Tag: AMC

  • आसनसोल नगर निगम के 50 नंबर वार्ड में सांसद कोटा से बने लाइब्रेरी का उद्घाटन किया गया । इस मौके पर आसनसोल के सांसद शत्रुघ्न सिन्हा विशेष रूप से उपस्थित थे

    आसनसोल नगर निगम के 50 नंबर वार्ड में सांसद कोटा से बने लाइब्रेरी का उद्घाटन किया गया । इस मौके पर आसनसोल के सांसद शत्रुघ्न सिन्हा विशेष रूप से उपस्थित थे

    अमित कुमार गुप्ता आसनसोल :–सोमवार को आसनसोल नगर निगम के 50 नंबर वार्ड में सांसद कोटा से बने लाइब्रेरी का उद्घाटन किया गया । इस मौके पर आसनसोल के सांसद शत्रुघ्न सिन्हा विशेष रूप से उपस्थित थे और उनके हाथ से दीप प्रज्वलित कर एवं फीता काटकर लाइब्रेरी का उद्घाटन किया। इस मौके पर यहां पर उपस्थित थे आसनसोल नगर निगम के डिप्टी मेयर एवं तृणमूल के ( inttuc )  जिला सभापति अभिजीत घटक एमएमआईसी गुरदास चटर्जी , बोरो चेयरमैन राजेश तिवारी के अलावा बड़ी संख्या में टीएमसी नेता कार्यकर्ता और समर्थक उपस्थित थे । इस मौके पर संसद शत्रुघ्न सिन्हा ने कहा कि मैजिक मैन मलय घटक की तरह उनके भाई अभिजीत घटक भी लोगों की भलाई के लिए हमेशा काम करते रहते हैं । जिस तरह से वह अपने वार्ड में विकास कार्यों का अंजाम दे रहे हैं । वह सराहनीय एवं काबिले तारीफ है । डिप्टी मेयर के रूप में भी वह अपनी भूमिका निभा रहे हैं । संसद ने कहा कि अंसानसोल नगर निगम क्षेत्र सहित पूरे आसनसोल लोकसभा क्षेत्र के विकास के लिए वह हमेशा प्रयास करते रहते हैं । उन्होंने मुख्यमंत्री ममता बनर्जी को धन्यवाद दिया जिन्होंने आसनसोल में काम करने का उन्हें मौका दिया । डेप्युटी मेयर अभिजीत घटक ने कहा कि यहां के लोगों के काफी दिनों से मांग थी कि एक लाइब्रेरी बनाया जाए । ताकी इस इलाके के बच्चे अच्छी तरीका से पढ़ाई कर पाए और कई एग्जाम में इसका लाभ उठा पाए । यह बात जब उन्होंने सांसद शत्रुघ्न सिन्हा के सामने रखे तो उन्होंने भी इस पर स्वीकृति प्रदान की ओर उन्हें भरोसा नहीं था कि संसद द्वारा इतनी जल्दी पुस्तकालय बाना दिया जाएगा । उन्होंने इसके लिए संसद को धन्यवाद दिया इसके साथ ही उन्होंने कहा कि इससे पहले लोकसभा उपचुनाव हुआ था तब शत्रुघ्न सिन्हा भारी मतों से विजय हासिल किए थे। मात्र दो सालों में उन्होंने जो काम करके दिखलाया है । इससे उन्होंने यहां के लोगों का दिल जीत लिया है ।  यही वजह है कि इस बार जब लोकसभा के चुनाव हुए एक बार फिर आसनसोल की जनता ने शत्रुघ्न सिन्हा पर ही अपना भरोसा जताया है।

  • আর জি করের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বামফ্রন্টের ছাত্র যুব সংঘটনের মিছিল।

    আর জি করের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে বামফ্রন্টের ছাত্র যুব সংঘটনের মিছিল।

    আলোক চক্রবর্তী আসানসোল :-গত ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণের মামলায় সিবিআই তদন্তের পরে দোষীদের শাস্তির দাবিতে শিল্পাঞ্চলের রাজপথে মিছিল বার করে। আসানসোলের ট্রাফিক মোড় থেকে এই মিছিল হটনরোড মোড়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ডিওয়াই এফ আইয়ের নেতা জানান আর জি করের ন্যাক্কারজনক ঘটনার ২৩ দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত দোষী বা দোষীরা ধরা পড়ে নি বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় নি তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং শাস্তি দিতে হবে।

  • পুলিশ ডে উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা।

    পুলিশ ডে উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা।

    পাবলিক নিউস ডেস্ক/আলোক চক্রবর্তী আসানসোল:-১ লা সেপ্টেম্বর পুলিশ ডে উপলক্ষে আসানসোলের পুলিশ লাইনে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ফুটবল প্রতিযোগিতায় পুলিশ আধিকারিক এবং পুলিশ কনস্টেবলরা অংশগ্রহণ করে। ফুটবল প্রতিযোগিতা শুরু হবার আগে পুলিশের উচ্চ আধিকারিককে গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয়। সাহসী কাজ ও ভালো কর্মদক্ষতার জন্য পুলিশ অফিসারদের সম্মানিত করা হয়। ফুটবল প্রতিযোগিতার শেষে বিজয়ী টীম এবং সমস্ত খেলোয়াড়দের পুরস্কৃত করেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। পুলিশ ডে ও আসানসোল দুর্গাপুর কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার আসানসোলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে ট্রাফিক নিয়ম সম্পর্কে মানুষকে সচেতন করতে একটি সচেতনতা র‌্যালি বার করা হয়। এদিন এক অনুষ্ঠানে আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ সেই র‌্যালিকে সবুজ পতাকা দেখিয়ে শুভ সূচনা করেন। ” সেফ ড্রাইভ সেভ লাইফ ” সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করতে এই র‌্যালির আয়োজন করা হয়।
    এই অনুষ্ঠানে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের আধিকারিক ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। ” সেফ ড্রাইভ সেভ লাইফ” র ও “যাত্রী সাথী ” নামে দুটি ট্যাবলো রয়েছে। যা আসানসোল ও বার্নপুর এলাকায় ঘুরে বেড়াবে এবং মানুষকে ট্র্যাফিক নিয়ম সম্পর্কে সচেতন করবে।
    এদিন পুলিশ ডে উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে পুলিশ লাইন ময়দানে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই খেলায় পুলিশ কমিশনারেটের আধিকারিক ও কর্মীরা অংশ নেন। পুলিশের টিমের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পুলিশ কমিশনার সহ পুলিশ কমিশনারেটের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশ ডে উপলক্ষে এদিন সেবা প্রদানের জন্য বেশকিছু পুলিশ আধিকারিককে সম্মানিত করা হয়।

  • মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনী এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা।

    মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনী এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা।

    পাবলিক নিউজঃ ডেস্ক:-মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনী এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। শনিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে নৌকাপার করার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শ এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিশোর বয়সী এক নাবালক মাঝির। জানা গেছে, মৃত কিশোরের নাম ছোটু চৌধুরী। বাড়ি ভূতনীর দক্ষিণ চন্ডীপুর এলাকায়। সে শনিবার দিনভর ভূতনীর বন্যা কবলিত এলাকায় টাকার বিনিময়ে যাত্রীদের পারাপার করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সে শেষবারের মতো মথুরাপুর ভূতনী ব্রীজের কাছ থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে উত্তর চন্ডীপুরের খোশবোরটোলায় যায়। এরপর বাড়ি ফেরার তোড়জোর করে। কিন্তু ঠিক তখনই কয়েকজন যাত্রী তাকে একপ্রকার জোরাজুরি করে ভুতনী ব্রীজের কাছে যেতে বাধ্য করে। কিন্তু ব্রীজের কাছে যাওয়ার আগে মথুরাপুর শংকরটোলার কাছে তার নৌকার বৈঠার বাঁশ কোনভাবে বিদ্যুতের এগারো হাজার ভোল্টবাহী তারে লেগে যায়। ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। রবিবার সকালে এই খবর পেয়ে এন.ডি.আর.এফ-এর টিম ঘটনাস্থলে ছুটে যায়। এবং বন্যা কবলিত এলাকায় প্রায় ঘন্টা খানেক ধরে তল্লাশি অভিযান চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকাল থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভূতনী ব্রীজ সংলগ্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়। মাইকিং-এর নৌকার মাঝিদের বিদ্যুতের তারের নিচ দিয়ে সাবধানে নৌকা চালানোর বার্তা দেন সিভিক ভলান্টিয়াররা।

  • আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা লোকশিল্পী সম্মেলন আসানসোল,

    আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা লোকশিল্পী সম্মেলন আসানসোল,

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সেনরেল স্টেডিয়ামে আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রে শনিবার হলো পশ্চিম বর্ধমান জেলা ” লোকশিল্পী সম্মেলন”। প্রদীপ জ্বালিয়ে ও বাউল গানের মধ্যে দিয়ে এই সম্মেলনের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, শিক্ষা, তথ্য সাংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় ,বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ পশ্চিম বর্ধমান জেলা পরিষদ ও জেলার অন্যান্য প্রকল্প আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
    এই সম্মেলনের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।

  • আরজি কর নিয়ে আসানসোলের রাস্তায় তৃণমূল/ বিজেপি ও বামপন্থীরা ঘটনা নিয়ে রাজনীতি করছে: আইনমন্ত্রী আসানসোল,

    আরজি কর নিয়ে আসানসোলের রাস্তায় তৃণমূল/ বিজেপি ও বামপন্থীরা ঘটনা নিয়ে রাজনীতি করছে: আইনমন্ত্রী আসানসোল,

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :-আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরজি করের ঘটনায় রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে লক্ষ্য করে বিরোধীরা ক্রমাগত আক্রমণ করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। আর তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তৃণমূল কর্মীরাও পাল্টা রাস্তায় নেমে এসেছে।এদিন আসানসোল ও কুলটিতে একটি বিক্ষোভ সভা হয়। আসানসোল দক্ষিণ বিধানসভায় একটি মিছিল বার করা হয়। আরজি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। এর মধ্যে দিয়ে তারা যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের কঠোরতম শাস্তির দাবি করা হয়। আসানসোল পুরনিগমের ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্ব দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে দক্ষিণা কালী মন্দিরের কাছে বিক্ষোভ সভা হয় ।কাউন্সিলার গোপা হালদার, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা ছাড়াও ৩০ এবং ৩১ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যায় তৃনমুল কংগ্রেসের কর্মী উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন কলকাতায় যে ধরণের ঘটনা ঘটেছে তা খুব বেশি। যেদিন এই ঘটনা ঘটলো, সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া হবে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাটি সিবিআইয়ের কাছে যায়। কিন্তু এখনও পর্যন্ত এই মামলায় নতুন কোন কিছু করে উঠতে পারেনি সিবিআই।
    তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই ঘটনায় দোষীদের ফাঁসি দাবি করে আসছেন। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন। যারা ধর্ষণে দোষী তাদের ফাঁসি হয়েছেশাস্তির ব্যবস্থা করা উচিত। কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান। একদিকে তৃণমূল কংগ্রেস দোষীদের কঠোর শাস্তি দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বিজেপি ও বামপন্থীরা এই ঘটনা নিয়ে রাজনীতি করছে।
    অন্যদিকে, এদিন একইসঙ্গে আসানসোলের জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে একই দাবিতে বিক্ষোভ সভা হয়। সেখানে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।লছিপুর গেট থেকে মিছিল তৃণমূল কংগ্রেসের কুলটি তৃণমূল কংগ্রেসের
    লাচ্ছিপুর গেট থেকে নিয়ামতপুর নতুন সড়ক পর্যন্ত মিছিল বার করা হয়। প্রায় দুই কিলোমিটারের এই মিছিলে অংশগ্রহণকারীদের গলায় প্ল্যাকার্ড নিয়ে অবিলম্বে অভিযুক্তদের ফাঁসির দাবিতে জানানো হয়।
    প্রসঙ্গতঃ, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিযুক্তদের ফাঁসি দাবি করেছিলেন।এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন।
    লছিপুর গেট থেকে এই মিছিল শুরু হয়ে নিয়ামতপুর মাদ্রাসা দেবী মন্দির, কোয়েরী পাড়, মুচিপাড়া, নিয়ামতপুর বাজার হয়ে নিয়ামতপুর নতুন সড়ক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
    উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায়, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র, যুব সভাপতি বিমান দত্ত।

  • টানা বৃষ্টিতে জমেছে জল / পশ্চিম বর্ধমান জেলায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা / সতর্ক স্বাস্থ্য দপ্তর

    টানা বৃষ্টিতে জমেছে জল / পশ্চিম বর্ধমান জেলায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা / সতর্ক স্বাস্থ্য দপ্তর

    File photo

    পাবলিক নিউজঃ ডেস্ক:- টানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান জেলায় । আর তাতে বিভিন্ন জায়গায় জমেছে জল। তারপরই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। পশ্চিম বর্ধমান জেলায় এই মুহূর্তে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬৫ জন । তার মধ্যে আসানসোল পুরনিগম এলাকায় ৮৫ জন এবং দুর্গাপুর পুরনিগম এলাকায় ৬৫ জন বলে শনিবার জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান। তিনি বলেন, ১৫ জন আক্রান্ত জেলার বিভিন্ন ব্লকের বাসিন্দা। সব ব্লকে এক বা দুজন করে ডেঙ্গু আক্রান্তর খোঁজ পাওয়া গেলেও জেলার অন্ডাল ও কাঁকসা এলাকায় এই রোগের সংখ্যা বেশি বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়ে। তিনি বলেন, দুজন বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। তারা একজন পুরুষ এবং একজন মহিলা। গত দুই সপ্তাহে জেলায় আক্রান্তের সংখ্যা ২১ বলে তিনি জানিয়েছেন। এই মুহুর্তে ডেঙ্গু মোকাবিলায় জেলাস্তরে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
    অন্যদিকে, আসানসোল পুরনিগমের স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপক গঙ্গোপাধ্যায় বলেন, আগস্ট মাসে কেবলমাত্র এই রোগে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। আসানসোল পুর এলাকায় যতজন আক্রান্ত হয়েছেন তার মধ্যে ২৬ জন বাঙ্গালোর, চেন্নাই সহ প্রধানতঃ দক্ষিন ভারত থেকে এই রোগ আক্রান্ত হয়ে ত নিজেদের জেলায় এসেছেন। তিনি বলেন, আসানসোল পুরনিগমের ৩, ৪, ৫, ৬ নং বোরোগুলিতে সবচেয়ে বেশি এই রোগে আক্রান্তের সংখ্যা দেখা গেছে। এর পাশাপাশি আসানসোলের রেলপারে মুৎসুদ্ধি মহল্লা, হটন রোড, আসানসোল বাজার সংলগ্ন এলাকা বলতে ৪১, ৪৪, ৪৫ নং ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এছাড়াও কুলটির নিয়ামতপুর, বরাকর , ডিসেরগড়ে এই রোগে আগস্ট মাসে আক্রান্ত হয়েছেন অনেকেই।
    তিনি আরো বলেন, আসানসোলের দুটি, রানিগঞ্জ, কুলটি ও জামুরিয়ার তিনটি সহ মোট পাঁচটি স্বাস্থ্য কেন্দ্র বা হেলথ সেন্টারে প্রতিদিন এই রোগে কেউ আক্রান্ত হয়েছেন কিনা তার পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুর এলাকার মধ্যে আমাদের যে ২৪টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেইসব কেন্দ্রগুলিতে যদি কেউ জ্বর নিয়ে যান বা বিশেষ কোনো উপসর্গ থাকে তাহলে তাদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হচ্ছে। রক্ত পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে দেখা হচ্ছে কোথাও জল জমে আছে বা আবর্জনা জমে আছে কিনা। কোথাও তা থাকলে তার রিপোর্ট করার পরে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নিচ্ছে। তবে গতবার এই সময় যে পরিমাণ ডেঙ্গু রোগী আসানসোল পুরনিগম এলাকায় ছিল এবার তার চেয়ে সামান্য কিছু কম আছে। তার দাবি, কিন্তু আগস্ট মাসে আচমকা রোগীর সংখ্যা বেড়ে গেছে তা, প্রধানতঃ টানা বৃষ্টির কারণে। পুরনিগমের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সমানে নজরদারিও চালানো হচ্ছে।

  • আসানসোল স্টেশনে শ্রম দান দিবস পালন করা হয়েছে

    আসানসোল স্টেশনে শ্রম দান দিবস পালন করা হয়েছে

    আলোক চক্রবর্তী আসানসোল:-আসানসোল স্টেশনে শ্রম দান দিবস পালন করা হয়েছে।শণিবার সকালে আসানসোল স্টেশন চত্বরে ডিআরএম, সিনিয়র ডিসিএম, এসিএম টিসির নির্দেশে সাফাই অভিযান চালানো হয়। মহঃ জাহির আখতার জানান ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সচেতন করতে এই সাফাই অভিযান চালানো হয়, স্টেশন চত্বর পরিস্কার থাকলে মনটাও ভালো থাকবে।

  • কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধনে সাংসদ এবং মন্ত্রী।

    কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধনে সাংসদ এবং মন্ত্রী।

    আলোক চক্রবর্তী আসানসোল:- শণিবার সকালে আসানসোলে কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ শত্রুঘ্ন সিনহা। উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী,বরো চেয়ারম্যান উৎপল সিনহা , তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী, বিবি কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু সহ বিশিষ্ট অতিথিরা। সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান আসানসোল শহরের উন্নয়নের জন্য তিনি সব রকমের সাহায্য করতে প্রস্তুত আছেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে দশ লক্ষ টাকা খরচ করে ডিজিটাল লাইব্রেরি করা হয়েছে ভবিষ্যতে আরো অনেক কিছু করা হবে। মন্ত্রী মলয় ঘটক সাংসদের কাছে বিশ্ববিদ্যালয়ে সোলার লাগানোর জন্য অনুদানের আবেদন করেন।

  • पश्चिम बर्दवान जिला लोक कलाकार सम्मेलन शनिवार आसनसोल शहर के सेन रेले स्थित आदर्श श्रमिक मंगल केंद्र में आयोजित किया

    पश्चिम बर्दवान जिला लोक कलाकार सम्मेलन शनिवार आसनसोल शहर के सेन रेले स्थित आदर्श श्रमिक मंगल केंद्र में आयोजित किया

    अमित कुमार गुप्ता आसनसोल:– पश्चिम बर्दवान जिला लोक कलाकार सम्मेलन शनिवार आसनसोल शहर के सेन रे ले स्थित आदर्श श्रमिक मंगल केंद्र में आयोजित किया गया कार्यक्रम का शुभारंभ दीप प्रज्वलित कर जिला परिषद के अध्यक्ष विश्वनाथ बावड़ी और जिलाधिकारी एस पन्नामबालम ने किया कार्यक्रम में गीत संगीत पेश कर अतिथियों का स्वागत किया गया मौके पर शिक्षा सूचना संस्कृति और खेल अधिकारी बैसाखी बनर्जी विद्युत अधिकारी सुजीत मुखर्जी अजीजुर रहमान के अलावा अन्य अधिकारी उपस्थित थे कार्यक्रम सुबह 11:00 बजे से शाम 5:00 बजे तक चला