Tag: ADPC

  • साधु संत महात्मा की सेवा करने से तुरंत फल की प्राप्ति होती है – आत्मप्रकाश जी महाराज बोलें

    साधु संत महात्मा की सेवा करने से तुरंत फल की प्राप्ति होती है – आत्मप्रकाश जी महाराज बोलें

    पब्लिक न्यूज ब्यूरो:–आसनसोल आसनसोल स रोड अंतर्गत गौशाला में मुरारका परिवार की ओर से एवं आसनसोल महावीर स्थान सेवा समिति के सहयोग से साथ दिवसीय श्रीमद् भागवत गीता ज्ञान यज्ञ के दूसरे दिन पूरी हुई। दूसरे दिन की कथा दीन जर भारत कथा नाम महिमा और वामन भगवान का अवतार पर कथा कही गई है। स्वामी आत्म प्रकाश जी महाराज ने कथा में कहा कि भागवत कथा करने में जितनी खर्च होती है। काम काज से व्यापार से जितना समय का नुकसान होता है। उसे ज्यादा भगवान किसी न किसी रूप में उन्हे दे देते हैं। गुरुजी ने कहा कि जिसकी पत्नी झगड़ालू है । तो पति को भक्ति में लीन हो जाना चाहिए। वहीं जिसके पति झगड़ालू है, ।उसकी पत्नी को भक्ति में लीन होनी चाहिए। यज्ञ तीर्थ करने से समय से फल की प्राप्ति होती है। वहीं साधु संत महात्मा की सेवा करने से तुरंत फल की प्राप्ति होती है। भगवान के भक्तों के साथ जो छल कपट करता है। उसका बड़ा अनहित होता है।

    इसलिए कभी किसी से छल कपट नहीं करनी चाहिए। दूसरे दिन भी भक्तों की भीड़ उमड़ी थी। दूसरे दिन राज्य के कानून सह श्रम मंत्री मलय घटक पहुंचे। मंत्री को गुरुजी ने आशीर्वाद दिया और आगे उन्नति हो। गुरुजी ने मंत्री मलय घटक के बारे में बोलें आसनसोल के विकास में काफी योगदान है इनका । मौके पर बालकिशन मुरारका का पूरा परिवार, मोहन केशव भाई सहित पटेल परिवार, महावीर स्थान सेवा समिति के सचिव अरुण शर्मा, राजकुमार शर्मा, नारायण मुरारका, बाल कृष्णा मुरारका, सरस मुरारका, सरोज मुरारका, पंखुड़ी मुरारका, शुचि पोद्दार, सुमित्रा टेबरेवाल, स्वेता टेबरेवाल, कपूर अग्रवाल, मंजू अग्रवाल, प्रेमचंद केशरी, सज्जन जालुका, मुकेश पहचान, बासुदेव शर्मा, प्रकाश अग्रवाल, अक्षय शर्मा, रौनक जालान सहित सैंकड़ों महिलाएं व पुरुष भक्त उपस्थित थे।

  • आसनसोल यूथ क्लब के गणेश पूजा पंडाल का उदघाटन, होंगे विभिन्न कार्यक्रम

    आसनसोल यूथ क्लब के गणेश पूजा पंडाल का उदघाटन, होंगे विभिन्न कार्यक्रम

    पब्लिक न्यूज ब्यूरो आसनसोल :–आसनसोल के होटल रोड स्थित यूथ क्लब द्वारा आयोजित किया गया शुक्रवार संध्या को उद्घाटन कार्यक्रम मौके पर उपस्थित आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी उपमेयर तथा आई एन टी टी यू सी जिला अध्यक्ष अभिजीत घटक मेयर परिषद गुरदास चटर्जी आसनसोल नगर निगम के चार नंबर बोर्न के अध्यक्ष राजेश तिवारी स्थानीय पार्षद शिखा घटक कुलदीप सिंह सलूजा सतीश चंद्र शशि भूषण पांडे राजकुमार उर्फ पप्पू सिंह संजय सिंह इस मौके पर उपस्थित थे । फीता काटकर गणेश पूजा का शुभ आरंभ किया गया अध्यक्ष और डेप्युटी मेयर के हाथों से ।2020 से यूथ क्लब की शुरुआत हुई है और गणेश पूजा का भी शुभ आरंभ हुआ था इस बार पांचवा वर्ष गणेश पूजा की मनाई जा रही है इस दौरान कई कार्यक्रम हर दिन होंगे । पूजा समिति के सदस्य के अलावा आसनसोल साउथ बीपी के इंचार्ज संदीप दे दिनेश सिंह शाहिद परवेज, मुकेश शर्मा ,रंजीत कुमार विश्वास ,राजेश शर्मा प,रमजीत सिंह ,सुनील साहू ,राकेश केडिया, राकेश प्रसाद आदि मौजूद थे।

    जबकि क्लब सदस्य के सचिव विकास चंद्र ने बताया कि हमारे कई सदस्य मिलकर इस पूजा का आयोजन करते हैं जिनमें से हैं सुनील जायसवाल ,राहुल विश्वास, सौम्य साधु ,केदारनाथ ,दिव्यांशु अग्रवाल, विकी वर्मा, सौरभ साहू सौरभ शर्मा, नरेंद्र यादव, ऋषिकेश सिंह, सोनी सलूजा आशीष गुप्ता ,शिवलाल यादव पिंटू पंडित ,रतन झा ,आकाश शर्मा ,अजय प्रसाद ,पंकज बरनवाल ,अक्षय कुमार पार्थप्रतिम गोराई आदि मौजूद थे। जानकारी देते हुए क्लब सदस्य ने बताया कि शनिवार शाम को यूथ क्लब की ओर से जरूरतमंदों को वस्त्र वितरण किया जाएगा रविवार संध्या 7:30 बजे विशेष आरती का आयोजन किया जाएगा और व्यवस्था रहेगी सोमवार 9 सितंबर को अनाथ बच्चों के बीच कपड़े और भोजन वितरण किए जाएंगे और मंगलवार दोपहर को महाप्रसाद खिचड़ी भोग का आयोजन किया जाएगा

  • আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার আবার তারিখ।

    আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার আবার তারিখ।

    আলোক চক্রবর্তী/পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:-শণিবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জশিট গঠন হবার তারিখ ছিল কিন্তু বিচারক পুনরায় ১৪ নভেম্বর চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন। সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী পরবর্তী তারিখে চার্জ গঠনের কোন অজুহাত দেখানো চলবে না তাছাড়া আজ সিবিআইয়ের আইনজীবীর উপর তিনি বীতশ্রদ্ধ হয়েছেন লালা ওরফে অনুপ মাজিকে নোটিশ পাঠানো নিয়ে। লালা ওরফে অনুপ মাজির আইনজীবী অভিষেক মুখার্জি বিচারকের কাছে সওয়াল জবাবের সময় জানান তার মক্কেলকে হাতে নোটিশ না দিয়ে ই মেলের মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন কিন্তু নোটিশ পাঠানোর উদ্দেশ্য বা কীভাবে হাজিরা দেবেন স্বাক্ষী না বাদি হিসাবে তার কোন উল্লেখ ছিল না। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চার্জশীট গঠনের পর কাউকে নোটিশ পাঠানো যায় না আগামী তারিখের আগে সব ঠীক করে আসার নির্দেশ দিয়েছেন।

  • গণেশ পূজায় থিম আসানসোল স্টেশন।

    গণেশ পূজায় থিম আসানসোল স্টেশন।

    আলোক চক্রবর্তী /পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :-দূর্গাপূজার শুভারম্ভ হয় গণেশ পূজা দিয়ে বাতাসে পূজো পূজো গন্ধ ছড়িয়ে পড়ে সবার মনে শরৎ কালের কাশ ফুলের গন্ধ তারসাথে পূজোর গন্ধ নিয়ে আসে গণেশ পূজা। থিমের প্রতিযোগিতা শুরু হয় গণেশ পূজা থেকে এরপর বিশ্বকর্মা পূজা সেখানেও বিভিন্ন ক্লাব বিভিন্ন থীম নিয়ে পূজার আয়োজন করে থাকে। আসানসোলের ট্রাফিক কলোনির টাইগার ক্লাব তাদের ২২ বছরের গণেশ পূজাতে আসানসোল স্টেশনের উপর থীম করে প্যান্ডেল করেছেন। টাইগার ক্লাবের সদস্য নিখিল সিং জানান তাদের ২২ বছরের গণেশ পূজায় আসানসোল স্টেশনের থীম করে প্যান্ডেল করা হয়েছে, তাদের উদ্দেশ্য আসানসোল স্টেশন নির্ভর করে আসানসোল শহর গড়ে উঠেছে ট্রেনের মাধ্যমে বাইরের রাজ্য থেকে লোক আসানসোল শহরে আসেন রুটি রোজগারের জন্য। আসানসোলবাসী জানুন স্টেশনে কীরকম কাজ হয় এবং কিছু উল্লেখযোগ্য ছবি পূজো প্যান্ডেলে লাগানো হয়েছে। শণিবার সকালে ডিআরএম এসে পূজা প্যান্ডেলের উদ্বোধন করেন তাছাড়া পূজোর তিনদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান বসে আঁকো, হনুমান চালিসা পাঠ প্রতিযোগিতা, সুন্দর কান্ড পাঠ, জাগরণ, খিচুরি ভোগ খাওয়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে মঙ্গলবার বিসর্জন দেওয়া হবে।

  • আর জি কর কান্ডে শিক্ষক সমাজের মিছিল।

    আর জি কর কান্ডে শিক্ষক সমাজের মিছিল।

    আলোক চক্রবর্তী /পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :-গত মাসে কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে নির্মমভাবে খুন ও হত্যা করার পর সারা দেশ জুড়ে খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন বিভিন্ন সংঘটন। শণিবার আসানসোল গীর্জা মোড় থেকে বাজার কলকাতা পর্যন্ত বিক্ষোভ মিছিল বার করেন জেলা শিক্ষক সমাজ। মিছিলে শিক্ষক তথা কাউন্সিলর অশোক রুদ্র জানান আর জি কর হাসপাতালে এক চিকিৎসককে নির্মমভাবে খুন ও হত্যা করা হয়েছে, খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জেলা শিক্ষক সমাজ আজ রাজপথে নেমেছেন তাদের দাবি অবিলম্বে অপরাজিতা বিলকে আইনি স্বীকৃতি দেওয়া হোক এবং সারা ভারতে ধর্ষকদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক। উপস্থিত ছিলেন রাজীব মুখার্জী, উদেশ চক্রবর্তী মুকেশ ঝা, সৌম্যদীপ ,গান্ধী প্রসাদ মুনিয়া হিমাদ্রিশেখর এবং জয়দেব বিশ্বাস

  • আর জি কর হাসপাতালের খুন ও ধর্ষণের মামলায় অভিযুক্তদের শাস্তির দাবিতে অবসরপ্রাপ্ত রেলকর্মীদের পরিবারের মিছিল মহিশীলাতে।

    আর জি কর হাসপাতালের খুন ও ধর্ষণের মামলায় অভিযুক্তদের শাস্তির দাবিতে অবসরপ্রাপ্ত রেলকর্মীদের পরিবারের মিছিল মহিশীলাতে।

    আলোক চক্রবর্তী আসানসোল :-গত মাসে কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ করার পর সারা ভারতে নয় সারা বিশ্বে দোষীদের অবিলম্বে বিচারের দাবিতে উত্তাল হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘটন থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ, অবসরপ্রাপ্ত কর্মী তার পরিবার, স্কুল পড়ুয়া ও ছোটবাচ্চারা বিচারের দাবিতে বিক্ষোভ ও মিছিল বার করেছে। শণিবার আসানসোল দক্ষিণ থানার মহিশীলা কলোনির ক্ষুদিরাম পার্ক থেকে চক্রবর্তী মোড় পর্যন্ত আর জি কর কান্ডে দোষীদের অবিলম্বে বিচারের দাবিতে এক মিছিল বার করে রেলের অবসরপ্রাপ্ত কর্মী সংঘটনের সদস্য ও তাদের পরিবার। অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী সংঘটন মহিশীলা শাখার সম্পাদক এম এস মন্ডল জানান অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী সংঘটনের আসানসোল শাখার সভাপতি হিরক চন্দ্র চন্দ সহ সব সদস্য তাদের পরিবার এবং এলাকার প্রবীণ নাগরিক ও মহিলারা আর জি কর কান্ডের দোষীদের অবিলম্বে বিচারের দাবিতে মিছিল বার করা হয়। অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী সংঘটনের সম্পাদক এম এস মন্ডল জানান আর জি কর কান্ডে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে যাতে দেশের নাগরিকদের বিচার ব্যাবস্থার উপর আস্থা থাকে কোন কারণে বিচার ব্যাবস্থায় অবহেলা করে বিচার ব্যাবস্থার উপর থেকে জনগণের আস্থা হারিয়ে না যায় তারই দাবিতে বিক্ষোভ মিছিল।

  • রাজ্যের পুলিশ খুনী ও ধর্ষণকারীদের খোঁজার চেয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন বলে মন্তব্য রাহুল সিনহার।

    রাজ্যের পুলিশ খুনী ও ধর্ষণকারীদের খোঁজার চেয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন বলে মন্তব্য রাহুল সিনহার।

    আলোক চক্রবর্তী/পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :-শুক্রবার আসানসোলে বিজেপির শীর্ষ নেতৃত্ব রাহুল সিনহা এসে মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে জানান মমতা ব্যানার্জী তার পুলিশ প্রশাসন এবং তার গুন্ডা বাহিনীকে কাজে লাগিয়ে আর জি কর কান্ডকে ধামাচাপা দেবার চেষ্টা করছেন। তিনি ধর্ষিতার মাকে দশ লক্ষ টাকা দিয়ে সাদা কাগজে সই করার কথা বলেছিলেন সেইসময় যদি তিনি সই করে দিতেন তাহলে সব খেলা শেষ হয়ে যেত তিনি ভেবেছিলেন দশ লক্ষ টাকার লোভে মেয়ের মা সই করে দেবেন কিন্তু তিনি জানেন না সবাই মেয়েকে বিক্রি করার জন্য নয়, মেয়ের পরিবার ভয়ে এতদিন সত্য বলেন নি কিন্তু ধীরে ধীরে তারা মুখ খুলেছেন। রাজ্যে মমতা ব্যানার্জী ধর্ষণকারীদের জন্য একটা রেট করে দিয়েছেন কিন্তু আর জি করের ঘটনা সারা বিশ্বে তোলপাড় করে দিয়েছে সেই কারণে এই ধর্ষণের জন্য দশ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন, রাজ্যের পুলিশের ভূমিকায় বীতশ্রদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন তার দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে পুলিশের এই ভূমিকা প্রথম দেখলেন যেখানে দোষীদের গ্রেপ্তার করা থেকে তথ্য প্রমান লোপাটের দিকে বেশী জোর দিয়েছেন। রাহুল সিনহা মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন সন্দীপ ঘোষের জন্য নিজের দল থেকে শুরু করে পুলিশ বাহিনীকে বাজি লাগিয়ে দিয়েছেন শুধুমাত্র অভিষেক ব্যানার্জীকে বাঁচাতে সন্দীপ ঘোষের সাথে অভিষেকের হৃদতা সম্বন্ধে অবগত থাকার কারণে তাঁর বিরুদ্ধে পদত্যাগের দাবি সারা রাজ্যবাসী করলেও তিনি তার সিদ্ধান্তে অনড়। সম্প্রতি তিনি ধর্ষকদের জন্য ফাঁসির আইন আনলেও কেন্দ্রীয় সরকার সম্প্রতি আনা আইনে ফাঁসির আইন আছে সেখানে মমতা ব্যানার্জী বিরোধিতা করেছেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবী এবং বিজেপি নেতা ,সুব্রত ঘাঁটি , রাজ্য কমিটির সদস্য রার বাংলা ইনচার্জ নির্মল কর্মকার,ওবিসি মোর্চার রাষ্ট্র সদস্য ও পশ্চিমবঙ্গ প্রবক্তা সংকার চৌধুরী ,বিগু ঠাকুর ,তাপস ঘোষ , অমিতাভ গড়াই  ওম নারায়ণ ও অন্যান্যরা

  • এর আগে পিছিয়েছে দুবার / আসানসোল সিবিআই আদালতে আজ কয়লা পাচার মামলার চার্জ গঠন 

    এর আগে পিছিয়েছে দুবার / আসানসোল সিবিআই আদালতে আজ কয়লা পাচার মামলার চার্জ গঠন 

    পাবলিক নিউজঃ ডেস্ক পশ্চিম বর্ধমান :-এর আগে দুবার পিছিয়ে যাওয়া কয়লা পাচার মামলায় আসানসোল সিবিআই আদালতে আজ শনিবার চার্জ গঠন হওয়ার কথা। সেই রকমই নির্দেশ রয়েছে আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর।
    গত ৯ আগষ্ট আসানসোল সিবিআই আদালতে এই মামলার শুক্রবার চার্জ গঠন বা ফ্রেম করার কথা ছিলো। কিন্তু সেদিন তা হয়নি। এই মামলার চার্জশিটে নাম থাকা ৫০ জনের মধ্যে এক অভিযুক্তর গত ৯ আগষ্ট সিবিআই আদালতে গরহাজির ছিলেন। আদালত সূত্রে জানা গেছিলো , তার নাম সামশের হোসেন। সেদিন আদালতে তার আইনজীবী বলেছিলেন, তার মক্কেল শারীরিক ভাবে অসুস্থ। তাই তিনি হাজির হতে পারেন নি। এছাড়াও সেদিন চার্জশিটে থাকা একটি বেসরকারি কোম্পানির তরফে তার লিকিউডেটার আইনজীবি আবেদন করেছিলেন। তিনি তার আবেদনে বলেছিলেন, এই কোম্পানি লিকিউডেশনে চলে গেছে। এই ব্যাপারে আদালতকে কিছু জানানোর আছে। তার এই আবেদন আদালত গ্রহণ করে। সবমিলিয়ে গত ৯ আগষ্ট এই মামলার কোন সওয়াল-জবাব বা শুনানি হয়নি। সবশেষে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়ে বলেছিলেন যে, আগামী ৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন সিবিআইকে এই মামলার চার্জ গঠন বা ফ্রেম করার নির্দেশ বিচারক দিয়েছিলেন। একইসঙ্গে ৭ সেপ্টেম্বর সবাইকে আদালতে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ঐ দিন বেসরকারি কোম্পানির লিকিউডেটারের আবেদনের শুনানি হবে বলে বিচারক নির্দেশ দিয়েছিলেন।
    একইসঙ্গে গত ৯ আগষ্ট চার্জশিটে নাম থাকা সব অভিযুক্তদের আইনজীবীদেরকে এই মামলার যাবতীয় নথি দেওয়া হয়। এর আগের শুনানিগুলিতে অভিযুক্তদের তরফে তাদের আইনজীবীরা চার্জশিটের কপি পেতে আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত তা দেওয়া হয়।
    গত ৯ আগষ্ট আদালতে অনুপ মাজি ওরফে লালা সহ মোট ৪৯ জন হাজির ছিলেন।
    প্রসঙ্গতঃ, ৯ আগষ্টের আগে গত ৩ জুলাই এই মামলার চার্জ গঠন করার কথা ছিলো। কিন্তু সেদিন দুই কয়লা কারবারি তারকেশ্বর মন্ডল ও মহঃ সাকিল গরহাজির থাকায় সেদিন তা সম্ভব হয়নি। এই দুজনের নাম সিবিআইয়ের পেশ করা দ্বিতীয় সাপ্লিমেন্টারী চার্জশিটে আছে বলে আদালত সূত্রে জানা গেছে।
    এখন দেখার, শনিবার কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি কয়লা পাচার মামলায় চার্জ গঠন বা ফ্রেম করতে পারে কিনা।

  • ইন্ডিয়া পাওয়ারের সিএসআরে নারী শিক্ষায় জোর / ” মেধা” য় আসানসোলের ৫ কৃতি পড়ুয়াকে দুবছরের বৃত্তি

    ইন্ডিয়া পাওয়ারের সিএসআরে নারী শিক্ষায় জোর / ” মেধা” য় আসানসোলের ৫ কৃতি পড়ুয়াকে দুবছরের বৃত্তি

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:- কর্পোরেট সোশাল রেসপনসেবলিটি বা সামাজিক দায়বদ্ধতায় ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড (আইপিসিএল) ” মেধা ” র মাধ্যমে বৃত্তি দেওয়া হলো এই বছর অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষা বর্ষে এই প্রকল্পে আসানসোল শিল্পাঞ্চলের মোট ৫ মেধাবী কৃতি পড়ুয়াকে এই বৃত্তি দেওয়া হলো। শুক্রবার দুপুরে আসানসোলের সৃষ্টিনগরে শ্রীহরি গ্লোবাল স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইন্ডিয়া পাওয়ারের লাইসেন্সপ্রাপ্ত পরিষেবা এলাকার পাঁচ ছাত্রীকে সম্মানিত করা হয়। তাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করার জন্য দুই বছর তিন হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
    ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডের হোলটাইম ডিরেক্টর সোমেশ দাশগুপ্তের সভাপতিত্বে হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, ইসিএলের ডিরেক্টর (টেকনিক্যাল) নীলাদ্রি রায়, ইন্ডিয়া পাওয়ারের দুই জেনারেল ম্যানেজার সর্বেশ কুমার ও অজয় ভৌমিক এবং আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি স্বামী সৌমাত্বানন্দজী মহারাজ।
    ইন্ডিয়া পাওয়ারের শতবর্ষ উদযাপনের অংশ হিসাবে ২০১৯ সালে চালু করা হয় এই ” মেধা” প্রকল্প। দারিদ্র্য, সামাজিক অসুবিধা এবং শিক্ষার অভাবের চ্যালেঞ্জগুলিকে সরাসরি মোকাবিলা করতে না পেরে অনেক মেয়েকে স্কুল ছেড়ে দিতে বাধ্য করে। শিক্ষার মাধ্যমে মেয়েদের ক্ষমতায়নের জন্য এই কর্মসূচির প্রতিশ্রুতি ভারত সরকারের “বেটি বাঁচাও বেটি পড়াও” উদ্যোগের সাথে সঙ্গতিপূর্ণ। যার লক্ষ্য হলো মেয়েদের উন্নতি ও তাদেরকে শিক্ষিত করা।
    এদিন আলো হালদার ( বিজপুর নেতাজি শিক্ষা নিকেতন, জামুড়িয়া), মোসেনা খাতুন ( দোমোহনী কেলেজোড়া বালিকা উচ্চ বিদ্যালয় বারাবনি) , পায়েল মাজি( সত্তোর উচ্চ বিদ্যালয়, জামুড়িয়া) , বৃষ্টি মাঝি( বোগড়া বিবেকানন্দ মিশন উচ্চ বিদ্যালয়,জামুড়িয়া) ও সুমাইয়া সুলতানা (বোরিংডাঙ্গা উচ্চ বিদ্যালয়, জামুড়িয়া)।
    এই প্রসঙ্গে সোমেশ দাশগুপ্ত বলেন, “মেধা” শুধু স্কলারশিপ প্রোগ্রাম নয়। এটি জীবন পরিবর্তন করার প্রতিশ্রুতি। অল্পবয়সী মেয়েদেরকে শিক্ষায় আলোকিত করে, আমরা একটি শক্তিশালী, আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবদান রাখছি। যা শেষ পর্যন্ত আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। গত ছয় বছরে এই উদ্যোগটি যে ইতিবাচক প্রভাব ফেলেছে তার জন্য আমরা অবিশ্বাস্যভাবে গর্বিত। সংস্থার তরফে বলা হয়, একাদশ ও দ্বাদশ শ্রেণি পড়ার জন্য ২ বছর প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

  • সতর্ক করা হলো বেশকিছু ব্যবসায়ীকে / আসানসোল বাজারে জেলা কনজিউমার এ্যাফেয়ার্স দপ্তরের সচেতনতা মুলক অভিযান

    সতর্ক করা হলো বেশকিছু ব্যবসায়ীকে / আসানসোল বাজারে জেলা কনজিউমার এ্যাফেয়ার্স দপ্তরের সচেতনতা মুলক অভিযান

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল,:- পশ্চিম বর্ধমান জেলার কনজিউমার এ্যাফেয়ার্স দপ্তর বা উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে শুক্রবার আসানসোল বাজারে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। এই বিষয়ে সাংবাদিকদের উপভোক্তা বিষয়ক দপ্তরের উপভোক্তা কল্যাণ আধিকারিক সুব্রত ঘোষ বলেন, উপভোক্তা বিষয়ক বিভাগের একটি কাউন্সিল আছে। যা ডিস্ট্রিক্ট কনজিউমার প্রটেকশন কাউন্সিল বা জেলা উপভোক্তা সুরক্ষা পরিষদ নামে পরিচিত। পদাধিকারবলে এই কাউন্সিলের চেয়ারম্যান হলেন জেলার জেলাশাসক। তাঁর নির্দেশে এদিন এই অভিযান আসানসোল বাজারে চালানো হয়। ওই অভিযানে উপভোক্তা বিষয়ক দপ্তর, খাদ্য সুরক্ষা মেট্রোলজিকাল দপ্তর ও আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবির আধিকারিকরা উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, এই অভিযানে আসানসোল বাজারের দোকানদারদের সচেতন করা হয়। ক্রেতাদেরও সচেতন করা হয়। পাশাপাশি খাবারের দোকান পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য বলা হয়েছে। দোকানদার ও গ্রাহকদের যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় সে বিষয়েও সচেতন করা হয়। যাতে দোকানদারেরা স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করেন তাও বলা হয়েছে। তিনি আরো বলেন, এদিনের অভিযানে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সব দোকানদাররা নিয়ম মেনে ব্যবসা করছেন না। যো কারণে কিছু দোকানদারকে সতর্ক করে বলা হয়েছে যে তারা ভবিষ্যতে তাদের ভুল সংশোধন করে নেন। তা না হলে, আগামী দিনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
    জানা গেছে, এই ধরনের অভিযান আসানসোল শিল্পাঞ্চলের অন্য বাজারেও চালাবে জেলা কনজিউমার এ্যাফেয়ার্স দপ্তর।