিশ দুর্গাপুরের স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হাওড়ার উদ্দেশ্যে নিয়ে যায়। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য জানিয়েছেন,শুভঙ্কর গত কয়েকদিন ধরে অনুপস্থিত রয়েছে।তার বাড়ি কালীগঞ্জ এলাকায়।খবরটা তারা পেয়েছেন যে তাকে গ্রেফতার করা হয়েছে।তবে পুলিশকে মারধরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাতে তাকে দেখা গেছে।

  • পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার মৃতদেহ উদ্ধার

    পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার মৃতদেহ উদ্ধার

    পাবলিক নিউজঃ ডেস্ক পূর্ব বর্ধমান:-এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর তাত পুকুর এলাকায়।
    স্থানীয় বাসিন্দা বিপ্রদাস ভট্টাচার্য জানিয়েছেন,সকাল ১০টা নাগাদ তিনি নিজের পুকুর দেখতে যান।তখনই তিনি কিছু একটা জলের মধ্যে ভাসতে দেখেন। এরপর তিনি কাছে গিয়ে বুঝতে পারেন কোন মহিলার মৃতদেহ ভাসছে তার পুকুরে।
    তৎক্ষণাৎ তিনি জামালপুর থানার পুলিশকে খবর দিলে।
    খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।যে দেহটি উদ্ধার হয় সেটি একটি মহিলার বলে জানা গিয়েছে। তবে ওই মহিলার কোন নাম পরিচয় জানা যায়নি। মহিলার পরিচয় জানতে ও মৃত্যুর কারণ খুঁজতে ঘটনার তদন্ত করছে পুলিশ।

  • রেলের জায়গার বস্তি উচ্ছেদ,অবস্থান বিক্ষোভে ১০০ টি পরিবার

    রেলের জায়গার বস্তি উচ্ছেদ,অবস্থান বিক্ষোভে ১০০ টি পরিবার

    পাবলিক নিউজঃ ডেস্ক পূর্ব বর্ধমান:-বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোকো আমবাগান এলাকায় রেলের জায়গায় বস্তি উচ্ছেদ করার নোটিশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে । মূলত পূর্ব রেলের জায়গার উপর এই বস্তি থাকায় এমনই দাবি করে রেলের তরফে কিছু দিন আগে নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার রেলের তরফ থেকে রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা বস্তি উচ্ছেদ করতে না আসায় আতঙ্কিত হয়ে পড়েন বস্তি বাসীরা।
    বস্তি বাসীরা জানান ৫০ বছরেরও বেশি দিন ধরে এই জায়গার ওপর তাদের বসবাস। প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার বসবাস করে। স্বাভাবিক ভাবেই কোনো ভাবেই জায়গা ছাড়া যাবে না।
    রেলের তরফ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার পরেও বৃহস্পতিবার নির্ধারিত দিনে রেলের আধিকারিকরা উচ্ছেদ করতে না আসায়। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন বস্তিবাসীরা।
    যেকোনো মুহূর্তে রেলের আধিকারিকরা বুলডোজার নিয়ে বস্তি উচ্ছেদ করতে হাজির হতে পারেন। কিন্তু সেই সময়টা কখন আসবে সেই নিয়েই আতঙ্কিত বস্তিবাসী।
    পাশাপাশি বস্তি বাসীরা বাসস্থান ছেড়ে না যাওয়ার জন্য রেলের বিরুদ্ধে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হন ৫০-৬০ টি পরিবার।
    অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষের নেতৃত্বে রেল পুলিশের বিপক্ষে দাঁড়ান বস্তি বাসীরা।
    জানা গিয়েছে,রেল কর্তৃপক্ষ বারবার এই বস্তিতে নোটিশ জারি করেন,শেষমেশ রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বস্তির মানুষদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ।

  • ডিওয়াইএফআইয়ের মিছিলে হামলা ও সিপিএমের কার্যালয়ে বোমাবাজির ঘটনা / দুর্গাপুরে রাস্তায় নেমে প্রতিবাদ মীনাক্ষী মুখোপাধ্যায়দের

    ডিওয়াইএফআইয়ের মিছিলে হামলা ও সিপিএমের কার্যালয়ে বোমাবাজির ঘটনা / দুর্গাপুরে রাস্তায় নেমে প্রতিবাদ মীনাক্ষী মুখোপাধ্যায়দের

    পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:-আরজি করের ঘটনার প্রতিবাদে নেমে বুধবার ডিওয়াইএফআইয়ের মিছিল ও সিপিএমের দলীয় কার্যালয়ে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠেছিলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তায় নামল সিপিএম ও বিভিন্ন বাম সংগঠন। করা হয় মিছিল ও সভা। তা করতে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে বচসা ও ধস্তাধস্তি। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, আসানসোলর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, দূর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী, সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায় সহ জেলা ও রাজ্য নেতৃত্ব এদিন রাস্তায় নামে।
    দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয় সিপিএমের মিছিল। মিছিলের রুট ছিল স্টেডিয়াম হয়ে দুর্গাপুর পুরনিগম পর্যন্ত যাওয়া। কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি না দেওয়াশ গান্ধী মোড়ের কাছ দিয়ে ১৯ নং জাতীয় সড়কের সার্ভিস রোড হয়ে পুরনিগমের দিকে যাওয়ার চেষ্টা করে সিপিএম নেতৃত্ব। দুর্গাপুর পুরনিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন সিপিএম কর্মী ও সমর্থকরা। পুলিশের সাথে শুরু হয় সিপিএম কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে গোটা পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছিলো বিশাল পুলিশ বাহিনী।
    সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন, আমাদের কর্মীদের ওপর নৃশংস ভাবে বোমা ছুঁড়ে হামলা চালালো তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা। আর আমাদের শান্তিপূর্ণ মিছিলকেই বাধা দিচ্ছে দলদাস পুলিশ। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পুলিশ বাধা দিতে এলে প্রতিরোধ হবে। যতদিন না আরজি করের ঘটনার বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে সিপিএমের।
    অন্যদিকে এদিনের মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ ও তৃনমুল কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন। তিনি আরজি করের ঘটনা টেনে সতর্ক করেন সিভিক ভলেন্টিয়ারদেরকে।

  • রাণীগঞ্জ থানার সামনে ব্যারিকেড উপড়ে ফেলে দিল বিজেপির কর্মীরা,প্রচ্ছন্ন হুমকি পুলিশ আধিকারিককে।

    রাণীগঞ্জ থানার সামনে ব্যারিকেড উপড়ে ফেলে দিল বিজেপির কর্মীরা,প্রচ্ছন্ন হুমকি পুলিশ আধিকারিককে।

    Video MLA Agnimitra Paul

    জাহিদ আনোয়ার/আলোক চক্রবর্তী রানীগঞ্জ :-রাণীগঞ্জের ডলফিন মাঠ থেকে বিধায়িকা অগ্নিমিত্র পাল, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জীসহ বিজেপির কর্মীদের শান্তিপূর্ণ মিছিল রাণীগঞ্জ থানার সামনে আসতেই হঠাৎ উত্তেজিত হয়ে পুলিশ প্রশাসনের লাগানো ত্রিশ্তরীয় ব্যারিকেড মুহূর্তে ভেঙে দেওয়াতে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। গতকাল বন্ধের দিন পুলিশ প্রশাসনের সামনে বিজেপির কর্মী ও মহিলা মোর্চার সদস্যাদের উপর আক্রমণ, হত্যার চক্রান্ত ও মহিলাদের সাথে অভব্য আচরণের প্রতিবাদে বিজেপির রাণীগঞ্জ থানা ঘেরাও অভিযান ছিল। শান্তিপূর্ণ ভাবে এই মিছিল রানীগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবার পর রাণীগঞ্জ থানার সামনে পুলিশের উপর আক্রোশে পুলিশের লাগানো ব্যারিকেড মুহূর্তে ভেঙে ফেলে এবং থানার সামনে ধর্ণাতে বসলেন বিধায়িকা, জেলা সভাপতি সহ বিশিষ্ট নেতৃত্ব ও মহিলা মোর্চার সদস্যারা। বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান মঙ্গলবার যুব সমাজের পক্ষ থেকে আর জি করের নির্যাতিতা চিকিৎসকের দোষীদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নবান্ন ঘেরাও করার পরিকল্পনা সুচারুভাবে মূখ্যমন্ত্রী পুলিশের সহযোগিতায় যুব সমাজের উপর আক্রমণ করে, বিজেপি ঐ আক্রমণের বিরুদ্ধে ১২ ঘন্টার বাংলা বন্ধ ডাকে। বন্ধের দিন সারা বাংলার সাথে রাণীগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের বরো চেয়ারম্যান মুজম্মিল সাহজাদা, টাউন সভাপতি রুপেশ যাদব, বাপি চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃত্ব পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করে এবং মহিলা মোর্চার সদস্যাদের সাথে অভব্য আচরণ করে। বিধায়িকা অগ্নিমিত্র পাল রাণীগঞ্জ থানার আধিকারিক বিকাশ দত্ত সহ পুলিশ প্রশাসনকে হুমকি দেন বিজেপির কর্মীরা আইন মেনে চলে বলে তারা দুর্বল নয় গতকালের ঘটনায় দোষীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে আন্দোলন আরো তীব্র হবে।

  • বার্ণপুরে বিজেপির রেল অবরোধ,বার্নপুরে আটক বিজেপির জেলা সভাপতি।

    বার্ণপুরে বিজেপির রেল অবরোধ,বার্নপুরে আটক বিজেপির জেলা সভাপতি।

    আলোক চক্রবর্তী বার্ণপরে :-বার্ণপরে বিজেপির রেল অবরোধ,মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বিজেপি ২৪ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বুধবার সকালে বার্ণপুর স্টেশনে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জীর নেতৃত্বে রেললাইন অবরোধ করে। বিজেপির কর্মীরা রেললাইনে 

    বার্নপুরে আটক বিজেপির জেলা সভাপতি।মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বিজেপি ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে তার সমর্থন বুধবার বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জীর নেতৃত্বে বার্ণপুরে রাস্তা অবরোধ করে কর্মীরা। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির কর্মীদের পুলিশী সহায়তায় রাস্তা অবরোধ উঠিয়ে দেয়, বাপ্পা চ্যাটার্জী সহ অনেক বিজেপি কর্মীদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।

  • বিজেপির ডাকা বন্ধ কে ব্যর্থ করতে DSP কারখানার সামনে জমায়েত করে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা।

    বিজেপির ডাকা বন্ধ কে ব্যর্থ করতে DSP কারখানার সামনে জমায়েত করে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা।

    বিজেপির ডাকা বন্ধ কে ব্যর্থ করতে DSP কারখানার সামনে জমায়েত করে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা। আর এদিন কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে এই তৃণমূল শ্রমিক সংগঠনের জমায়েতে আসেন তৃণমূলের দাপুটে নেতা তথা রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক।
    তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে সহ রাজ্যের অন্যান্য জেলার কল-কারখানাতে এই বন্ধের কোন প্রভাব পড়েনি।

  • এলাকার কুকুরকে নির্মম ভাবে মারার জন্য থানায় অভিযোগ করলো পশুপ্রেমীরা।

    এলাকার কুকুরকে নির্মম ভাবে মারার জন্য থানায় অভিযোগ করলো পশুপ্রেমীরা।

    লাঠি দিয়ে কুকুরকে মারার ছবি সিসিটিভিতে

    আলোক চক্রবর্তী আসানসোল:-মঙ্গলবার সোসাল মিডিয়ায় কুকুরকে নির্দয়ভাবে মারার সিসি টিভি ফুটেজ ভাইরাল হওয়ায় উত্তেজনা ছড়ায় আসানসোল শহরে, ফুটেজ দেখে ঘটনাস্থলে পৌঁছে যায় পশুপ্রেমী সংঘটনের সদস্যারা। সোসাল মিডিয়ায় পোস্ট করা সিসি ফুটেজের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মহিশীলা কলোনির সানভিউ পার্কের কোন এক জায়গায় চার পাঁচটা কুকুর নিজেদের মধ্যে খেলছিল এবং ডান্ডা হাতে নিয়ে এক ব্যাক্তি সেখানে এসে একটা কুকুরকে ডান্ডা দিয়ে তার কোমড়ে আঘাত করে কোনরকমে কুকুরটা অন্যদিকে পালিয়ে যায়। ঐ ভাইরাল ভিডিও দেখে আসানসোলের পশু প্রেমী সংঘটনের সদস্যা লিপিকা চক্রবর্তী, তারা নাগ, দেবরাজ কর্মকার এবং সৌরিশ গড়াই ঘটনাস্থলে পৌঁছে দুস্কৃতিকে শনাক্তে করতে সক্ষম হয়।জানা যায় উক্ত ব্যাক্তির নাম সুকান্ রায় এবং তিনি যুবকদের ক্যারাটে ও মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়ে থাকে। পশু প্রেমী সংস্থার পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় অবলা জীবকে প্রাণ নাশের অভিযোগ জানান এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান । পশু প্রেমী সংস্থার লিপিকা চক্রবর্তী জানান ইতিপূর্বে আসানসোল দক্ষিণ থানার চেলিডাঙ্গায় এক ব্যাক্তি রাস্তার কুকুরকে নির্দয়ভাবে মেরে হত্যা করে ঐ ব্যাপারে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানালেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করাতে রাস্তার কুকুরদের উপর পাশবিক অত্যাচার বেড়ে চলেছে।

  • ইউনিফাইড পেনশন স্কিম এনপিএসের চেয়ে অনেক ভালো/ সাংবাদিক সম্মেলনে বললেন আসানসোলের ডিআরএম

    ইউনিফাইড পেনশন স্কিম এনপিএসের চেয়ে অনেক ভালো/ সাংবাদিক সম্মেলনে বললেন আসানসোলের ডিআরএম

    আসানসোল DRM সাংবাদিক সম্মেলন করে

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:- পূর্ব রেলের আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম চেতনানন্দ সিং মঙ্গলবার দুপুরে আসানসোলে ডিরআরএম কার্যালয়ের নিউ কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি কেন্দ্রীয় সরকারের নতুন ইউনিফাইড পেনশন স্কিম সম্পর্কে বলেন, যখন এনপিএস আনা হয়েছিল, তখন তার মধ্যে এমন কিছু বলা ছিল যা নিয়ে রেল কর্মচারীদের মধ্যে কিছু অসন্তোষ দেখা গিয়েছিলো। তাই কেন্দ্রীয় সরকার এটি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছিলো। এবার তাই একটি নতুন পেনশন স্কিম ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস আনা হয়েছে। 
    তিনি বলেন যে, এই নতুন পেনশন নীতিতে পুরানো পেনশন নীতির প্রতিটি ভাল জিনিস রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে এই ইউনিফাইড পেনশন স্কিমটি এনপিএস থেকে অনেক ভাল বলে তিনি দাবি করেন। ডিআরএম বলেন যে, ইউনিফাইড পেনশন স্কিমে গ্র্যাচুইটির ব্যবস্থা রয়েছে। এ ছাড়াও ইউনিফাইড পেনশনও পাওয়া যাবে এই স্কিমের অধীনে। ন্যূনতম ১০ বছরের মধ্যে পেনশন শুরু হবে। একটি নির্দিষ্ট পেনশন দেওয়া হবে। অর্থাৎ পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ পেনশন দেওয়া হবে। পারিবারিক পেনশনের ক্ষেত্রে পেনশনের ৬০ শতাংশ দেওয়া হবে।

    তিনি বলেন যে এটা দেখা যাচ্ছে যে ২০০৪-এর আগে নিয়োগ হওয়াদের সাথে ২০০৪-এর পরে নিয়োগ হওয়াদের পেনশন সুবিধার অসঙ্গতি দূর করতে কেন্দ্রীয় সরকারের সম্মতিতে রেলওয়ের এটি একটি খুব বড় পদক্ষেপ ছিল। তিনি বলেন এটি একটি অত্যন্ত সাহসী পদক্ষেপ। যা সমস্ত সরকারী কর্মচারীদের পক্ষে ভালো ।