Tag: AMC

  • বিরিঞ্চি লাল ভবনে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

    বিরিঞ্চি লাল ভবনে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

    আলোক চক্রবর্তী আসানসোল-:-শণিবার আসানসোল পৌরনিগমের ৪৩ নং ওয়ার্ডে বিরিঞ্চি লাল ভবনে দেবাশীষ ঘটক মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতা সুভাষ চন্দ্র দাস জানান শণিবার রক্তদান শিবিরে ৪০ ইউনিটের মতো রক্ত সংগ্রহ করা হয়েছে তাছাড়া অনেকে রক্ত দিতে আগ্রহী ছিলেন। বিভিন্ন সময়ে এই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। উপস্থিত প্রাক্তন কাউন্সিলর শম্ভু গুপ্ত জানান রক্তদান শিবিরে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচন্ড উৎসাহের সাথে রক্তদান করেছেন।

  • आसनसोल स्टेशन में टिकट जांच कर्मियों के द्वारा आज किया गया श्रमदान

    आसनसोल स्टेशन में टिकट जांच कर्मियों के द्वारा आज किया गया श्रमदान

    अमित कुमार गुप्ता आसनसोल:– रेलवे विभाग द्वारा रेलवे सेवाओं को और बेहतर करने के लिए विभिन्न स्तर से प्रयास किया जा रहा है इस कड़ी में रेलवे स्टेशन परिसर को साफ सफाई रखने की भी कोशिश की जा रही है और लगातार उसे पर प्रयास किया जा रहा है यात्रियों को जागरूक किया जा रहा है की गंदगी ना फैलाएं दूसरी तरफ सफाई कर्मियों से लगातार सफाई करवाई जा रही है ताकि रेल स्टेशन आसनसोल के एक नंबर साफ सफाई की तरफ से हो इस कार्यक्रम में आज आसनसोल रेलवे स्टेशन परिसर में सीआईडी जी जाहिद अख्तर के नेतृत्व में टिकट जांच कर्मियों द्वारा श्रमदान कार्यक्रम का आयोजन किया गया । सीआईडी आसनसोल के मोहम्मद जाहिद अख्तर ने बताया कि आसनसोल रेल डिवीजन के डीआरएम सीनियर डीपीओ और अन्य वरिष्ठ अधिकारी के निर्देश पर आज यह कार्यक्रम किया गया जिसमें रेलवे यात्री को रेलवे स्टेशन परीक्षण की साफ सुथरा रखना के लिए जागरूकता की जा रही है उन्हें यह भी बताया जाता है कि इस तरह का कार्यक्रम लगातार किया जा रहा है क्योंकि रेल स्टेशन परिसर को साफ सुथरा रखना है और अपने जीवन को भी इस तरीका से साफ सुथरा रखती है

  • তৃনমুল কংগ্রেস সম্পর্কে কুমন্তব্য / বিতর্কে পশ্চিম বর্ধমানের সিপিএমের জেলা সম্পাদক/ দূর্গাপুর থানায় অভিযোগ আইনজীবী সেলের

    তৃনমুল কংগ্রেস সম্পর্কে কুমন্তব্য / বিতর্কে পশ্চিম বর্ধমানের সিপিএমের জেলা সম্পাদক/ দূর্গাপুর থানায় অভিযোগ আইনজীবী সেলের

    পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর দলের যুব সংগঠনের মিছিলে হামলা ও কার্যালয়ে বোমাবাজি ঘটনার প্রতিবাদে নেমে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস সম্পর্কে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। দুর্গাপুরে বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ মিছিলে ভাষণ দেবার সময় তৃণমুল সম্পর্কে ও সিপিএম কর্মীদের তৃণমুলের বিরুদ্ধে উজ্জীবিত করার ডাক দিয়ে বেশ কিছু মন্তব্য করেন গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। সিপিএমের জেলা সম্পাদকের এই মন্তব্যের পরে রীতিমতো ফুঁসছে তৃণমুল কংগ্রেসের জেলা নেতৃত্ব। সেই মন্তব্যের জন্য শুক্রবার সিপিএমের জেলা সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করলো দূর্গাপুর আদালতের তৃনমুল আইনজীবী সেল। দূর্গাপুর থানার সিটি সেন্টার পুলিশ আউটপোস্ট লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে আইনজীবীদের তরফে।
    প্রসঙ্গতঃ, বুধবার বিজেপির ডাকা বাংলা বনধের দিনে বিকালে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই দূর্গাপুর শহরের সিটি সেন্টারে মিছিল করেছিলো। দূর্গাপুর পুরনিগমের সামনে আসার সময় সেই মিছিলে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠে তৃণমুল কংগ্রেসের বিরুদ্ধে। সিপিএমের কার্যালয় বিমল দাসগুপ্ত ভবনেও হামলা ও বোমাবাজি হয়। সেদিন রাতেই নয়জনকে পুলিশ গ্রেফতার করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গ্রেফতার হয় । এরপরে বৃহস্পতিবার বিকেলে যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় আসেন বিমল দাশগুপ্ত ভবনে। দূর্গাপুরে সেই হামলার প্রতিবাদে বামেরা মিছিল করে। মীনাক্ষী মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তাই গুন্ডাদের পথে নামিয়েছেন । এরপরে বিকেলে সেই মিছিল উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলা নেতৃত্ব । সেখানে বক্তব্য রাখার সময় সিপিএমের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় কটু ও অশালীন মন্তব্য করেন। তিনি তৃণমুল কংগ্রেসের কর্মীদেরকে মারার নিদান দেন। এরপর বৃহস্পতিবার রাতেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এফআইআর করা হবে সিপিএম জেলা সম্পাদকের বিরুদ্ধে। সেইমতো শুক্রবার দুর্গাপুর আদালতের আইনজীবি সেলের পক্ষ থেকে দুর্গাপুর থানার সিটি সেন্টার পুলিশ আউটপোষ্টে এফ আই করা হয়।
    তৃনমুল কংগ্রেসের আইনজীবি সেলের পক্ষ থেকে তুষার গুপ্ত বলেন, সিপিএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানজনক মন্তব্য করেছেন। তৃণমূল কর্মীদেরকে খুন করার উস্কানি দিয়েছেন। তাই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এই আইনজীবী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুর্গাপুরে একজন তৃণমুল কর্মী খুন হলে বা কোন ঝামেলা হলে দায়ী থাকবেন সিপিএম জেলা সম্পাদক ও সিপিএম।

  • কুষ্ঠ ও টিবি রুগীদের চিহ্নিত করার শিবির নিয়ে আলোচনা জেলা শাসক দপ্তরে।

    কুষ্ঠ ও টিবি রুগীদের চিহ্নিত করার শিবির নিয়ে আলোচনা জেলা শাসক দপ্তরে।

    শুক্রবার সকালে আসানসোল জেলা শাসকের দপ্তরে স্বাস্থ্য আধিকারিকের সাথে জেলা শাসকের আলোচনা সভা হয়। জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ ইউনুস খান জানান আগামী ৩ রা সেপ্টেম্বর থেকে আসানসোল পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ড টিবি রোগে আক্রান্তদের চিহ্নিত করার পরিকল্পনা করা হয়েছে এবং সাথে কুষ্ঠ রোগে আক্রান্ত রুগীদেরও চিহ্নিত করার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই জেলায় টিবি রুগীদের সংখ্যা কমলেও কুষ্ঠ রোগে আক্রান্ত রুগীদের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত জেলায় প্রায় ৪০০ জন কুষ্ঠ রোগে আক্রান্ত রুগীদের পাওয়া গেছে সেইজন্য শিবির করার ব্যাপারে আলোচনা করা হয় এবং বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীরা গিয়ে চিহ্নিত করা হবে।

  • স্বয়ংসিদ্ধা গোষ্ঠীর ছয়দিনের মেলা রবীন্দ্র ভবনে।

    স্বয়ংসিদ্ধা গোষ্ঠীর ছয়দিনের মেলা রবীন্দ্র ভবনে।

    আলোক চক্রবর্তী আসানসোল:-শুক্রবার থেকে আসানসোল রবীন্দ্র ভবনে ছয়দিনের মেলার উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী এবং স্বয়ংসিদ্ধা গোষ্ঠীর শর্মিলা বন্দোপাধ্যায়। মেয়র বিধান উপাধ্যায় জানান পূজোর আগে আসানসোলবাসীদের জন্য স্বয়ংসিদ্ধা গোষ্ঠীর তৈরী করা পসরা নিয়ে মেলা লাগানো হয়েছে, এই মেলাতে মেয়েদের হাতে তৈরী করা বুটিক থেকে শুরু করে বিভিন্ন রকমের সুন্দর জিনিস লাগানো হয়েছে। স্বয়ংসিদ্ধা গোষ্ঠীর সম্পাদিকা শর্মিলা বন্দোপাধ্যায় জানান গোষ্ঠীর মেয়েদের হাতে তৈরী করা বিভিন্ন জিনিস নিয়ে মেলা লাগানো হয়েছে। বাচ্চা মেয়েদের তৈরী করা জিনিস বিক্রির করার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।

  • আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের কলেজের গেটে বিক্ষোভ।

    আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের কলেজের গেটে বিক্ষোভ।

    আলোক চক্রবর্তী আসানসোল:-শুক্রবার সকালে রাজ্যের বিভিন্ন কলেজের গেটে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরন সাধু জানান গত ২৮ শে আগষ্ট কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে ৩০ তারিখ বিভিন্ন কলেজের গেটে আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী শুক্রবার বিভিন্ন কলেজের গেটে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তিনি জানান যে সরকার নোট বন্দী করতে পারে, রাতারাতি লকডাউনের কথা ঘোষণা করতে পারে তাহলে কেন ধর্ষণ কারীদের বিরুদ্ধে কঠোর আইন আনছেন না অবিলম্বে দোষীদের কঠোর শান্তি দিতে হবে এবং উপযুক্ত শাস্তি না দিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। নবান্ন অভিযানের নামে কিছু গুন্ডা সন্ত্রাস সৃষ্টি করেছিল তারা কেউ ছাত্র ছিল না অথচ বলা হয়েছিল যুব আন্দোলন কিন্তু গত ২৮ তারিখ ছাত্র সমাবেশে কাতারে কাতারে ছাত্র সমাজ উপস্থিত ছিলেন।

  • সাংসদ কঙ্গনা রাণায়াতের এমারজেন্সি সিনেমা ভারতে নিষিদ্ধ করার দাবি শিখ সম্প্রদায়ের।

    সাংসদ কঙ্গনা রাণায়াতের এমারজেন্সি সিনেমা ভারতে নিষিদ্ধ করার দাবি শিখ সম্প্রদায়ের।

    আলোক চক্রবর্তী আসানসোল,:- শুক্রবার সকালে জেলা শাসক দপ্তরে বার্ণপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সদস্যরা হিমাচল প্রদেশের মান্ডি এলাকার সাংসদ কঙ্গনা রানাওয়াতের অভিনীত এমারজেন্সি সিনেমা ভারতে নিষিদ্ধ করার দাবি জানিয়ে একটা স্মারকলিপি জমা করেন। বার্ণপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি সুরিন্দার সিং জানান হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনা রনাওয়াত বিপুল পরিমাণে ভোট পেয়ে সাংসদ হয়েছেন, তার প্রযোজিত ও অভিনীত এমারজেন্সি সিনেমাতে কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে যা শিখ সম্প্রদায়ের জনগণের মনে আঘাত করতে পারে। সিনেমাতে ১৯৮৪ সালের কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে খালিস্তান নিয়ে এবং সিনেমায় দেখানো হয়েছে বাস ভর্তি জনগণকে গুলি করে হত্যা করছে শিখ সম্প্রদায়ের লোকে যা একবারে অসত্য। এই দৃশ্য দেশের শিখ সম্প্রদায়ের জনগণের মনে বিরুপ প্রতিক্রিয়া পড়ার আশঙ্কা আছে তাই এই সিনেমাকে নিষিদ্ধ করা হোক।

  • কাজি নজরুল ইসলামের প্রয়ান দিবসে তার মূর্তিতে মাল্যদান করলেন চেয়ারম্যান।

    কাজি নজরুল ইসলামের প্রয়ান দিবসে তার মূর্তিতে মাল্যদান করলেন চেয়ারম্যান।

    আলোক চক্রবর্তী আসানসোল:-বৃহস্পতিবার বিশ্ববরেণ্য কাজি নজরুল ইসলামের ৪৯ তম প্রয়াণ দিবসে পুরনো আশ্রম মোড়ে তার প্রতিমূর্তিতে মাল্যদান করেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর রবিউল ইসলাম সহ বিশিষ্ট অতিথিরা। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান স্বাধীনতার আগে তার জ্বালামুখী কবিতা পড়ে দেশবাসী উদ্বুদ্ধ হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তার প্রতিভাকে স্বীকৃতী দিয়েছিলেন। তিনি আসানসোলবাসীদের কাছে আবেদন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলামের লেখা কবিতা পড়ে জানতে দেশকে স্বাধীন করার পেছনে উনাদের অবদান।