
আলোক চক্রবর্তী আসানসোল,:- শুক্রবার সকালে জেলা শাসক দপ্তরে বার্ণপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সদস্যরা হিমাচল প্রদেশের মান্ডি এলাকার সাংসদ কঙ্গনা রানাওয়াতের অভিনীত এমারজেন্সি সিনেমা ভারতে নিষিদ্ধ করার দাবি জানিয়ে একটা স্মারকলিপি জমা করেন। বার্ণপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি সুরিন্দার সিং জানান হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনা রনাওয়াত বিপুল পরিমাণে ভোট পেয়ে সাংসদ হয়েছেন, তার প্রযোজিত ও অভিনীত এমারজেন্সি সিনেমাতে কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে যা শিখ সম্প্রদায়ের জনগণের মনে আঘাত করতে পারে। সিনেমাতে ১৯৮৪ সালের কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে খালিস্তান নিয়ে এবং সিনেমায় দেখানো হয়েছে বাস ভর্তি জনগণকে গুলি করে হত্যা করছে শিখ সম্প্রদায়ের লোকে যা একবারে অসত্য। এই দৃশ্য দেশের শিখ সম্প্রদায়ের জনগণের মনে বিরুপ প্রতিক্রিয়া পড়ার আশঙ্কা আছে তাই এই সিনেমাকে নিষিদ্ধ করা হোক।


































