Tag: ADPC

  • आसनसोल नगर निगम के 56 नंबर वार्ड के निवासियों ने आज पानी की आपूर्ति न होने की वजह से रोड जाम किया

    आसनसोल नगर निगम के 56 नंबर वार्ड के निवासियों ने आज पानी की आपूर्ति न होने की वजह से रोड जाम किया

    पब्लिक न्यूज आसनसोल :–आसनसोल नगर निगम के 56 नंबर वार्ड के निवासियों ने आज पानी की आपूर्ति न होने की वजह से रोड जाम कर दिया इनका कहना है कि पिछले 5 दिनों से उनके इलाके में पानी की आपूर्ति नहीं हो रही है उनके इलाके में टैंकर से पानी की आपूर्ति की जाती है लेकिन पिछले पांच दिनों से कोई टैंकर नहीं आया है जिस वजह से उन्हें इतनी भीषण गर्मी में परेशानियों का सामना करना पड़ रहा है इन्होंने आरोप लगाया कि कुछ दिनों पहले उनके मोहल्ले में कीर्तन का आयोजन किया गया था जिसमें आसनसोल और दक्षिण की विधायक अग्निमित्रा पाल भी आई थी इसके बाद से 56 नंबर वार्ड की एटीएम से पार्षद में साफ तौर पर कह दिया है कि क्योंकि उनके मोहल्ले में कीर्तन में भाजपा विधायक आई थी इसलिए उनके मोहल्ले में पानी नहीं दिया जाएगा इसे लेकर आज स्थानीय लोगों में काफी नाराजगी देखी गई उनका कहना है कि कीर्तन एक धार्मिक कार्यक्रम था उसमें कोई भी सम्मिलित हो सकता है और कोई अगर धार्मिक कार्यक्रम में आता है तो उसे भगाया नहीं जा सकता ऐसे में किसी धार्मिक कार्यक्रम में भाजपा विधायक के आने पर पानी बंद कर देना बिल्कुल अनुचित है।

  • বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির চারাপোনা উৎসবকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের লাউদোহা অঞ্চলে। পাওনা টাকা চাইতে উৎসব প্রাঙ্গনে তৃণমূল কর্মী ও তার অনুগামীরা । বিশাল পুলিশ বাহিনী গিয়ে সামাল দিলো পরিস্থিতি। ছুতো খুঁজে উৎসবকে পন্ড করার চক্রান্ত শাসকের অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির,উৎসব নয়, অশান্তির আবহ তৈরী করতে চাইছে বিজেপি,ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের

    বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির চারাপোনা উৎসবকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের লাউদোহা অঞ্চলে। পাওনা টাকা চাইতে উৎসব প্রাঙ্গনে তৃণমূল কর্মী ও তার অনুগামীরা । বিশাল পুলিশ বাহিনী গিয়ে সামাল দিলো পরিস্থিতি। ছুতো খুঁজে উৎসবকে পন্ড করার চক্রান্ত শাসকের অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির,উৎসব নয়, অশান্তির আবহ তৈরী করতে চাইছে বিজেপি,ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের

    পাবলিক নিউজ দুর্গাপুর = বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির চারাপোনা উৎসবে অশান্তি। এক তৃণমূল কর্মী আচমকা উৎসব প্রাঙ্গনে পৌঁছলেন দলের পুরোনো সতীর্থর কাছে টাকা চাইতে, দু এক কথা হতে হতে অশান্তি, উত্তেজনা দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুর অঞ্চলে। যে পরিস্থিতির সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীকে ছুটে আসতে হলো। কোনোক্রমে অশান্ত পরিস্থিতির সামাল দিল পুলিশ। তৃণমূল কর্মী বিশ্বনাথ গোস্বামীর অভিযোগ, জিতেন্দ্র তেওয়ারি যখন তৃণমূল করতেন সেই সময় সঞ্জয় যাদব নামে তার এক অনুগামী ছিলেন, সঞ্জয়ের কাছ থেকে প্রায় এক লক্ষ ৪৩ হাজার টাকার মতো তিনি পান, দীর্ঘদিন সেই টাকা নাকি দিচ্ছেন না সঞ্জয় যাদব, আজ জিতেন্দ্র তেওয়ারির চারাপোনা উৎসবে সঞ্জয় যাদবকে দেখা মাত্রই, বিশ্বনাথ গোস্বামী নামে ঐ তৃণমূল কর্মী জনা পাঁচেক লোকজন নিয়ে ঢুকে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির অনুষ্ঠানস্থলে। দু এক কথা হতে হতে নিমেষে ছড়ায় অশান্তি। পুলিশ তড়িঘড়ি ছুটে এসে সামাল দেয় পরিস্তিতির। এইদিকে উৎসব ভুন্ডুল করতে এই চক্রান্ত শাসক দলের কটাক্ষ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির,তার উদ্যোগে লাউদোহায় চারাপোনা উৎসবকে ভুন্ডুল করতে শাসকের সাথে পুলিশও উঠে পড়ে লেগেছে বলে বিজেপি নেতার অভিযোগ। যদিও ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি করে জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পান্ডবেস্বর বিধানসভা কেন্দ্রে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ও তার লোকজন। সব মিলিয়ে গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুর এলাকায়।

  • বার্নপুরে বন্ধ গাড়ি থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ………… বার্নপুর, ২০ এপ্রিলঃ

    বার্নপুরে বন্ধ গাড়ি থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ………… বার্নপুর, ২০ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:– আসানসোলের হিরাপুর থানার শ্যামবাঁধের মুড়ি ফ্যাক্টরির কাছে শিবাজী মাঠ সংলগ্ন এলাকায় একটি বন্ধ চারচাকা গাড়ির ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হলো। শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে বার্নপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অঞ্জাত পরিচয় মৃত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হিরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রবিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়। তবে রবিবার বিকেল পর্যন্ত মৃতদেহের পরিচয় পুলিশ খুঁজে বার করতে পারেনি।
    বার্নপুরের শ্যামবাঁধের বাসিন্দা প্রেম কুমার দুবের বাড়ির সামনে তার চারচাকা গাড়িটি পার্ক করানো ছিলো। গাড়ির মালিক প্রেম কুমার দুবে বলেন, আমি কাজের সূত্রে সবসময় ব্যস্ত থাকি। শনিবার সন্ধ্যায় বাড়ি মাঠে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য গাড়ির দরজা খুলতে যাই। সেই সময় গাড়ির কাচে ধোঁয়ার মতো দাগ দেখি। ভাবি কাঁচ ফেটে গিয়ে এমনটা হয়েছে। কিন্তু গাড়ির দরজা খুলতেই তিনি সিটের উপর এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্বাভাবিক ভাবেই তিনি হতবাক হয়ে যান।
    ঘটনাটি তিনি আশপাশের লোকেদের বলেন। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপর হিরাপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচৈতন্য অবস্থায় যুবককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
    গাড়ির মালিক বলেন, গাড়ি সব সময় লক থাকে। কি করে ঐ যুবক আমার গাড়ির ভেতরে ঢুকলো তা বুঝতে পারছি না। তার দাবি , তিনি ঐ যুবককে চেনেন না।
    হিরাপুর থানার পুলিশ জানায়, এদিন আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়েছে। প্রাথমিক রিপোর্টের পরে জানা গেছে, শ্বাসরুদ্ধ হয়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে। এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঐ যুবক গত কয়েক দিন ধরে এই এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাঘুরি করছিলো।
    পুলিশ মৃতদেহের পরিচয় বার করার পাশাপাশি এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

  • রানিগঞ্জে বাড়ি থেকে বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার……… রানিগঞ্জ ও আসানসোল, ২০ এপ্রিলঃ

    রানিগঞ্জে বাড়ি থেকে বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার……… রানিগঞ্জ ও আসানসোল, ২০ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:— বাড়িতে ঘরের ভেতর থেকে সিলিং ফ্যানে গলায় দড়ি দেওয়া এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার হলো। রবিবার সকালের এই ঘটনায় আসানসোল রানিগঞ্জ থানার গীর্জা পাড়ার এমপি রোডের কালি মন্দির সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত বৃদ্ধার নাম পূর্নিমা সরকার (৭০)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে বৃদ্ধার মৃতদেহর ময়নাতদন্ত হয়।
    পুলিশ সূত্রে জানা গেছে, রানিগঞ্জের গীর্জা পাড়ার এমপি রোডের কালি মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা সরকার পরিবারের সদস্যরা এদিন সকালে পূর্নিমা সরকারকে ঘরের মধ্যে সিলিং ফ্যানে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রানিগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
    পরিবারের সদস্যরা পূর্নিমা সরকারের মৃত্যুর কারণ হিসেবে কিছু পুলিশকে জানাতে পারেন নি। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঐ বৃদ্ধা কোন কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তিনি এদিন সকালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।

  • ছাই বহনকারী ডাম্পার চলাচলে ছড়াচ্ছে দূষণ, কুলটিতে অতিষ্ঠ বাসিন্দাদের রাস্তা অবরোধ, বিক্ষোভ…………. কুলটি, ১৭ এপ্রিলঃ

    ছাই বহনকারী ডাম্পার চলাচলে ছড়াচ্ছে দূষণ, কুলটিতে অতিষ্ঠ বাসিন্দাদের রাস্তা অবরোধ, বিক্ষোভ…………. কুলটি, ১৭ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল :–আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির রাধানগরের জনবসতি এলাকার রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত ছাই বহনকারী ডাম্পার চলাচল করছে। এর ফলে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে। এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যেের উপর তার প্রভাব পড়ছে। শিশু থেকে বয়স্করা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বারবার এই ব্যাপারে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা বিষাক্ত ছাই পরিবহন অবিলম্বে বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার
    আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির রাধানগর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই রাস্তা দিয়ে ঢাকা না দিয়ে ডাম্পারে করে ছাই নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দোকানদার ও ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এই প্রতিবাদ ও বিক্ষোভ করা হয়েছে । এদিকে এই রাস্তা অবরোধ বিক্ষোভের কারণে রাস্তায় ডাম্পার সহ অন্য গাড়ি দাঁড়িয়ে পড়ে। এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আসে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে। দীর্ঘক্ষণ আলোচনার পরে পুলিশের তরফে সমস্যার সমাধানে আশ্বাস দেওয়া হয়। এরপরেই নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

    এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এলাকার মানুষেরা এদিন রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। পুলিশ ৭ দিন সময় নিয়েছে। তিনি বলেন, যদি ৭ দিনের মধ্যে তার সমস্যার সমাধান না হয়, তাহলে আগামী দিনে আরো বড় আকারে প্রতিবাদ আন্দোলন করা হবে।

  • ১০ দফা দাবিতে স্মারকলিপি / সালানপুরে তিন বাম সংগঠনের ডাকে বিক্ষোভ মিছিল, বিডিও অফিস অভিযান……………….সালানপুর, ১৭ এপ্রিলঃ

    ১০ দফা দাবিতে স্মারকলিপি / সালানপুরে তিন বাম সংগঠনের ডাকে বিক্ষোভ মিছিল, বিডিও অফিস অভিযান……………….সালানপুর, ১৭ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:– আসানসোলের সালানপুর থানার ডাবর মোড় থেকে তিনটি বামপন্থী সংগঠন সিটু, এআইকেএস ও এআইএডব্লুইউের সালানপুর ব্লক কমিটির ডাকে একটি প্রতিবাদ মিছিল হয়। ” বিডিও অফিস চলো ” ডাক দেওয়া সেই মিছিল সালানপুর বিডিও অফিসে গিয়ে শেষ হয়। পরে তিন বাম সংগঠনের পাশাপাশি বামেদের যুব, কৃষক, মহিলা সহ অন্য সংগঠনের নেতা, নেত্রী ও কর্মীরা ছিলেন। সবশেষে ১০ দফা দাবির একটি স্মারক লিপি দেওয়া হয় সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাসকে ।

    দাবি গুলির মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপকের নামের তালিকা বেনিয়মে অভিযোগ উঠেছে। তার তদন্ত করে বেআইনি প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। আদিবাসী সহ যে সমস্ত গরীব মানুষদের নাম তালিকায় নেই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।সালানপুর ব্লক এলাকায় বেআইনি ভাবে পাট্টা দেওয়া বন্ধ করতে হবে। হিন্দুস্তান কেবলসের দখল হওয়া জমি দখল মুক্ত করতে হবে। ১০০ দিনের কাজ দ্রুত চালু করতে হবে।১০০ দিনের কাজকে ২০০ দিন ও মজুরি ৬০০টাকা করতে হবে। সালানপুর ব্লকে আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি করতে হবে। চুরি ছিনতাইের মতো অপরাধ বন্ধ করতে পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন রাস্তায় যানজট মুক্ত ও ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে। বয়স্কদের বন্ধ হয়ে যাওয়া পেনশন চালু করতে হবে। সালানপুর ব্লকের বন্ধ কারখানা গুলি খোলার উদ্যোগ নিতে হবে। বন্ধ কারখানায় জমিতে নতুন শিল্প গড়তে হবে। এলাকার বেকার যুবকদের এলাকাতেই কর্মস্থানের ব্যবস্থা করতে হবে।

    এই প্রসঙ্গে সিপিএম নেত্রী শিপ্রা মুখোপাধ্যায় বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের নানা জনবিরোধী নীতি ও এলাকার সাধারণ মানুষদের সমস্যা গুলি নিয়ে এদিন বিডিও অফিস চলো অভিযান করা হয়েছে। এর পাশাপাশি ১০ দফা দাবির একটি স্মারক লিপি বিডিওকে দেওয়া হয়েছে।

  • দুর্গাপুরে পয়লা বৈশাখের রাতে কালি মন্দিরে চুরির চেষ্টা / ধৃত দুই………. দুর্গাপুর, ১৭ এপ্রিলঃ

    দুর্গাপুরে পয়লা বৈশাখের রাতে কালি মন্দিরে চুরির চেষ্টা / ধৃত দুই………. দুর্গাপুর, ১৭ এপ্রিলঃ

    পাবলিক নিউজ দূর্গাপুর :– পয়লা বৈশাখের রাতে বিধাননগরের ডিডিএ মার্কেটে কালি মন্দিরের দরজা ভেঙে চুরির চেষ্টা করেও শেষ রক্ষা হলোনা। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার হলো দুই চোর। ধৃতদের বাকি সঙ্গীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    জানা গেছে, মঙ্গলবার পয়লা বৈশাখের দিন রাত সাড়ে নটা নাগাদ দুর্গাপুরের বিধাননগরের ডিডিএ মার্কেটের কালি মন্দিরের পুরোহিত পুজো করে চলে যান।তারপরেই মন্দির চত্বরে জড়ো হয় ৪/৫ জন মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করে। আশেপাশের লোকজনেরা তা দেখতে পেয়ে চিৎকার করেন। সেই সময় সুযোগ বুঝে তারা সেখান থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে মন্দিরের সেবায়তের ভাইপো সেখানে আসেন। মন্দিরের পক্ষ থেকে বুধবার অভিযোগ দায়ের করা হয় বিধাননগর ফাঁড়িতে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সিসি টিভির ফুটেজের সূত্র ধরে বুধবার রাতে বিধাননগরের কমিউনিটি সেন্টার থেকে দুই চোরকে গ্রেফতার কর করা হয় ।
    বৃহস্পতিবার সকালে ধৃত দুজনকে বিধান নগর ফাঁড়ির পুলিশ সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়। পুলিশ জানায়, ধৃত দুজনকে হেফাজতে নিয়ে জেরা করে জানার চেষ্টা করা হবে, তাদের বাকি সঙ্গী কারা ছিলো।

  • ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির চার্জশিটে সোনিয়া ও রাহুল গান্ধীর নাম / প্রতিবাদে আসানসোলে কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি……………….আসানসোল, ১৭ এপ্রিলঃ

    ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির চার্জশিটে সোনিয়া ও রাহুল গান্ধীর নাম / প্রতিবাদে আসানসোলে কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি……………….আসানসোল, ১৭ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:–  ন্যাশনাল হেরাল্ড মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তরফে আদালতে পেশ করা চার্জশিটে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর নাম উল্লেখ রয়েছে। এর প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে সরব হয়েছেন কংগ্রেসের নেতা ও কর্মীরা।
    একইভাবে আসানসোলের কংগ্রেস নেতা ও কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে আসানসোলের জিটি রোডের হটন রোড মোড এলাকায় পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ দেখানো হয়। এর নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর নাম অন্তর্ভুক্ত করাকে বিজেপির ষড়যন্ত্র বলে অভিহিত করা হয়।

    এদিন কংগ্রেসের বিক্ষোভ সামাল দিতে হটন রোড মোড় সংলগ্ন এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিলো। বিক্ষোভ চলাকালে কংগ্রেসের নেতা ও কর্মীরা জিটি রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। সেই সময় রাস্তা অবরোধ করে স্লোগান দেওয়া হয়। তখন আসানসোল দক্ষিণ থানার পুলিশ জোর করে কংগ্রেসের নেতা ও কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশের সঙ্গে কংগ্রেসের নেতা ও কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। যা নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রসেনঞ্জিৎ পুইতুন্ডি বলেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য পণ্ডিত জওহরলাল নেহেরু ন্যাশনাল হেরাল্ড প্রতিষ্ঠা করেছিলেন। এটা একটা রসিকতা যে এখন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এর মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ আনা হচ্ছে। অথচ যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ন্যাশনাল হেরাল্ডের মাধ্যমে যে সংস্থাটি নেওয়া হয়েছে তা একটি অলাভজনক সংস্থা এবং এটি বিক্রি করা যাবে না। এমন পরিস্থিতিতে, অবৈধভাবে অর্থ উপার্জনের কথা কোথা থেকে আসছে? তিনি বলেন, আজ যখন এই ইস্যুতে হটন রোড মোডে কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কংগ্রেস কর্মীদের ধাক্কাধাক্কি করে এবং তাদের সাথে দুর্ব্যবহার করে। তিনি আরো বলেন, এটা স্পষ্ট হয়ে গেছে যে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোথাও না কোথাও অভ্যন্তরীণ যোগসাজশ রয়েছে। তৃণমূল কংগ্রেস চায় না যে তারা ছাড়া অন্য কোনও দল বাংলায় বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলুক। কিন্তু এটি ঘটবে না। কংগ্রেস ব্রিটিশদের কাছ থেকে পরাজয় মেনে নেয়নি। তাই বিজেপি নেতাদের কাছ থেকে পরাজয় মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। এদিনের আন্দোলনে অন্যদের মধ্যে ছিলেন শাহ আলম, মহঃ শাকির, সুকান্ত দাস, প্রেমনারায়ণ সিং, পরিতোষ বাউরি ও বিশ্বনাথ বাউরি।

  • মুর্শিদাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের প্রতিবাদ/ বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ………… বার্নপুর, ১৬ এপ্রিলঃ

    মুর্শিদাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের প্রতিবাদ/ বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ………… বার্নপুর, ১৬ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:– মুর্শিদাবাদে সম্প্রতি হওয়া গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় দূষ্কৃতিরা পেশায় মৃৎশিল্পী হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ।
    এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে সরব হয়েছে বিরোধী দল বিজেপি।
    বুধবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আসানসোল দক্ষিণ বিধানসভার বার্নপুরোর ত্রিবেণী মোড় রাস্তা অবরোধ করেন বিজেপির নেতা ও কর্মীরা । পালন করা হয় হিন্দু শহীদ দিবস। রাস্তার মোড়ে তৈরি করা হয় একটি শহীদ দেবী। যাতে খুন হওয়া বাবা ও ছেলের ছবি ছিলো। সেই বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
    পরে বিধায়ক বলেন, গত ৮ এপ্রিল মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, তা খুবই ন্যাক্কারজনক। এক সম্প্রদায়ের দূষ্ক তাদের বাড়িতে চড়াও হয়ে কুপিয়ে খুন করেছে। শুধু তাই নয়, অনেক সনাতনী হিন্দুর বাড়িতে লুটপাট চালানো হয়েছে। পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটালো হয়েছে। পুলিশ কাউকে বাঁচাতে এগিয়ে আসেনি। তার প্রতিবাদে এদিন সমগ্র বাংলায় বিজেপি হিন্দু শহীদ দিবস পালন করছে। তিনি আরো বলেন, মুর্শিদাবাদের ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উসকানি দিয়েছিলেন। তিনি একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করছেন। পুলিশ সবকিছু দেখেও, কিছু করছে না। সেখানে হাইকোর্ট গোটা পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেয়। তারপরে এলাকায় শান্তি ফেরার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের শাসক দলের তোষণের জন্য শুধু মুর্শিদাবাদ নয়, গোটা বাংলায় হিন্দুরা বিপন্ন। একমাত্র বাংলায় বিজেপি সরকার এলে হিন্দুরা রক্ষা পাবেন।
    এদিন বিজেপির এই রাস্তা অবরোধ বিক্ষোভ প্রায় আধঘন্টার মতো হয়।
    এদিকে, বিজেপি বিধায়কের নেতৃত্বে বার্নপুরে হওয়া রাস্তা অবরোধ বিক্ষোভকে কটাক্ষ করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, কারা দাঙ্গা করে, উসকানি দেয়, ধর্মের ভেদাভেদ করে রাজনীতি করে, শুধু বাংলা নয়, গোটা দেশের মানুষেরা জানেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে, মুর্শিদাবাদের ঘটনা কাদের পরিকল্পিত ও প্ররোচনায় হয়েছে।

  • মুর্শিদাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের প্রতিবাদ/ বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ………… বার্নপুর, ১৬ এপ্রিলঃ

    মুর্শিদাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের প্রতিবাদ/ বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ………… বার্নপুর, ১৬ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:–মুর্শিদাবাদে সম্প্রতি হওয়া গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় দূষ্কৃতিরা পেশায় মৃৎশিল্পী হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ।
    এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে সরব হয়েছে বিরোধী দল বিজেপি।
    বুধবার বিকেলে এই ঘটনার প্রতিবাদে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আসানসোল দক্ষিণ বিধানসভার বার্নপুরোর ত্রিবেণী মোড় রাস্তা অবরোধ করেন বিজেপির নেতা ও কর্মীরা । পালন করা হয় হিন্দু শহীদ দিবস। রাস্তার মোড়ে তৈরি করা হয় একটি শহীদ দেবী। যাতে খুন হওয়া বাবা ও ছেলের ছবি ছিলো। সেই বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
    পরে বিধায়ক বলেন, গত ৮ এপ্রিল মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, তা খুবই ন্যাক্কারজনক। এক সম্প্রদায়ের দূষ্ক তাদের বাড়িতে চড়াও হয়ে কুপিয়ে খুন করেছে। শুধু তাই নয়, অনেক সনাতনী হিন্দুর বাড়িতে লুটপাট চালানো হয়েছে। পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটালো হয়েছে। পুলিশ কাউকে বাঁচাতে এগিয়ে আসেনি। তার প্রতিবাদে এদিন সমগ্র বাংলায় বিজেপি হিন্দু শহীদ দিবস পালন করছে। তিনি আরো বলেন, মুর্শিদাবাদের ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উসকানি দিয়েছিলেন। তিনি একটা বিশেষ সম্প্রদায়কে তোষণ করছেন। পুলিশ সবকিছু দেখেও, কিছু করছে না। সেখানে হাইকোর্ট গোটা পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দেয়। তারপরে এলাকায় শান্তি ফেরার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যের শাসক দলের তোষণের জন্য শুধু মুর্শিদাবাদ নয়, গোটা বাংলায় হিন্দুরা বিপন্ন। একমাত্র বাংলায় বিজেপি সরকার এলে হিন্দুরা রক্ষা পাবেন।
    এদিন বিজেপির এই রাস্তা অবরোধ বিক্ষোভ প্রায় আধঘন্টার মতো হয়।
    এদিকে, বিজেপি বিধায়কের নেতৃত্বে বার্নপুরে হওয়া রাস্তা অবরোধ বিক্ষোভকে কটাক্ষ করেছেন পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, কারা দাঙ্গা করে, উসকানি দেয়, ধর্মের ভেদাভেদ করে রাজনীতি করে, শুধু বাংলা নয়, গোটা দেশের মানুষেরা জানেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে, মুর্শিদাবাদের ঘটনা কাদের পরিকল্পিত ও প্ররোচনায় হয়েছে।