

পাবলিক নিউজঃ ডেস্ক জামুড়িয়া :-আসানসোলের জামুড়িয়ার বোগরা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এক প্রান্তে একটি বড় গর্ত তৈরি হওয়াকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটির গুরুত্ব বুঝে স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনকে খবর দেন। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ সুব্রত অধিকারীকে। তিনি সোমবার ঘটনাস্থলে পৌঁছে, সবকিছু খতিয়ে দেখে পুলিশ প্রশাসনকে ঐ এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দিতে বলেন। এরপরই পুলিশের পক্ষ থেকে রাস্তার ওই অংশের বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। এই অংশে যাতে কোন যানবাহন না যায় ও মানুষজনেরা যাতায়াত না করে সেজন্য জাতীয় সড়কের ঐ অংশে পুলিশ প্রশাসনের তরফ একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয়। এরপরে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই ঘটনার খবর দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

হঠাৎ করেই রাস্তার ধারে গভীত গর্ত তৈরি হওয়ার ঘটনায় হতচকিত সকলে। স্থানীয় বাসিন্দারা গর্তের জন্য যাতে কোন দুর্ঘটনা না ঘটে, সেইজন্য সেখানে বেশ কিছু বড় বড় পাথর ঢুকিয়ে দেন। তাদের দাবি, এই এলাকার নিচ দিয়ে জল সরবরাহের পাইপ লাইন গেছে। সেই কারণে মাটির নিচে জলের জমা অংশ ধসে গিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুরনো কয়লা খনির সিম এই এলাকায় মাটির তলায় আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে । তবে ঘটনাটি ধসের ঘটনা নাকি, জল জমে যাওয়ার পর এমন ঘটনা ঘটেছে তা নিয়ে সংশয়ে রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।




























