
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– সম্প্রতি রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুলিশ প্রশাসনকে লোহা, বালি, কয়লা পাচারকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দেবার পর পশ্চিম বর্ধমান জেলায় পুলিশ প্রশাসন তৎপরতার সাথে বিভিন্ন মাফিয়াদের গ্রেপ্তার করেছে। পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তাকে কটাক্ষ করে আই এম আই এমের জেলা সভাপতি দানিশ আজিজ জানান আসল দোষীদের আড়াল করতে পুলিশ প্রশাসন তৎপর হয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এম আই এম আইের জেলা সভাপতি দানিশ আজিজ জানান মমতা ব্যানার্জীর নির্দেশ আসার পর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার একজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে এবং কিছু দুস্কৃতিকে আটক করে আসল দোষীদের আড়াল করতে চাইছেন, যাদের আটক করা হয়েছে তারা এই খেলার বোড়ে আসল রাজাদের ধরছে না তারা সবাই রাজনৈতিক দলের সক্রিয় সদস্য সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে দাবা খেলার বোড়েদের গ্রেপ্তার করা হচ্ছে মমতা ব্যানার্জী নিজের এবং ভাইপো অভিষেক ব্যানার্জীর ছবি উজ্জ্বল করতে এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি আরো জানান গত বছর ৫ ই ডিসেম্বর রাজ্যপালের কাছে জেলার মাফিয়াদের তালিকা দিয়েছিলেন এবং একইসাথে দেশের গৃহমন্ত্রী অমিত সাহকে পাঠিয়েছিলেন কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। তি নি জেলার ১২ জন কুখ্যাত মাফিয়ার তালিকা পাঠালেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি এতে স্পষ্ট তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির অলিখিত চুক্তি মুখোশধারী পুলিশ প্রশাসন দোষীদের আড়াল করতে সক্রিয়তার সাথে পদক্ষেপ নিচ্ছে।





























